কলকাতা, 28 নভেম্বর : অনলাইনে থিওরি ক্লাস চলছিল । দীর্ঘ আট মাস পড়ে এবার ফের ক্লাসরুমের দরজা খুলছে মেডিকেল কলেজগুলিতে । এই রাজ্যে ডিসেম্বর মাসের প্রথম থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যে বিভিন্ন পর্যায়ে প্রতিটি মেডিকেল কলেজে COVID-19 প্রতিরোধের গাইডলাইন মেনে পঠন-পাঠন শুরু করে দেওয়া হবে ।
লকডাউন চালাকালীন মেডিকেল কলেজগুলিতে বন্ধ হয়ে যায় পঠন-পাঠন । যদিও, অনলাইনে থিওরি ক্লাসগুলি চালু রাখা হয় । তবে, সেভাবে প্র্যাক্টিকাল ক্লাসের ব্যবস্থা করা সম্ভব হয়নি । যার জেরে পড়ুয়ারা কীভাবে পঠন-পাঠন সম্পন্ন করতে পারবেন, তা নিয়ে মেডিকেলের বিভিন্ন শাখার পড়ুয়াদের মধ্যে আশঙ্কা দেখা দিয়েছিল । অবশেষে কেন্দ্রীয় সরকারের তরফে প্রতিটি রাজ্যকে জানানো হয়েছে, আগামী 1 ডিসেম্বর অথবা তার মধ্যে মেডিকেল এডুকেশনের বিভিন্ন ক্ষেত্রে ফের ক্লাস শুরু করতে হবে । এর জন্য অবশ্যই COVID-19 প্রতিরোধের যাবতীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে । এই বিষয়ে রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম বলেন, "একটু সময় লেগে যাবে । তবে, ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যে রাজ্যের প্রতিটি মেডিকেল কলেজে ক্লাস শুরু করে দেওয়া সম্ভব হবে বলে আশা করছি ।"
রাজ্যের স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, ডিসেম্বর মাসের 15 তারিখের মধ্যে বিভিন্ন পর্যায়ে এই রাজ্যের মেডিকেল এডুকেশনের বিভিন্ন ক্ষেত্রে ক্লাস শুরু করে দেওয়া সম্ভব হবে । কারণ মেডিকেলে প্র্যাক্টিকাল ক্লাস অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় । যে কারণে, রাজ্যের সরকারি চিকিৎসকদের একটি সংগঠন অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস, ওয়েস্ট বেঙ্গলের সাধারণ সম্পাদক চিকিৎসক মানস গুমটা বলেন, "মেডিকেল কলেজগুলিতে ক্লাস চালু করতে হলে COVID-19 প্রতিরোধের জন্য গাইডলাইন যথাযথভাবে মেনে চলার ব্যবস্থা করতে হবে যাতে সংক্রমণ ছড়িয়ে পড়তে না পারে ।"
এদিকে, ফের ক্লাসের দরজা খোলার পরে যাতে মেডিকেল এডুকেশনের ক্ষেত্রে কোনও খামতি থেকে না যায়, সে সব বিষয়-ও গুরুত্বপূর্ণ। প্রতিটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে পাঠানো কেন্দ্রীয় সরকারের চিঠিতে এমনও জানানো হয়েছে, ফের ক্লাস চালুর জন্য মেডিকেল কলেজগুলিতে যাতে পর্যাপ্ত সংখ্যক নন-কোভিড রোগী থাকে, তার-ও ব্যবস্থা করতে হবে । এদিকে রাজ্যের স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, চলতি বছরে যে সব পড়ুয়া ইন্টার্নশিপ করবেন, এক বছরের বদলে তাঁদের ইন্টার্নশিপের সময় ছয় মাস করা হয়েছে । এবং, চলতি বছরে মেডিকেল কলেজগুলিতে প্রথম বর্ষের ক্লাস আগামী ফেব্রুয়ারি মাস থেকে শুরু হবে।