ETV Bharat / state

শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পর আন্দোলন প্রত্যাহার পার্শ্বশিক্ষকদের

গতকাল শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন পার্শ্বশিক্ষক সংগঠনের প্রতিনিধিরা । বৈঠক ফলপ্রসূ হয়েছে জানিয়ে আজ তাঁরা আন্দোলন তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন । ফলের রস খেয়ে অনশন প্রত্যাহার করেন পার্শ্বশিক্ষকরা ।

Para Teachers
পার্শ্বশিক্ষক
author img

By

Published : Dec 12, 2019, 8:50 PM IST

বিধাননগর, 12 ডিসেম্বর : 32 দিনের অবস্থান বিক্ষোভ এবং 28 দিনের অনশনের পর আজ আন্দোলন প্রত্যাহার করে নিল পার্শ্বশিক্ষকরা । তবে, আন্দোলন সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন তাঁরা । যদি নির্ধারিত সময়ের মধ্যে দাবি মেনে না নেওয়া হয় তাহলে ফের আরও জোরদার আন্দোলন করা হবে বলে জানিয়েছেন তাঁরা ।

গতকাল শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন পার্শ্বশিক্ষক সংগঠনের প্রতিনিধিরা । বৈঠক ফলপ্রসূ হয়েছে জানিয়ে আজ তাঁরা আন্দোলন তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন । ফলের রস খেয়ে অনশন প্রত্যাহার করেন পার্শ্বশিক্ষকরা ।

পার্শ্বশিক্ষক ঐক্য মঞ্চের যুগ্ম আহ্বায়ক মধুমিতা বন্দ্যোপাধ্যায় বলেন, "শিক্ষামন্ত্রী আমাদের দাবির বেশিরভাগটাই সমর্থন করেছেন । তবে তিনি সময় চেয়েছেন । আমরা সরকারকে সেই সময় দিতে রাজি হয়েছি । তাই আন্দোলন সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে । সরকার যদি দাবি মেনে না নেয় তাহলে আগামীতে আরও বৃহত্তর আন্দোলন হবে । মুখ্যমন্ত্রী কলকাতায় ফিরলে তাঁর সঙ্গে শিক্ষামন্ত্রী আলোচনা করবেন আমাদের দাবিগুলি নিয়ে । আমরা সরকারের উপর আস্থা রাখছি ।"

প্রসঙ্গত, এক মাসের বেশি সল্টলেকের সেন্ট্রাল পার্কের পাশে পার্শ্বশিক্ষকরা বিভিন্ন দাবিতে অবস্থান বিক্ষোভ করছিলেন । তাঁদের অন্যতম দাবি বেতনকাঠামো সহ পূর্ণ শিক্ষকের মর্যাদা দিতে হবে । আন্দোলনকে সমর্থন জানিয়ে বিরোধী দলগুলির নেতারা পার্শ্বশিক্ষকদের অনশন মঞ্চে গিয়েছিলেন । শেষ পর্যন্ত পার্শ্বশিক্ষকদের সঙ্গে আলোচনায় রাজি হন শিক্ষামন্ত্রী । গতকাল পার্শ্বশিক্ষকদের প্রতিনিধিদের সঙ্গে শিক্ষামন্ত্রীর দীর্ঘ বৈঠক হয় । বৈঠকের পর রাতেই পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের স্টিয়ারিং কমিটির বৈঠক হয় । আজ দুপুরে পার্শ্বশিক্ষকরা আন্দোলন সাময়িকভাবে প্রত্যাহারের কথা ঘোষণা করেন ।

বিধাননগর, 12 ডিসেম্বর : 32 দিনের অবস্থান বিক্ষোভ এবং 28 দিনের অনশনের পর আজ আন্দোলন প্রত্যাহার করে নিল পার্শ্বশিক্ষকরা । তবে, আন্দোলন সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন তাঁরা । যদি নির্ধারিত সময়ের মধ্যে দাবি মেনে না নেওয়া হয় তাহলে ফের আরও জোরদার আন্দোলন করা হবে বলে জানিয়েছেন তাঁরা ।

গতকাল শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন পার্শ্বশিক্ষক সংগঠনের প্রতিনিধিরা । বৈঠক ফলপ্রসূ হয়েছে জানিয়ে আজ তাঁরা আন্দোলন তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন । ফলের রস খেয়ে অনশন প্রত্যাহার করেন পার্শ্বশিক্ষকরা ।

পার্শ্বশিক্ষক ঐক্য মঞ্চের যুগ্ম আহ্বায়ক মধুমিতা বন্দ্যোপাধ্যায় বলেন, "শিক্ষামন্ত্রী আমাদের দাবির বেশিরভাগটাই সমর্থন করেছেন । তবে তিনি সময় চেয়েছেন । আমরা সরকারকে সেই সময় দিতে রাজি হয়েছি । তাই আন্দোলন সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে । সরকার যদি দাবি মেনে না নেয় তাহলে আগামীতে আরও বৃহত্তর আন্দোলন হবে । মুখ্যমন্ত্রী কলকাতায় ফিরলে তাঁর সঙ্গে শিক্ষামন্ত্রী আলোচনা করবেন আমাদের দাবিগুলি নিয়ে । আমরা সরকারের উপর আস্থা রাখছি ।"

প্রসঙ্গত, এক মাসের বেশি সল্টলেকের সেন্ট্রাল পার্কের পাশে পার্শ্বশিক্ষকরা বিভিন্ন দাবিতে অবস্থান বিক্ষোভ করছিলেন । তাঁদের অন্যতম দাবি বেতনকাঠামো সহ পূর্ণ শিক্ষকের মর্যাদা দিতে হবে । আন্দোলনকে সমর্থন জানিয়ে বিরোধী দলগুলির নেতারা পার্শ্বশিক্ষকদের অনশন মঞ্চে গিয়েছিলেন । শেষ পর্যন্ত পার্শ্বশিক্ষকদের সঙ্গে আলোচনায় রাজি হন শিক্ষামন্ত্রী । গতকাল পার্শ্বশিক্ষকদের প্রতিনিধিদের সঙ্গে শিক্ষামন্ত্রীর দীর্ঘ বৈঠক হয় । বৈঠকের পর রাতেই পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের স্টিয়ারিং কমিটির বৈঠক হয় । আজ দুপুরে পার্শ্বশিক্ষকরা আন্দোলন সাময়িকভাবে প্রত্যাহারের কথা ঘোষণা করেন ।

Intro:বিধাননগর, ১২ ডিসেম্বর: ৩২ দিনের অবস্থান-বিক্ষোভ এবং ২৮ দিনের অনশনের পর বৃহস্পতিবার আন্দোলন প্রত্যাহার করে নিল পার্শ্বশিক্ষকরা। তবে তারা সাময়িকভাবে স্থগিত রেখেছে বলে জানিয়েছে। অনশনরত পার্শ্বশিক্ষকদের ফলের জুস খাইয়ে অনশন প্রত্যাহার করে নেওয়া হয়। বুধবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে শিক্ষকদের প্রতিনিধিদের বৈঠক ফলপ্রসূ হওয়ায় অনশন প্রত্যাহার বলে জানিয়েছে পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ।

Body:পার্শ্বশিক্ষক ঐক্য মঞ্চের যুগ্ম আহ্বায়ক মধুমিতা বন্দোপাধ্যায় বলেন, "বুধবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়েছে। শিক্ষামন্ত্রী দাবি-দাওয়ার বেশিরভাগটাই সমর্থন করেছেন। তিনি সরকারি সিলমোহর দেওয়ার জন্য সময় চেয়েছেন। আমরা সরকারকে সেই সময় দিতে রাজি হয়েছি। তবে আন্দোলন সাময়িক প্রত্যাহার হয়েছে। সরকার যদি দাবি-দাওয়া না মেনে নেয় তাহলে আরও বৃহত্তর আন্দোলন হবে। মুখ্যমন্ত্রী ফিরে এলে তার সঙ্গে শিক্ষামন্ত্রী আলাপ-আলোচনা করে সরকারি সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে আমাদের দাবি দাবা মেনে নেওয়ার কথা বলেছেন। তিনি প্রকাশ্যেও সেই কথা ঘোষণা করেছেন। সেই কারণে আমরা তাদের উপর আস্থা রাখতে চাই"।

প্রসঙ্গত সল্টলেকের সেন্ট্রাল পার্কের পাশে পার্শ্বশিক্ষকরা এক মাসের ওপর অবস্থান বিক্ষোভ চালিয়ে গিয়েছে। তাদের সঙ্গে সরকারের সরাসরি মতপার্থক্য দেখা দেয়। এই আন্দোলনকে সমর্থন জানিয়ে গোটা বিরোধী শিবির হাজির হয়েছিল পার্শ্ব শিক্ষকদের অনশন মঞ্চে। টানা আন্দোলনের চাপে পার্শ্ব শিক্ষকদের প্রতি কিছুটা নরম হয় রাজ্য সরকারের শিক্ষা দপ্তর। শেষ পর্যন্ত আলাপ-আলোচনার জন্য রাজি হন শিক্ষামন্ত্রী। বুধবার পার্শ্ব শিক্ষকদের সঙ্গে দীর্ঘ বৈঠক হয়। শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পর রাতেই পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের স্টিয়ারিং কমিটির বৈঠক হয়। তারপরই বৃহস্পতিবার দুপুর বেলায় পার্শ্বশিক্ষকেরা ঘোষণা করে তারা সাময়িকভাবে অনশন প্রত্যাহার করে নিচ্ছে।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.