মাদ্রিদ ও কলকাতা, 15 সেপ্টেম্বর: এক সূত্রে বাঁধা পড়ল কলকাতা এবং মাদ্রিদ ৷ দুই শহরকে মিলিয়ে দিল বই ৷ বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পেনে গিয়েছেন ৷ তাঁর স্পেন সফরে মাদ্রিদ বইমেলা এবং কলকাতা বইমেলার মধ্যে মউ চুক্তি স্বাক্ষরিত হল ৷ দুই বইমেলাকে সামনে রেখে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক মেলবন্ধন হবে। কলকাতার মতো মাদ্রিদের বইমেলাও নানা কারণে বিখ্যাত। এবার 2025 সালে মাদ্রিদ বইমেলার থিম কান্ট্রি হবে ভারত।
বৃহস্পতিবার স্পেনের এই রাজধানী শহরের বইমেলা কমিটির সঙ্গে কলকাতা বইমেলার কমিটির মউ চুক্তি স্বাক্ষরিত হল । এর ফলে মাদ্রিদের মেলায় বাংলার লেখক ও প্রকাশকদের জন্য পৃথক স্টল থাকবে ৷ মউ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা বইমেলার অন্যতম প্রধান উদ্যোক্তা তথা পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায় এবং সাধারণ সম্পাদক সুধাংশুশেখর দে ৷ এছাড়া মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়ও উপস্থিতি ছিলেন ৷
প্রসঙ্গত 2023 সালে কলকাতা বইমেলায় থিম কান্ট্রি ছিল স্পেন ৷ এবার মাদ্রিদের বইমেলায় সেই সম্মান পেতে চলেছে ভারত ৷ সেখানে বাংলা বইয়ের জন্য আলাদা স্টল থাকবে ৷ এছাড়া বাংলা এবং স্পেন- দুই দেশই নিজেদের মধ্যে পারস্পরিক সংস্কৃতি ও সাহিত্যের আদান-প্রদান করবে ৷ সেই আদান-প্রদানের ক্ষেত্র প্রস্তুত করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সফর ৷ জানা গিয়েছে, স্পেন রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য সম্পর্কে আরও বেশি করে জানতে চায়। শুধু তাই নয় তাঁর সাহিত্য স্প্যানিশ ভাষায় অনুবাদ করার দাবিও উঠেছে ৷ আগামিদিনে এই মউ সেই পথকে আরও সুগম করবে বলেই মনে করা হচ্ছে ৷
আরও পড়ুন: লক্ষ্য বিনিয়োগ! মাদ্রিদে ইনডিটেক্স-জারার মতো জনপ্রিয় ব্র্যান্ডের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মমতা
এদিন স্পেনের লালিগা ক্লাবের সঙ্গেও একটি মউ চুক্তি স্বাক্ষরিত হয়েছে ৷ এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ তিনি লন্ডন থেকে সরাসরি স্পেনে পৌঁছেছেন বলে জানা গিয়েছে ৷ 12 সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী কলকাতা বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশে রওনা দেন ৷ সেদিন স্পেনে যাওয়ার বিমান না-থাকায় পরের দিন অর্থাৎ 13 সেপ্টেম্বর তিনি স্পেনে পৌঁছেছেন ৷ এই সফরের আগে তিনি সাংবাদিকদের বলেছিলেন, বিদেশ থেকে বাংলায় লগ্নি আনাই তাঁর প্রথম লক্ষ্য ৷ লগ্নি-সফরের শুরুটা হল বই দিয়েই।