কলকাতা, 5 এপ্রিল : সংস্থার অধীনে থাকা ঠিকাকর্মী ও অন্যান্য দুস্থ শ্রমিকদের পাশে দাঁড়াল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ । পাশাপাশি শহরের বিভিন্ন জায়গার দুস্থ মানুষ, ভবঘুরে ও অসহায়দের সহায়তায় এগিয়ে এল । খাবার ও রেশন তুলে দেওয়া হল তাঁদের হাতে। মেট্রো রেলের RPF জওয়ানরা কালীঘাট, চেতলা, রবীন্দ্র সরোবর ও S P মুখার্জি রোডের দুস্থ মানুষকে খাবার ও পানীয় জল বিতরণ করেন । 300 জনের বেশি মানুষকে সাহায্য করা হয়।
এছাড়াও নোয়াপাড়া ও বারাসতে যেসব ঠিকাকর্মী থাকেন তাঁদের নিয়মিত খাবার ও পানীয় জল দেওয়ার ব্যবস্থা করা হয়েছে । কাজের সূত্রে যেসব কর্মী এখানে আটকে পড়েছেন তাঁদেরও রেশন, পানীয় জল ও LPG গ্যাস দেওয়া হয়েছে । বাকি মেট্রো রেলকর্মীদের মাস্ক, স্যানিটাইজ়ার ও সাবান দেওয়া হয়েছে । কর্মীদের স্বাস্থ্যের দিকেও বিশেষ নজর দিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ । অন্যদিকে বিভিন্ন জায়গায় জলের ট্যাঙ্ক ও RO যুক্ত জলের প্ল্যান্টের ব্যবস্থা করা হয়েছে । এছাড়া প্রয়োজনে যাতে কর্মীদের রাখা যায় সেই জন্য আইসোলেশন ওয়ার্ড তৈরি করা হয়েছে ।
কোরোনা মোকাবেলায় 21 দিন লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার । বন্ধ রয়েছে কাজকর্ম । এর ফলে পথে থাকা সহায় সম্বলহীন মানুষ সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন । আহার পাচ্ছেন না তাঁরা । এই গরিব মানুষদের যাতে অভুক্ত থাকতে না হয় তাই এই উদ্যোগ নিল মেট্রো রেল ।
ঠিকাকর্মী ও আটকে পড়া শ্রমিকদের দিকে সাহায্যের হাত কলকাতা মেট্রো রেলের - মেট্রো রেল
লকডাউনের জেরে অসুবিধায় পড়েছেন বহু দুস্থ ও অসহায় মানুষ । তাই এবার তাঁদের পাশে দাঁড়াতে এগিয়ে এল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ । খাদ্য থেকে পানীয় জল বিতরণ করা হল তাঁদের মধ্যে ।
কলকাতা, 5 এপ্রিল : সংস্থার অধীনে থাকা ঠিকাকর্মী ও অন্যান্য দুস্থ শ্রমিকদের পাশে দাঁড়াল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ । পাশাপাশি শহরের বিভিন্ন জায়গার দুস্থ মানুষ, ভবঘুরে ও অসহায়দের সহায়তায় এগিয়ে এল । খাবার ও রেশন তুলে দেওয়া হল তাঁদের হাতে। মেট্রো রেলের RPF জওয়ানরা কালীঘাট, চেতলা, রবীন্দ্র সরোবর ও S P মুখার্জি রোডের দুস্থ মানুষকে খাবার ও পানীয় জল বিতরণ করেন । 300 জনের বেশি মানুষকে সাহায্য করা হয়।
এছাড়াও নোয়াপাড়া ও বারাসতে যেসব ঠিকাকর্মী থাকেন তাঁদের নিয়মিত খাবার ও পানীয় জল দেওয়ার ব্যবস্থা করা হয়েছে । কাজের সূত্রে যেসব কর্মী এখানে আটকে পড়েছেন তাঁদেরও রেশন, পানীয় জল ও LPG গ্যাস দেওয়া হয়েছে । বাকি মেট্রো রেলকর্মীদের মাস্ক, স্যানিটাইজ়ার ও সাবান দেওয়া হয়েছে । কর্মীদের স্বাস্থ্যের দিকেও বিশেষ নজর দিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ । অন্যদিকে বিভিন্ন জায়গায় জলের ট্যাঙ্ক ও RO যুক্ত জলের প্ল্যান্টের ব্যবস্থা করা হয়েছে । এছাড়া প্রয়োজনে যাতে কর্মীদের রাখা যায় সেই জন্য আইসোলেশন ওয়ার্ড তৈরি করা হয়েছে ।
কোরোনা মোকাবেলায় 21 দিন লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার । বন্ধ রয়েছে কাজকর্ম । এর ফলে পথে থাকা সহায় সম্বলহীন মানুষ সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন । আহার পাচ্ছেন না তাঁরা । এই গরিব মানুষদের যাতে অভুক্ত থাকতে না হয় তাই এই উদ্যোগ নিল মেট্রো রেল ।