ETV Bharat / state

Firhad Hakim on Dengue: থানা চত্বরে বাজেয়াপ্ত গাড়ি, দ্রুত সরাতে কলকাতা পুলিশকে চিঠি ফিরহাদের - KMC Latest News

রাজ্যে এখন বর্ষাকাল ৷ ডেঙ্গির মরশুম ৷ নিয়ে নাগরিকদের বারবার সতর্ক করছে কলকাতা পৌরনিগম ৷ এর মধ্যে থানার আশপাশে পড়ে থাকা গাড়িগুলি নিয়ে পুলিশকে চিঠি দিলেন মেয়র ফিরহাদ হাকিম ৷ গাড়িগুলিতে জল জমে সেখানে মশার লার্ভার জন্ম হয় ৷

ETV Bharat
ফিরহাদ হাকিম
author img

By

Published : Jul 1, 2023, 8:33 AM IST

কলকাতা, 1 জুলাই: ডেঙ্গি প্রতিরোধে এবার কড়া পদক্ষেপ করল কলকাতা পৌরনিগম ৷ পুলিশকে চিঠি লিখলেন স্বয়ং মেয়র ফিরহাদ হাকিম ৷ আইন ভাঙলে বা দুর্ঘটনায় গাড়ি বাজেয়াপ্ত করে পুলিশ ৷ এদিকে বহু গাড়ি থানার আশপাশের এলাকায় দীর্ঘ দিন ধরে পড়ে থাকে ৷ সেইসব জায়গাগুলিতে এলাকাবাসী আবর্জনা ফেলে ৷ এমনকী শৌচকর্মও করা হয় ৷ খালপাড়েও অনেক জায়গায় এমন দুরবস্থার দৃশ্য চোখে পড়বে ৷

রাজ্যে এখন বর্ষা ৷ সেখানে গাড়ির ইঞ্জিন, গাড়িক বিভিন্ন যন্ত্রাংশের খোলে, ভাঙা অংশে জমে জল ৷ সেই জলেই জন্ম নেয় ডেঙ্গি-ম্যালেরিয়ার মশা ৷ এই মশার কামড়ে পুলিশ কর্মী থেকে শুরু করে আশপাশের এলাকার বাসিন্দারা মশাবাহিত রোগে আক্রান্ত হন ৷ তাই পরিস্থিতি ঘোরালো হওয়া আগে বর্ষার শুরুতেই কলকাতা পুলিশকে চিঠি দিলেন ফিরহাদ হাকিম ৷ কলকাতার পুলিশ কমিশনারকে লেখা চিঠিতে সেইসব গাড়ি সরিয়ে ফেলার আবেদন জানিয়েছে কলকাতা পৌরনিগমের মেয়র ৷

অতীতে দেখা গিয়েছে, মশার উৎস হিসেবে পৌরনিগমের কর্মীরা একাধিক জায়গা চিহ্নিত করেছেন- যেমন ফাঁকা জমি, বন্ধ বাড়ি, ফ্রিজের জমা জল বা যে কোন জায়গায় দীর্ঘদিন ধরে জমে থাকা জল ৷ তা বাড়িতে হতে পারে অথবা কোথাও পড়ে থাকা ভাঙা পাত্র, টায়ার এই সব জায়গাও ৷

থানাগুলির আশপাশে পড়ে থাকা ভাঙা গাড়িগুলি মশার ডিম পাড়ার আদর্শ স্থল ৷ প্রতি বছর সেখানে মশার লার্ভা পাওয়া যায় ৷ আশপাশে বা থানায় কর্তব্যরত পুলিশ ম্যালেরিয়া বা ডেঙ্গির মতো মশাবাহিত রোগে আক্রান্ত হন ৷ তাই এবার সেই উৎস ধ্বংস করতে উদ্যোগী হয়েছে কলকাতা পৌরনিগম ৷ বর্ষা রাজ্যে আসতেই গাড়িগুলি সরানোর আবেদন জানিয়ে কলকাতা পুলিশ কমিশনারকে চিঠি পাঠিয়েছেন মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম ৷

আরও পড়ুন: ডেঙ্গি প্রতিরোধের উদ্যোগ, আধিকারিকদের জন্য বিশেষ কর্মশালা

কলকাতা পৌরনিগম সূত্রে খবর, তপসিয়া থানা, বালিগঞ্জ, ভবানীপুর ট্রাফিক গার্ডের থানা চত্বরে এমন গাড়ির দেখা মেলে, যার পরিপ্রেক্ষিতে মেয়র ফিরহাদ হাকিম এই সব গাড়ি সরানোর অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন ৷

কলকাতা, 1 জুলাই: ডেঙ্গি প্রতিরোধে এবার কড়া পদক্ষেপ করল কলকাতা পৌরনিগম ৷ পুলিশকে চিঠি লিখলেন স্বয়ং মেয়র ফিরহাদ হাকিম ৷ আইন ভাঙলে বা দুর্ঘটনায় গাড়ি বাজেয়াপ্ত করে পুলিশ ৷ এদিকে বহু গাড়ি থানার আশপাশের এলাকায় দীর্ঘ দিন ধরে পড়ে থাকে ৷ সেইসব জায়গাগুলিতে এলাকাবাসী আবর্জনা ফেলে ৷ এমনকী শৌচকর্মও করা হয় ৷ খালপাড়েও অনেক জায়গায় এমন দুরবস্থার দৃশ্য চোখে পড়বে ৷

রাজ্যে এখন বর্ষা ৷ সেখানে গাড়ির ইঞ্জিন, গাড়িক বিভিন্ন যন্ত্রাংশের খোলে, ভাঙা অংশে জমে জল ৷ সেই জলেই জন্ম নেয় ডেঙ্গি-ম্যালেরিয়ার মশা ৷ এই মশার কামড়ে পুলিশ কর্মী থেকে শুরু করে আশপাশের এলাকার বাসিন্দারা মশাবাহিত রোগে আক্রান্ত হন ৷ তাই পরিস্থিতি ঘোরালো হওয়া আগে বর্ষার শুরুতেই কলকাতা পুলিশকে চিঠি দিলেন ফিরহাদ হাকিম ৷ কলকাতার পুলিশ কমিশনারকে লেখা চিঠিতে সেইসব গাড়ি সরিয়ে ফেলার আবেদন জানিয়েছে কলকাতা পৌরনিগমের মেয়র ৷

অতীতে দেখা গিয়েছে, মশার উৎস হিসেবে পৌরনিগমের কর্মীরা একাধিক জায়গা চিহ্নিত করেছেন- যেমন ফাঁকা জমি, বন্ধ বাড়ি, ফ্রিজের জমা জল বা যে কোন জায়গায় দীর্ঘদিন ধরে জমে থাকা জল ৷ তা বাড়িতে হতে পারে অথবা কোথাও পড়ে থাকা ভাঙা পাত্র, টায়ার এই সব জায়গাও ৷

থানাগুলির আশপাশে পড়ে থাকা ভাঙা গাড়িগুলি মশার ডিম পাড়ার আদর্শ স্থল ৷ প্রতি বছর সেখানে মশার লার্ভা পাওয়া যায় ৷ আশপাশে বা থানায় কর্তব্যরত পুলিশ ম্যালেরিয়া বা ডেঙ্গির মতো মশাবাহিত রোগে আক্রান্ত হন ৷ তাই এবার সেই উৎস ধ্বংস করতে উদ্যোগী হয়েছে কলকাতা পৌরনিগম ৷ বর্ষা রাজ্যে আসতেই গাড়িগুলি সরানোর আবেদন জানিয়ে কলকাতা পুলিশ কমিশনারকে চিঠি পাঠিয়েছেন মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম ৷

আরও পড়ুন: ডেঙ্গি প্রতিরোধের উদ্যোগ, আধিকারিকদের জন্য বিশেষ কর্মশালা

কলকাতা পৌরনিগম সূত্রে খবর, তপসিয়া থানা, বালিগঞ্জ, ভবানীপুর ট্রাফিক গার্ডের থানা চত্বরে এমন গাড়ির দেখা মেলে, যার পরিপ্রেক্ষিতে মেয়র ফিরহাদ হাকিম এই সব গাড়ি সরানোর অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.