কলকাতা, 23 সেপ্টেম্বর: মাত্র 7 দিনের ব্যবধান ৷ তার মধ্যেই ডেঙ্গি আক্রান্তের হাজার পেরিয়ে গিয়েছে ৷ সপ্তাহখানেক আগে কলকাতায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল 2700 জন । তার এক সপ্তাহ পরে এখন কলকাতায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 3802 জন । যেন বিদ্যুৎ গতিতে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা । রীতিমতো ভয়ঙ্কর চেহারা নিতে চলেছে ডেঙ্গি, তা বলার অপেক্ষা রাখে না ৷ সেটা হারে হারে টের পাচ্ছেন পৌর স্বাস্থ্য কর্তারা। ফলে পরিস্থিতি মোকাবিলায় এবার থেকে স্বাস্থ্যকেন্দ্রগুলিতে আউট ডোরের সময় বাড়ানো হয়েছে ৷ প্রয়োজনে শনি ও রবিবার খোলা থাকবে প্রতিটি ওয়ার্ডের হেলথ ইউনিট ।
ডেঙ্গি পরিস্থিতি প্রসঙ্গে মেয়ের ফিরহাদ হাকিম বলেন, " আমরা যতটা সম্ভব প্রস্তুতি নিচ্ছি । অন্য শহরে তুলনায় কলকাতায় ডেঙ্গি এখনো অনেক কম । সেটা যাতে কম থাকে তার জন্য ব্যবস্থা করছি । যেহেতু লকডাউন নেই করোনা নেই তাই মানুষের মুভমেন্ট হচ্ছে । এটা হলে ডেঙ্গি আরও ছড়িয়ে পড়বে । প্রচার ও সচেতন কর্মসূচি হচ্ছে নাগরিকদের সচেতন করতে ৷ পরিস্থিতি মোকাবিলা ইউ পি এইচ সি গুলো সময় বাড়ানো হয়েছে সঙ্গে ছুটির দিনেও খোলা থাকবে ।"
গত বছর জানুয়ারি থেকে সেপ্টেম্বরের শুরু পর্যন্ত ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল 2000। চলতি বছরে একই সময় কলে সেই আক্রান্তের সংখ্যা প্রায় 700-র বেশি । আর তার পরপরই চলতি সপ্তাহে এক ধাক্কায় আক্রান্তের সংখ্যা বেড়েছে 1100 জন । পরিস্থিতি যে জটিল হচ্ছে, সেকথা আঁচ করে, ডেঙ্গি মোকাবিলার একাধিক সিদ্ধান্ত গ্রহণ করেছে কলকাতা পৌরনিগম ।
আরও পড়ুন: সরকারি স্বাস্থ্যকেন্দ্রে পরিষেবার সময়সীমা বাড়ল
কলকাতা পৌরনিগম সূত্রে ডেঙ্গি সম্পর্কিত একটি নির্দেশিকায় জানানো হয়েছে, বর্তমানে ওয়ার্ড হেলথ ইউনিটগুলি খোলা থাকে সকাল 9টা থেকে দুপুর 2টো পর্যন্ত । এখন থেকে সোম, বুধ, বৃহস্পতি এই তিন দিন সকাল 8টা থেকে বিকাল 4টে পর্যন্ত খোলা থাকবে ওয়ার্ড হেলথ ইউনিট ৷ মঙ্গল ও শুক্রবার সকাল 11টা থেকে 7টা এবং শনিবার 8টা থেকে12টা পর্যন্ত ওয়ার্ড হেলথ ইউনিটের পরিষেবা চালু থাকবে ৷ যদি রোগী থাকে তবে নির্দিষ্ট সময়ের পরও তা খোলা থাকবে ৷ নতুন সময়23 সেপ্টেম্বর রবিবার থেকে কার্যকর হবে ৷ নভেম্বরের 5 তারিখ পর্যন্ত এই পরিষেবা পাবেন নাগরিকরা ৷