কলকাতা, 17 জানুয়ারি: পঞ্চায়েত নির্বাচনের আগে 'দিদির সুরক্ষা কবচ' শীর্ষক কর্মসূচিতে সাধারণ মানুষের দুয়ারে যাচ্ছেন তৃণমূল নেতৃত্ব। তৃণমূল সুপ্রিমোর নির্দেশে জেলা থেকে রাজ্য, সব ধরনের নেতারা বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছেন। আর প্রায় প্রতিদিনই তাঁরা নানা বাধার সম্মুখীন হচ্ছেন । কোথাও কোথাও নেতা, মন্ত্রী এবং সাংসদদের বিক্ষোভেপর মুখেও পড়তে হচ্ছে । এই আবহে দিদির সুরক্ষা কবচ'কে (Didir Suraksha Kavach) তৃণমূলের 'ডিফেন্সিভ প্রোগ্রাম' বলে দাবি করলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ।
সাংবাদিকদের সোমবার সেলিম বলেন, "দিদির সুরক্ষা কবচ কেন লাগে ? মাথা সুরক্ষা করার জন্য । মুঘল জমানায় , তুর্কি জমানা ইত্যাদি সময়ে ব্যবহার হত । তার মানে আমি তোমাকে আঘাত করব, তুমি আমাকে আঘাত করতে পারবে না । ওরা (তৃণমূল) চুরি করবে, দুর্নীতি করবে...আপনি কিছু করতে পারবেন না । তাই, এই সুরক্ষা কবচ হল তৃণমূলের ডিফেন্সিভ প্রোগ্রাম ।"
আরও পড়ুন: বালতি হাতে 'টাকা' তুলছেন বিমান-সেলিমরা, ‘শূন্য’ সিপিএমকে কটাক্ষ কুণালের
সেলিমের অভিযোগ, ভাড়াটেদের দিয়ে সুরক্ষা কবচ প্রোগ্রাম করছে তৃণমূল । এই সুরক্ষা কবচ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যেতে পারবেন কিনা সে বিষয়েও প্রশ্ন তোলেন সেলিম। তিনি বলেন, " ভাড়াটেদের দিয়ে রক্ষা কবচ না করিয়ে, নিজে যান। কালীঘাটে নিজের এলাকাতেই যান। পারবেন? সেখানেও সাধারণ মানুষের ক্ষোভের কথা শুনতে হবে ।" তিনি আরও বলেন "মমতা বন্দ্যোপাধ্যায় সারা জীবন গুন্ডা, তোলাবাজদের পাশে দাঁড়িয়েছেন । তাঁর এটাই কাজ ।"
আরও পড়ুন: 'সেলিমদা আসুন !' ভারত জোড়োয় অংশ নিতে চিঠি অধীরের
ডিফেন্সিভ প্রোগ্রাম হলে নানা জায়গায় সাধারণ মানুষের বাধার মুখে পড়তে হচ্ছে কেন তৃণমূল নেতৃত্বকে ? এই প্রশ্নের উত্তরে সেলিম বলেন, " দিদির এই কবচে কাজ হচ্ছে না । হবেও না । গ্রাম জাগছে । সাধারণ মানুষ সজাগ হচ্ছেন । এবার সাঁজোয়া গাড়ি নিয়ে যেতে হবে তৃণমূলকে। যে সাঁজোয়া গাড়িতে ট্যাংক থাকবে । গুলি চালানোর ব্যবস্থা থাকবে । আবার নতুন করে বিজ্ঞাপন দিতে হবে নতুন কর্মসূচির।" এরপরেই নিজের দলের কর্মসূচির তারিফ করে সেলিমের বক্তব্য, "আমাদের কর্মীরা রাজ্য জুড়ে গ্রামে যাচ্ছেন । সেখানে সাধারণ মানুষ দু’হাত ভরে আমাদের আশীর্বাদ করছে । উৎসাহ দিয়ে বলছেন, আপনারা এগিয়ে যান, আমরা আছি "