ETV Bharat / state

ক্যাব বুক করে নারী সুরক্ষার আশ্বাস দেবাশিস কুমারের

author img

By

Published : Dec 11, 2019, 3:35 AM IST

Updated : Dec 11, 2019, 5:31 AM IST

নারী সুরক্ষা নিয়ে চিন্তিত রাজ্য সরকার । আজ তাই একটি ক্যাব বুক করে শহরের রাস্তায় ঘুরলেন দেবাশিস কুমার । নারী সুরক্ষা নিয়ে কথা বললেন মহিলাদের সঙ্গে ।

deba
deba

কলকাতা, ১১ ডিসেম্বর : দেশে একের পর এক ধর্ষণ ও খুনের মতো হিংসাত্মক ঘটনা সামনে আসার পর কলকাতার নিরাপত্তা নিয়ে চিন্তিত রাজ্য সরকার । নারী সুরক্ষা নিশ্চিত করতে রাস্তায় নামলেন তৃণমূল নেতা তথা মেয়র পারিষদ দেবাশিস কুমার । ক্যাব বুক করে শহরের রাস্তায় নারী সুরক্ষার আশ্বাস দিলেন তিনি ।

শহরে নারী সুরক্ষার জন্য এটি রাজ্য সরকারের তরফে একটি নতুন উদ্যোগ । আতঙ্কহীন হয়ে চলতে পারবেন মহিলারা । এই আশ্বাস দিতে চায় রাজ্য । তাই গতকাল প্রত্যেকের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করলেন দেবাশিস কুমার।

দেখুন ভিডিয়ো

ক্যাব বুক করে দক্ষিণ কলকাতার দেশপ্রিয় পার্ক থেকে রাসবিহারী হয়ে ভবানীপুরেও‌ নারী সচেতনতা নিয়ে প্রচার চালান তিনি । পথচলতি মহিলাদের সঙ্গে নারী সুরক্ষা-ব্যবস্থা নিয়ে বিভিন্ন কথাবার্তা বলেন। তাঁদের সাহস দেন। বিপদ থেকে সহজে সমাধান পাওয়ার উপায় নিয়ে আলোচনা করেন ৷ শহরের মেয়র পারিষদকে সচেতনতার প্রচারে পেয়ে খুশি শহরের মহিলারাও ।

কলকাতা, ১১ ডিসেম্বর : দেশে একের পর এক ধর্ষণ ও খুনের মতো হিংসাত্মক ঘটনা সামনে আসার পর কলকাতার নিরাপত্তা নিয়ে চিন্তিত রাজ্য সরকার । নারী সুরক্ষা নিশ্চিত করতে রাস্তায় নামলেন তৃণমূল নেতা তথা মেয়র পারিষদ দেবাশিস কুমার । ক্যাব বুক করে শহরের রাস্তায় নারী সুরক্ষার আশ্বাস দিলেন তিনি ।

শহরে নারী সুরক্ষার জন্য এটি রাজ্য সরকারের তরফে একটি নতুন উদ্যোগ । আতঙ্কহীন হয়ে চলতে পারবেন মহিলারা । এই আশ্বাস দিতে চায় রাজ্য । তাই গতকাল প্রত্যেকের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করলেন দেবাশিস কুমার।

দেখুন ভিডিয়ো

ক্যাব বুক করে দক্ষিণ কলকাতার দেশপ্রিয় পার্ক থেকে রাসবিহারী হয়ে ভবানীপুরেও‌ নারী সচেতনতা নিয়ে প্রচার চালান তিনি । পথচলতি মহিলাদের সঙ্গে নারী সুরক্ষা-ব্যবস্থা নিয়ে বিভিন্ন কথাবার্তা বলেন। তাঁদের সাহস দেন। বিপদ থেকে সহজে সমাধান পাওয়ার উপায় নিয়ে আলোচনা করেন ৷ শহরের মেয়র পারিষদকে সচেতনতার প্রচারে পেয়ে খুশি শহরের মহিলারাও ।

Intro:কলকাতা, ১০ ডিসেম্বর: হায়দ্রাবাদ ও উত্তরপ্রদেশের উন্নাওয়ের নারী নির্যাতনের ঘটনার পর কলকাতা শহরকে নিয়ে যথেষ্টই সচেতন রাজ্যের শাসকদল। শহরে নারী সুরক্ষা নিয়ে এবারে পথে নামলেন তৃণমূল নেতা তথা মেয়র পারিষদ দেবাশীষ কুমার। অনলাইন ক্যাব ভাড়া করে দিনভর নারী সুরক্ষা নিয়ে প্রচার সচেতনতা চালালেন তিনি।Body:শহরে নারী সুরক্ষা নিয়ে এক অভিনব উদ্যোগ। নির্ভয়ে যাতে মহিলারা চলতে পারেন সেটা আশ্বস্ত করতেই আজ পথে নেমেছিলেন দেবাসিশ কুমার। দক্ষিণ কলকাতার দেশপ্রিয় পার্ক থেকে রাসবিহারী হয়ে ভবানীপুরে‌ অনলাইনে গাড়ি বুক করে নারী সচেতনতা নিয়ে প্রচার চালাতে ঘুরে বেড়ালেন তিনি। পথচলতি মহিলাদের সঙ্গে নারী সুরক্ষা নিয়ে বিভিন্ন কথাবার্তা বলেন। তাঁদের সাহস যোগান। বিপদ থেকে সহজে সমাধান পাওয়ার রাস্তা বলে দেন তিনি। প্রসঙ্গত, সম্প্রতি দেশে কয়েকটি নারী নির্যাতনের ঘটনায় শঙ্কিত বহু মহিলা। তাঁদের মনে বল ভরসা জোগাতে তৎপর হয়েছেন দেবাশীষ কুমার। আচমকা জনপ্রতিনিধিকে চলার পথে সচেতনতার প্রচারে পেয়ে রীতিমতো খুশি মহিলারাও।Conclusion:
Last Updated : Dec 11, 2019, 5:31 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.