ETV Bharat / state

Md Salim: 'ডিয়ার লটারি মুখ্যমন্ত্রীর মাই ডিয়ার চালান !' কটাক্ষ সেলিমের - ডিএ

ডিয়ার লটারি (Dear Lottery) নিয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায়কে (Mamata Banerjee) চাঁচাছোলা আক্রমণ করলেন সিপিএম নেতা মহম্মদ সেলিম (Md Salim) ৷ কী বললেন তিনি ?

Md Salim slams Mamata Banerjee over Dear Lottery Controversy
Md Salim: 'ডিয়ার লটারি মুখ্যমন্ত্রীর মাই ডিয়ার চালান !' কটাক্ষ সেলিমের
author img

By

Published : Nov 24, 2022, 8:23 PM IST

কলকাতা, 24 নভেম্বর: ইদানীং শিরোনামে উঠে আসে ডিয়ার লটারি (Dear Lottery) নিয়ে এবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কেই (Mamata Banerjee) আক্রমণ করলেন সিপিএম নেতা মহম্মদ সেলিম (Md Salim) ৷ বললেন, "ডিয়ার লটারি মুখ্যমন্ত্রীর মাই ডিয়ার চালান !" উল্লেখ্য, এর আগে ডিয়ার লটারিকে 'ভাইপো লটারি' বলে তোপ দেগেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ ওয়াকিবহাল মহলের একাংশের দাবি, এই মন্তব্য করে শুভেন্দু আসলে মুখ্যমন্ত্রীর ভাইপো তথা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কেই (Abhishek Banerjee) নিশানা করেছেন ৷ রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, বৃহস্পতিবার মহম্মদ সেলিমও নামোল্লেখ না করে সেই অভিষেককেই নিশানা করেছেন ৷ একইসঙ্গে, রাজ্য়ে একের পর এক দুর্নীতির জন্য সরাসরি দায়ী করেছেন তাঁর পিসি মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷

লটারি প্রসঙ্গে এদিন মহম্মদ সেলিম বলেন, "দুর্নীতি, গরুচুরির টাকা সাদা করার জন্য লটারি ব্যবহার করা হচ্ছে ৷ কালো টাকা সাদা করা হচ্ছে ৷ কেন্দ্রীয় সরকার কেন এর তদন্ত করছে না ? এটা তো তাদেরই আওতাধীন বিষয় ৷ আজ অনুব্রত মণ্ডল ধরা পড়েছে ৷ তাই এত কিছু সামনে আসছে ৷ অনুব্রত ও তাঁর মেয়ে এত লটারি জিতেছে ৷ এই ঘটনা পশ্চিমবঙ্গে হয়েছে ৷ অসমে হয়েছে ৷ ঠিকঠাক তদন্ত হলে দেখা যাবে, ভারতের অন্য়ান্য জায়গাতেও হয়েছে ৷"

সেলিমের তোপ !

আরও পড়ুন: গরিবকে লুটতেই ডিয়ার লটারির রমরমা ! টুইটে সরব শুভেন্দু

লটারি বিতর্কের পাশাপাশি এদিন ডিএ বিক্ষোভে পুলিশের ধরপাকড় নিয়েও মুখ খুলেছেন সেলিম ৷ প্রসঙ্গত, ডিএ বিক্ষোভ নিয়ে বিজেপি ও সিপিএম-কে আক্রমণ করেছিলেন মেয়র ফিরহাদ হাকিম ৷ এদিন তার পালটা ফিরহাদকে আক্রমণ করেন সেলিম ৷ বলেন, "মহানাগরিক যেদিন থেকে ইডি, সিবিআই-এর কেসে ফেঁসে গিয়েছেন, তখন থেকেই বিজেপি-এর প্রচার করে চলেছেন ৷ অথচ, যেখানে 99 শতাংশ ভোট পেয়েছেন, সেখান যাননি ৷ কেন যাননি সেখানে ? ছোটবেলায় ওই বন্দর এলাকাতেই আমরা ডিএ নিয়ে শ্রমিকদের আন্দোলন দেখেছিলাম ৷ ডিএ-এর দাবিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন শ্রমিকরা ৷ ওঁরা (তৃণমূল কংগ্রেস) এখন সব জায়গাতেই সিপিএম দেখতে পান ৷ লাল পতাকা না থাকলেও লাল দেখেন ৷ ডিএ বিক্ষোভে কি সিপিএম ছিল ? নাকি বিজেপি ছিল ? ওখানে সরকারি কর্মচারীরা ছিলেন ৷ শিক্ষকরা ছিলেন ৷ অশিক্ষক কর্মীরা ছিলেন ৷"

কলকাতা, 24 নভেম্বর: ইদানীং শিরোনামে উঠে আসে ডিয়ার লটারি (Dear Lottery) নিয়ে এবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কেই (Mamata Banerjee) আক্রমণ করলেন সিপিএম নেতা মহম্মদ সেলিম (Md Salim) ৷ বললেন, "ডিয়ার লটারি মুখ্যমন্ত্রীর মাই ডিয়ার চালান !" উল্লেখ্য, এর আগে ডিয়ার লটারিকে 'ভাইপো লটারি' বলে তোপ দেগেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ ওয়াকিবহাল মহলের একাংশের দাবি, এই মন্তব্য করে শুভেন্দু আসলে মুখ্যমন্ত্রীর ভাইপো তথা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কেই (Abhishek Banerjee) নিশানা করেছেন ৷ রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, বৃহস্পতিবার মহম্মদ সেলিমও নামোল্লেখ না করে সেই অভিষেককেই নিশানা করেছেন ৷ একইসঙ্গে, রাজ্য়ে একের পর এক দুর্নীতির জন্য সরাসরি দায়ী করেছেন তাঁর পিসি মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷

লটারি প্রসঙ্গে এদিন মহম্মদ সেলিম বলেন, "দুর্নীতি, গরুচুরির টাকা সাদা করার জন্য লটারি ব্যবহার করা হচ্ছে ৷ কালো টাকা সাদা করা হচ্ছে ৷ কেন্দ্রীয় সরকার কেন এর তদন্ত করছে না ? এটা তো তাদেরই আওতাধীন বিষয় ৷ আজ অনুব্রত মণ্ডল ধরা পড়েছে ৷ তাই এত কিছু সামনে আসছে ৷ অনুব্রত ও তাঁর মেয়ে এত লটারি জিতেছে ৷ এই ঘটনা পশ্চিমবঙ্গে হয়েছে ৷ অসমে হয়েছে ৷ ঠিকঠাক তদন্ত হলে দেখা যাবে, ভারতের অন্য়ান্য জায়গাতেও হয়েছে ৷"

সেলিমের তোপ !

আরও পড়ুন: গরিবকে লুটতেই ডিয়ার লটারির রমরমা ! টুইটে সরব শুভেন্দু

লটারি বিতর্কের পাশাপাশি এদিন ডিএ বিক্ষোভে পুলিশের ধরপাকড় নিয়েও মুখ খুলেছেন সেলিম ৷ প্রসঙ্গত, ডিএ বিক্ষোভ নিয়ে বিজেপি ও সিপিএম-কে আক্রমণ করেছিলেন মেয়র ফিরহাদ হাকিম ৷ এদিন তার পালটা ফিরহাদকে আক্রমণ করেন সেলিম ৷ বলেন, "মহানাগরিক যেদিন থেকে ইডি, সিবিআই-এর কেসে ফেঁসে গিয়েছেন, তখন থেকেই বিজেপি-এর প্রচার করে চলেছেন ৷ অথচ, যেখানে 99 শতাংশ ভোট পেয়েছেন, সেখান যাননি ৷ কেন যাননি সেখানে ? ছোটবেলায় ওই বন্দর এলাকাতেই আমরা ডিএ নিয়ে শ্রমিকদের আন্দোলন দেখেছিলাম ৷ ডিএ-এর দাবিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন শ্রমিকরা ৷ ওঁরা (তৃণমূল কংগ্রেস) এখন সব জায়গাতেই সিপিএম দেখতে পান ৷ লাল পতাকা না থাকলেও লাল দেখেন ৷ ডিএ বিক্ষোভে কি সিপিএম ছিল ? নাকি বিজেপি ছিল ? ওখানে সরকারি কর্মচারীরা ছিলেন ৷ শিক্ষকরা ছিলেন ৷ অশিক্ষক কর্মীরা ছিলেন ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.