কলকাতা, 27 জানুয়ারি: শহরে ভয়াবহ আকার ধারণ করেছে বায়ুদূষণ । একাধিক গবেষণার রিপোর্ট তেমনটাই দাবি করেছে । যার ভিত্তিতে উষ্মা প্রকাশ করলেন খোদ কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim on Kolkata Air Pollution)৷ শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, "পানীয় জল কিংবা নিকাশির সমস্যা থাকবেই । কিন্তু বাতাসের মান পরিশুদ্ধ না করতে পারলে আগামী প্রজন্ম ক্ষতিগ্রস্ত হবে । তাই বায়ুদূষণ নিয়ন্ত্রণে আনাই প্রধান চ্যালেঞ্জ ।"
এর পাশাপাশি তিনি দূষণ ঠেকাতে লক্ষ্যমাত্রা স্থির করেন । আগামী বর্ষার মধ্যেই শহরে 25 লক্ষ ছোট-বড় গাছ লাগানোর পরিকল্পনার কথা জানান । সেই সঙ্গে এই বিষয়ে সহযোগিতা চেয়ে মেট্রোকেও চিঠি পাঠানোর পাশাপাশি কেএমডিএ ও এইচআরবিসিকেও এই বিষয়ে অনুরোধ করা হবে বলে জানান মেয়র । মেট্রোকে চিঠি লিখতে নির্দেশ দেন পৌর কমিশনার বিনোদ কুমারকে । শুক্রবার ‘টক টু মেয়র’ অনুষ্ঠান শেষে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান ফিরহাদ হাকিম ।
যদিও এই বিষয়ে আধিকারিকরদের বক্তব্য, শহরে গাছ লাগানোর জায়গা খুবই সীমিত । আর গাছ লাগানো ছাড়া উপায়ও কিছু নেই । তাই বিকল্প ভাবতে হচ্ছে । শহরে বহু উড়ালপুলের থাম ও তলায় গাছ লাগানোর সুযোগ রয়েছে । মেট্রোর বিমগুলিতেও ভার্টিক্যাল গার্ডেন করা যেতে পারে ।
আরও পড়ুন : নতুন বছরে বায়ুদূষণে দিল্লিকেও ছাপিয়ে যেতে পারে তিলোত্তমা !
এদিন মেয়র বলেন, "মেট্রো কিংবা কেএমডিএ ও এইচআরবিসি'র উড়ালপুলের থামগুলিতে আর বিজ্ঞাপন লাগানোর দরকার নেই । সেখানে ভার্টিক্যাল গার্ডেন তৈরির অনুরোধ করা হবে । বিজ্ঞাপনের জন্য বিকল্প জায়গার ব্যবস্থা হবে । এমন গার্ডেন বানাতে পারলে গাছ লাগানোর জন্য স্থান সংকুলান হবে না । একত্রে অনেক ছোটছোট গাছ লাগানোর সুযোগ মিলবে । যার দরুণ বায়ুদূষণ খানিকটা হলেও নিয়ন্ত্রণে আনা যাবে ৷"
আমবাগানের মত প্রাকৃতিক দুর্যোগের পর থেকে শহরে সবুজ ব্যাপকভাবে কমেছে । এদিকে প্রতি নিয়ত বেড়ে চলেছে নির্মাণ কাজ থেকে শুরু করে রাস্তায় গাড়ির সংখ্যা । ফলে একদিকে গাছের পরিমাণ কমে যাওয়া অন্যদিকে দূষণ বেড়ে চলার জেরে চিন্তায় পৌর প্রশাসন । একাধিক পরিকল্পনা করেও ফল সেভাবে মেলেনি । শহর সবুজ করার লক্ষে গাছ লাগলেও সেটা পর্যাপ্ত নয় । তাই এবার মূল লক্ষ গাছ বৃদ্ধি করা ।
আরও পড়ুন : তিলোত্তমার বায়ুদূষণ রোধে 20টি নতুন ওয়াটার স্প্রিঙ্কলা গাড়ি