ETV Bharat / state

Salim Slams Mamata-Abhishek: মমতা নিজেই ডিজাস্টার, অভিষেককে ট্রেনিং দিচ্ছে বিজেপি-আরএসএস: সেলিম - Salim Slams Mamata Abhishek

Md Salim Slams Mamata-Abhishek: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই একটা ডিজাস্টার ৷ আর অভিষেক বন্দ্য়োপাধ্যায়কে ট্রেনিং দিচ্ছে বিজেপি ও আরএসএস ৷ বললেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ।

Md Salim
মহম্মদ সেলিম
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 4, 2023, 7:12 PM IST

Updated : Oct 4, 2023, 8:07 PM IST

সরকার ও মুখ্যমন্ত্রীর সমালোচনা সেলিমের

কলকাতা, 4 অক্টোবর: চুরি, দুর্নীতি থেকে শুরু করে রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীর কড়া ভাষার সমালোচনা করলেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম । বন্যা পরিস্থিতি নিয়ে আজ মুখ্যমন্ত্রী জাতীয় বিপর্যয় ঘোষণা করার দাবি করেছেন । সে প্রসঙ্গেই মমতা ও বিজেপিকে নিশানা করে সেলিম মুখ্যমন্ত্রীকে ডিজাস্টার বলে কটাক্ষ করলেন ।

সেলিম বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ডিজাস্টার । আর বিজেপি যতই নীতির কথা বলুক না কেন, তারা কিন্তু এ সব বিষয়ে কোনও ব্যবস্থা নেয়নি । আমফানের সময় আমরা সেটা দেখেছি ।"

100 দিনের বকেয়া টাকা-সহ একাধিক দাবিতে তৃণমূলের দিল্লি কর্মসূচি নিয়ে অনেকেই সমালোচনা করছেন যে, অভিষেককে জাতীয় স্তরের নেতা বানানোর চেষ্টা চলছে । সেলিমের বক্তব্য, "এগুলোকে বলে কালটিভেট করা । মমতা বন্দ্যোপাধ্যায়ের যখন চমক, ধমক কমে যাচ্ছে তখন বিজেপি-আরএসএস-এর এমন লোক দরকার যিনি এ রাজ্যে তাদের রাজনীতি করার সুযোগ করে দেবে । তিনি চুরি করবেন, জোচ্চুরি করে বিদেশ যাবেন, টাকা পাচার করবেন, সব কিছু করবেন । কিন্তু, এখানে দাঁড়িয়ে নাটকটা করতে পারবেন । তারই ট্রেনিং হচ্ছে । তাঁকে কালটিভেট করা হচ্ছে । সৌরভ ফেল করল, শুভেন্দু ফেল করল, কোনও একটা সেন্ট্রাল ক্যারেক্টার তো লাগবে বিজেপির । পশ্চিমবঙ্গের রাজনীতিতে তাদের জায়গা পাকা পোক্ত করার জন্য ।"

আরও পড়ুন: সিকিমে আটকে রাজ্যের 2000 পর্যটক, উদ্ধারে 24 ঘণ্টার কন্ট্রোল রুম খুলল নবান্ন

দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা, মা ও স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ইডি-র তলবের প্রসঙ্গে সেলিম আরও বলেন, "সব টাকা খাটের তলায় আছে, তা নয়, গালের ফাঁকেও আছে । বাবার ছবি দেখে তা বোঝা যাচ্ছে ।" আর রুজিরা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে সেলিমের কটাক্ষ, "নামের পরিচয় ঘটল কীভাবে ? বিয়ের কার্ড আছে আমার কাছে । লে মেরেডিয়ানে পার্টি হয়েছিল । ভোটের সময় বাংলার মেয়ে চায়, বিয়ের সময় পঞ্জাবের মেয়ে চায় । তাঁকে হাতেনাতে ধরেছিল কাস্টমস । তখন অরুণ জেটলির এক ফোনে তাঁকে রাজ্য পুলিশের হাতে তুলে দেওয়া হয় । তাহলে কি বিজেপি সরকার পাচার রুখছে ?"

সেলিম এ দিন আরও বলেছেন, "অতি বর্ষণের জন্য দক্ষিণবঙ্গেও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে । সারা বছর জল ধরে রেখে এখন জল বাড়ছে বলে ডিভিস জল ছাড়ছে । কৃষির ক্ষয়ক্ষতি হচ্ছে । রাস্তার খারাপ অবস্থা । বাঁধ বাঙছে । আমাদের রাজ্য সরকারেরও খারাপ অবস্থা । মানুষের দুঃখ দুর্দশার সময় তাদের খুঁজে পাওয়া যায় না । অথচ, চুরি দুর্নীতির জায়গায় তারাই প্রথম সারিতে । এ কারণে আমরা আমাদের রেড ভ্যান্টিয়ার্সদের প্রস্তুত থাকতে বলেছি । মানুষের পাশে থাকতে বলেছি । দুর্ভোগ কমাতে সমস্ত রকম সাহায্যের জন্য বলেছি । যেটা বামপন্থীরা সর্বক্ষণ করে থাকে ।"

সরকারের কাছে দাবি জানিয়ে সেলিম বলেন, এই দুর্ভোগ এড়াতে সংশ্লিষ্ট বিভাগ ও আধিকারিকরা যাতে সচেষ্ট থাকেন এবং মানুষের পাশে দাঁড়ায় সেই আর্জি জানাচ্ছেন। কারণ, আমরা দেখেছি যখন ডেঙ্গি বাড়ছে, স্বাস্থ্য দফতরের কোনও চিন্তা নেই । পঞ্চায়েত, পৌরসভাগুলি তাঁদের কাজ নিয়ে ব্যস্ত । মশা মারা বা মশার বংশবিস্তার রুখতে কোনও পদক্ষেপ নেই । অথচ, টাকা দিয়ে কীভাবে বেসরকারি হাসপাতালের বেড করে দেওয়া যায় সেই কাজ করে যাচ্ছে।

সরকার ও মুখ্যমন্ত্রীর সমালোচনা সেলিমের

কলকাতা, 4 অক্টোবর: চুরি, দুর্নীতি থেকে শুরু করে রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীর কড়া ভাষার সমালোচনা করলেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম । বন্যা পরিস্থিতি নিয়ে আজ মুখ্যমন্ত্রী জাতীয় বিপর্যয় ঘোষণা করার দাবি করেছেন । সে প্রসঙ্গেই মমতা ও বিজেপিকে নিশানা করে সেলিম মুখ্যমন্ত্রীকে ডিজাস্টার বলে কটাক্ষ করলেন ।

সেলিম বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ডিজাস্টার । আর বিজেপি যতই নীতির কথা বলুক না কেন, তারা কিন্তু এ সব বিষয়ে কোনও ব্যবস্থা নেয়নি । আমফানের সময় আমরা সেটা দেখেছি ।"

100 দিনের বকেয়া টাকা-সহ একাধিক দাবিতে তৃণমূলের দিল্লি কর্মসূচি নিয়ে অনেকেই সমালোচনা করছেন যে, অভিষেককে জাতীয় স্তরের নেতা বানানোর চেষ্টা চলছে । সেলিমের বক্তব্য, "এগুলোকে বলে কালটিভেট করা । মমতা বন্দ্যোপাধ্যায়ের যখন চমক, ধমক কমে যাচ্ছে তখন বিজেপি-আরএসএস-এর এমন লোক দরকার যিনি এ রাজ্যে তাদের রাজনীতি করার সুযোগ করে দেবে । তিনি চুরি করবেন, জোচ্চুরি করে বিদেশ যাবেন, টাকা পাচার করবেন, সব কিছু করবেন । কিন্তু, এখানে দাঁড়িয়ে নাটকটা করতে পারবেন । তারই ট্রেনিং হচ্ছে । তাঁকে কালটিভেট করা হচ্ছে । সৌরভ ফেল করল, শুভেন্দু ফেল করল, কোনও একটা সেন্ট্রাল ক্যারেক্টার তো লাগবে বিজেপির । পশ্চিমবঙ্গের রাজনীতিতে তাদের জায়গা পাকা পোক্ত করার জন্য ।"

আরও পড়ুন: সিকিমে আটকে রাজ্যের 2000 পর্যটক, উদ্ধারে 24 ঘণ্টার কন্ট্রোল রুম খুলল নবান্ন

দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা, মা ও স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ইডি-র তলবের প্রসঙ্গে সেলিম আরও বলেন, "সব টাকা খাটের তলায় আছে, তা নয়, গালের ফাঁকেও আছে । বাবার ছবি দেখে তা বোঝা যাচ্ছে ।" আর রুজিরা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে সেলিমের কটাক্ষ, "নামের পরিচয় ঘটল কীভাবে ? বিয়ের কার্ড আছে আমার কাছে । লে মেরেডিয়ানে পার্টি হয়েছিল । ভোটের সময় বাংলার মেয়ে চায়, বিয়ের সময় পঞ্জাবের মেয়ে চায় । তাঁকে হাতেনাতে ধরেছিল কাস্টমস । তখন অরুণ জেটলির এক ফোনে তাঁকে রাজ্য পুলিশের হাতে তুলে দেওয়া হয় । তাহলে কি বিজেপি সরকার পাচার রুখছে ?"

সেলিম এ দিন আরও বলেছেন, "অতি বর্ষণের জন্য দক্ষিণবঙ্গেও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে । সারা বছর জল ধরে রেখে এখন জল বাড়ছে বলে ডিভিস জল ছাড়ছে । কৃষির ক্ষয়ক্ষতি হচ্ছে । রাস্তার খারাপ অবস্থা । বাঁধ বাঙছে । আমাদের রাজ্য সরকারেরও খারাপ অবস্থা । মানুষের দুঃখ দুর্দশার সময় তাদের খুঁজে পাওয়া যায় না । অথচ, চুরি দুর্নীতির জায়গায় তারাই প্রথম সারিতে । এ কারণে আমরা আমাদের রেড ভ্যান্টিয়ার্সদের প্রস্তুত থাকতে বলেছি । মানুষের পাশে থাকতে বলেছি । দুর্ভোগ কমাতে সমস্ত রকম সাহায্যের জন্য বলেছি । যেটা বামপন্থীরা সর্বক্ষণ করে থাকে ।"

সরকারের কাছে দাবি জানিয়ে সেলিম বলেন, এই দুর্ভোগ এড়াতে সংশ্লিষ্ট বিভাগ ও আধিকারিকরা যাতে সচেষ্ট থাকেন এবং মানুষের পাশে দাঁড়ায় সেই আর্জি জানাচ্ছেন। কারণ, আমরা দেখেছি যখন ডেঙ্গি বাড়ছে, স্বাস্থ্য দফতরের কোনও চিন্তা নেই । পঞ্চায়েত, পৌরসভাগুলি তাঁদের কাজ নিয়ে ব্যস্ত । মশা মারা বা মশার বংশবিস্তার রুখতে কোনও পদক্ষেপ নেই । অথচ, টাকা দিয়ে কীভাবে বেসরকারি হাসপাতালের বেড করে দেওয়া যায় সেই কাজ করে যাচ্ছে।

Last Updated : Oct 4, 2023, 8:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.