ETV Bharat / state

Md Salim over TMC: "চোরি চোরি চুপকে চুপকে", উপরাষ্ট্রপতি ভোটে অংশগ্রহণ থেকে বিরত তৃণমূলকে কটাক্ষ সেলিমের - TMC Vice Presidential Election Decision

গতকাল 21 জুলাইয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয় আসন্ন উপ-রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে ঘাসফুল ৷ প্রার্থী মার্গারেট আলভাকে নিয়ে বিরোধী শিবির তৃণমূল সুপ্রিমোর সঙ্গে কোনও আলোচনা করেনি (Md Salim over TMC) ৷ কী বলছে বামদল ?

Vice President Election
উপরাষ্ট্রপতি নির্বাচনে বাম দল
author img

By

Published : Jul 22, 2022, 9:07 AM IST

কলকাতা, 22 জুলাই: তৃণমূলের শহিদ দিবসের সমাবেশ শেষে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতেই বসেছিল তৃণমূলের সংসদীয় দলের বৈঠক । তারপর সাংবাদিক বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সুদীপ বন্দ্যোপাধ্যায় । তাঁরা জানান, এনডিএ উপরাষ্ট্রপতি পদপ্রার্থী জগদীপ ধনকড় রাজ্যপাল থাকাকালীন একটি রাজনৈতিক দলের হয়ে প্রতিনিধিত্ব করে গিয়েছেন ৷ তাই তাঁকে সমর্থন করবে না তৃণমূল । পাশাপাশি তাঁরা স্পষ্ট করে দেন বিরোধী জোটের প্রার্থী মার্গারেট আলভাকেও ভোট দেবে না ঘাসফুল । সবমিলিয়ে উপরাষ্ট্রপতি নির্বাচনের ভোটাভুটি থেকে দূরে রইল তৃণমূল কংগ্রেস ৷

এর কারণ বিরোধী জোট প্রার্থী বাছাইয়ের সময় তৃণমূল নেত্রীকে সেই ভাবে গুরুত্ব দেয়নি । তাই উপরাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূল কংগ্রেস ভোট দেওয়া থেকে বিরত থাকবেন । আর ঘাসফুল শিবিরের এই সিদ্ধান্ত আদপে বিজেপির পক্ষে বলেই অভিমত সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের (Md. Salim indicates hidden link between TMC and BJP over TMC Vice Presidential Election Decision) ।

আরও পড়ুন: উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবে না তৃণমূল, দলীয় বৈঠকের পর জানালেন অভিষেক

বৃহস্পতিবার বর্ষীয়ান বাম নেতা মহম্মদ সেলিম বলেন, "রথের দড়ি টেনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আগে জানলে তিনি এনডিএ প্রার্থীকে সমর্থন করার বিষয়টি ভেবে দেখতেন । তাই এবার আগে থেকেই তাঁকে জানানো হয়েছে ।" তাঁর কটাক্ষ, তৃণমূল-বিজেপির যে সম্পর্ক, তা বাইরে একরকম আর পর্দার পিছনে আরেক রকম । বৈঠক ও সম্পর্ক নিয়ে সেলিমের কটাক্ষ, "চোরি চোরি চুপকে চুপকে !"

কলকাতা, 22 জুলাই: তৃণমূলের শহিদ দিবসের সমাবেশ শেষে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতেই বসেছিল তৃণমূলের সংসদীয় দলের বৈঠক । তারপর সাংবাদিক বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সুদীপ বন্দ্যোপাধ্যায় । তাঁরা জানান, এনডিএ উপরাষ্ট্রপতি পদপ্রার্থী জগদীপ ধনকড় রাজ্যপাল থাকাকালীন একটি রাজনৈতিক দলের হয়ে প্রতিনিধিত্ব করে গিয়েছেন ৷ তাই তাঁকে সমর্থন করবে না তৃণমূল । পাশাপাশি তাঁরা স্পষ্ট করে দেন বিরোধী জোটের প্রার্থী মার্গারেট আলভাকেও ভোট দেবে না ঘাসফুল । সবমিলিয়ে উপরাষ্ট্রপতি নির্বাচনের ভোটাভুটি থেকে দূরে রইল তৃণমূল কংগ্রেস ৷

এর কারণ বিরোধী জোট প্রার্থী বাছাইয়ের সময় তৃণমূল নেত্রীকে সেই ভাবে গুরুত্ব দেয়নি । তাই উপরাষ্ট্রপতি নির্বাচনে তৃণমূল কংগ্রেস ভোট দেওয়া থেকে বিরত থাকবেন । আর ঘাসফুল শিবিরের এই সিদ্ধান্ত আদপে বিজেপির পক্ষে বলেই অভিমত সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের (Md. Salim indicates hidden link between TMC and BJP over TMC Vice Presidential Election Decision) ।

আরও পড়ুন: উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবে না তৃণমূল, দলীয় বৈঠকের পর জানালেন অভিষেক

বৃহস্পতিবার বর্ষীয়ান বাম নেতা মহম্মদ সেলিম বলেন, "রথের দড়ি টেনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আগে জানলে তিনি এনডিএ প্রার্থীকে সমর্থন করার বিষয়টি ভেবে দেখতেন । তাই এবার আগে থেকেই তাঁকে জানানো হয়েছে ।" তাঁর কটাক্ষ, তৃণমূল-বিজেপির যে সম্পর্ক, তা বাইরে একরকম আর পর্দার পিছনে আরেক রকম । বৈঠক ও সম্পর্ক নিয়ে সেলিমের কটাক্ষ, "চোরি চোরি চুপকে চুপকে !"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.