ETV Bharat / state

Durga Puja 2023: মেসির 45 ফুটের মূর্তি উদ্বোধন রোনাল্ডিনহো, বার্সার যুগলবন্দি গ্রিনপার্কের পুজো প্যান্ডেলে - গ্রিনপার্ক সর্ব্বজনীন

2022 সালে কাতারে ফুটবল বিশ্বকাপের ফাইনাল দেখার পরেই এই পুজোর ভাবনা মাথায় আসে গ্রিনপার্ক সর্ব্বজনীনের কর্মকর্তাদের। তখন থেকেই শুরু প্রস্তুতি। সেন্ট লুসাইল স্টেডিয়ামের আদলেই তাই গড়ে উঠছে গোটা মণ্ডপ। আর মণ্ডপের ভিতরে প্রবেশ করলেই দেখা যাবে গ্যালারি।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 4, 2023, 10:45 PM IST

বার্সার যুগলবন্দি গ্রিনপার্কের পুজো প্যান্ডেলে

কলকাতা, 4 অক্টোবর: 2022 সালের 18 ডিসেম্বর তাবড় ফুটবলপ্রেমী মানুষের চোখ তখন টিভির পর্দায় ৷ মেসি নাকি এমবাপে ? কার হাতে উঠবে বিশ্বকাপের ট্রফি ? সেই প্রশ্নের অবসান ঘটিয়ে অবশেষে জয় হয় আর্জেন্তিনার। কাতারের লুসাইল স্টেডিয়ামে তৈরি হয় নতুন ইতিহাস। আর্জেন্তিনার সমর্থকদের জন্য ওই রাত চিরস্মরণীয়। আর তাকে মাথায় রেখে গোটা মণ্ডপ গড়ে তুলছে নরেন্দ্রপুরের গ্রিনপার্ক সর্ব্বজনীন। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের বিপরীতেই অবস্থিত এই পুজোর 64তম বছরে থিম "সবচেয়ে বড় মেসি"।

2022 সালে কাতারে ফুটবল বিশ্বকাপের ফাইনাল দেখার পরেই এই পুজোর ভাবনা মাথায় আসে গ্রিনপার্ক সর্ব্বজনীনের কর্মকর্তাদের। তখন থেকেই শুরু প্রস্তুতি। সেন্ট লুসাইল স্টেডিয়ামের আদলেই তাই গড়ে উঠছে গোটা মণ্ডপ। আর মণ্ডপের ভিতরে প্রবেশ করলেই দেখা যাবে গ্যালারি। যেখানে বসে মেসিকে গোল করতে দেখেছেন কয়েক হাজার মেসি সমর্থকরা। এছাড়াও মণ্ডপে প্রবেশের পর শোনা যাবে বিশ্বকাপের কমেন্ট্রিও। বাজবে সমর্থকদের উত্তেজনাও। থিমের সঙ্গে পাল্লা দিয়ে তৈরি হচ্ছে প্রতিমা। গোটা মণ্ডপ জুড়ে বসবে বিশেষ ধরণের ঘাস। তার উপরেই অধিষ্ঠিত হবে মা দুর্গা। মণ্ডপের দর্শনার্থীদের পায়েও লাগবে ঘাসের ছোঁয়া।

তবে এই মণ্ডপের পরতে পরতে রয়েছে চমক। মণ্ডপে প্রবেশের পরে যখন কানে আসবে বিশ্বকাপের কমেন্ট্রি তখন সামনে দাঁড়িয়ে থাকবে 45 ফুটের মেসি মূর্তি। যার হাতে আবার সোনায় মোড়া সেই অমূল্য কাপ। ক্লাব কমিটির সম্পাদক তথা শিল্পী বিশ্বজিৎ দাস বলেন, "আমাদের এবছরের থিমের নাম সব থেকে বড়ো মেসি। কারণ এখানে একটা মেসির মূর্তি গড়ে তোলা হচ্ছে। যার হাতে থাকবে বিশ্বকাপের ট্রফি। এই মূর্তি পুজোর পরে আমরা সেই মূর্তি রেখে দেব সারাজীবনের জন্য। মেসি কলকাতায় আসবে শোনা যাচ্ছে। তাই তাঁকে সম্মান জানাতেই এই ভাবনা আমাদের।"

আরও পড়ুন: কয়েক মিনিটের ব্যবধানে ফের সোনা ভারতের ঝুলিতে; এবার পদক এল পুরুষদের রিলেতে

এখানেই শেষ নয়, মেসির এই মূর্তি উদ্বোধন করবেন ব্রাজিলের অন্যতম সেরা ফুটবলার রোনাল্ডিনহো। ক্লাবকর্তাদের দাবি, যেহেতু একসময়ে বার্সেলোনার সতীর্থ ছিলেন রোনাল্ডিনহো এবং মেসি তাই তাঁকে দিয়েই উদ্বোধন করানোর পরিকল্পনা নিয়েছে ক্লাব কমিটি। হাতে গোনা আর কিছুদিন বাদেই বাঙালির মহোৎসব শুরু। দ্বিতীয় বা তৃতীয়াতেই উদ্বোধন হয়ে যেতে পারে এই মণ্ডপ। তারপরেই অবাধ প্রবেশ দর্শনার্থীদের।

বার্সার যুগলবন্দি গ্রিনপার্কের পুজো প্যান্ডেলে

কলকাতা, 4 অক্টোবর: 2022 সালের 18 ডিসেম্বর তাবড় ফুটবলপ্রেমী মানুষের চোখ তখন টিভির পর্দায় ৷ মেসি নাকি এমবাপে ? কার হাতে উঠবে বিশ্বকাপের ট্রফি ? সেই প্রশ্নের অবসান ঘটিয়ে অবশেষে জয় হয় আর্জেন্তিনার। কাতারের লুসাইল স্টেডিয়ামে তৈরি হয় নতুন ইতিহাস। আর্জেন্তিনার সমর্থকদের জন্য ওই রাত চিরস্মরণীয়। আর তাকে মাথায় রেখে গোটা মণ্ডপ গড়ে তুলছে নরেন্দ্রপুরের গ্রিনপার্ক সর্ব্বজনীন। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের বিপরীতেই অবস্থিত এই পুজোর 64তম বছরে থিম "সবচেয়ে বড় মেসি"।

2022 সালে কাতারে ফুটবল বিশ্বকাপের ফাইনাল দেখার পরেই এই পুজোর ভাবনা মাথায় আসে গ্রিনপার্ক সর্ব্বজনীনের কর্মকর্তাদের। তখন থেকেই শুরু প্রস্তুতি। সেন্ট লুসাইল স্টেডিয়ামের আদলেই তাই গড়ে উঠছে গোটা মণ্ডপ। আর মণ্ডপের ভিতরে প্রবেশ করলেই দেখা যাবে গ্যালারি। যেখানে বসে মেসিকে গোল করতে দেখেছেন কয়েক হাজার মেসি সমর্থকরা। এছাড়াও মণ্ডপে প্রবেশের পর শোনা যাবে বিশ্বকাপের কমেন্ট্রিও। বাজবে সমর্থকদের উত্তেজনাও। থিমের সঙ্গে পাল্লা দিয়ে তৈরি হচ্ছে প্রতিমা। গোটা মণ্ডপ জুড়ে বসবে বিশেষ ধরণের ঘাস। তার উপরেই অধিষ্ঠিত হবে মা দুর্গা। মণ্ডপের দর্শনার্থীদের পায়েও লাগবে ঘাসের ছোঁয়া।

তবে এই মণ্ডপের পরতে পরতে রয়েছে চমক। মণ্ডপে প্রবেশের পরে যখন কানে আসবে বিশ্বকাপের কমেন্ট্রি তখন সামনে দাঁড়িয়ে থাকবে 45 ফুটের মেসি মূর্তি। যার হাতে আবার সোনায় মোড়া সেই অমূল্য কাপ। ক্লাব কমিটির সম্পাদক তথা শিল্পী বিশ্বজিৎ দাস বলেন, "আমাদের এবছরের থিমের নাম সব থেকে বড়ো মেসি। কারণ এখানে একটা মেসির মূর্তি গড়ে তোলা হচ্ছে। যার হাতে থাকবে বিশ্বকাপের ট্রফি। এই মূর্তি পুজোর পরে আমরা সেই মূর্তি রেখে দেব সারাজীবনের জন্য। মেসি কলকাতায় আসবে শোনা যাচ্ছে। তাই তাঁকে সম্মান জানাতেই এই ভাবনা আমাদের।"

আরও পড়ুন: কয়েক মিনিটের ব্যবধানে ফের সোনা ভারতের ঝুলিতে; এবার পদক এল পুরুষদের রিলেতে

এখানেই শেষ নয়, মেসির এই মূর্তি উদ্বোধন করবেন ব্রাজিলের অন্যতম সেরা ফুটবলার রোনাল্ডিনহো। ক্লাবকর্তাদের দাবি, যেহেতু একসময়ে বার্সেলোনার সতীর্থ ছিলেন রোনাল্ডিনহো এবং মেসি তাই তাঁকে দিয়েই উদ্বোধন করানোর পরিকল্পনা নিয়েছে ক্লাব কমিটি। হাতে গোনা আর কিছুদিন বাদেই বাঙালির মহোৎসব শুরু। দ্বিতীয় বা তৃতীয়াতেই উদ্বোধন হয়ে যেতে পারে এই মণ্ডপ। তারপরেই অবাধ প্রবেশ দর্শনার্থীদের।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.