ETV Bharat / state

KMC on Illegal Construction: বেআইনি নির্মাণ শুরুর আগেই বন্ধ করুন, বৈঠকে নির্দেশ মেয়র ফিরহাদের - KMC on Illegal Construction

হয়ে যাওয়ার পর ভাঙা নয়, শুরু করার আগেই বেআইনি নির্মাণ বন্ধ করার নির্দেশ দিলেন কলকাতা পৌরনিগমের মেয়র ফিরহাদ হাকিম ৷ বুধবার বৈঠক করে এই বিষয়ে কড়া পদক্ষেপ নেওয়ার কথা বলেন তিনি ৷

Etv Bharat
কলকাতা পৌরনিগম
author img

By

Published : Aug 16, 2023, 10:52 PM IST

কলকাতা, 16 অগস্ট: শুরু থেকেই ঠেকাতে হবে বেআইনি নির্মাণ । বিল্ডিং বিভাগের বৈঠকে বুধবার এমনই নির্দেশ দিলেন কলকাতা পৌরনিগমের মেয়র ফিরহাদ হাকিম । গত এক বছরে 480টি বেআইনি বাড়ি ভাঙা হয়েছে বলেও আধিকারিকদের তরফে এই বৈঠকে জানানো হয় ।

সম্প্রতি বেআইনি নির্মাণের অভিযোগ এসেছিল টক টু মেয়র অনুষ্ঠানে । সেবার অভিযোগ পেয়ে ক্ষোভ ফেটে পড়েন মেয়র ফিরহাদ হাকিম । তিনি জানিয়েছিলেন, এক্সিকিউটিভরা ঘুষ খাবে আর মেয়রের বদনাম হবে ? এটা তাঁর কাছে লজ্জার ৷ তারপরেই বিল্ডিং বিভাগ যে তৎপর হয় সেই খতিয়ান আজ এক বৈঠকে তুলে ধরেন বিল্ডিং বিভাগের আধিকারিকরা । তাতে বলা হয় গত এক বছরে 480টি বেআইনি নির্মাণ তাঁরা ভেঙেছেন । এদিনের পর্যালোচনা বৈঠকে মেয়র ছাড়াও উপস্থিত ছিলেন পৌর কমিশনার বিনোদ কুমার, বিশেষ কমিশনার সোমনাথ দে-সহ অন্যান্য আধিকারিকরা ।

কলকাতা পৌরনিগম সূত্রে খবর, 2022 সালের 1 অগস্ট থেকে চলতি বছরের 1 অগস্ট পর্যন্ত 480টি বেআইনি নির্মাণ ভাঙা হয়েছে । তার আগের বছর সংখ্যা ছিল 250টি । এই কাজে গতি এলেও তাতে সন্তুষ্ট নন মেয়র । বুধবারের বৈঠকে মেয়র আধিকারিকদের উদ্দেশ্যে জানান, বেআইনি নির্মাণ নিয়ে ওয়ার্ড কিংবা বরোভিত্তিক নজরদারি আরও বাড়াতে হবে । আধিকারিকদের অফিসে না বসে এলাকায় ঘুরতে পরামর্শ দিয়েছেন তিনি । মেয়র বলেন, "বেআইনি নির্মাণ তৈরির পর ভাঙা নয় বরং শুরুতেই আটকাতে হবে । এছাড়াও অনলাইনে বিল্ডিংয়ের নকশা অনুমোদনের কাজ আগের থেকে যথেষ্ট বেশি গতি পেয়েছে । প্রয়োজনে অনলাইন ব্যবস্থা আরও সরলীকরণ করা হতে পারে । 15 অক্টোবরের মধ্যে সমস্ত বেআইনি নির্মাণ ভাঙার কাজ শেষ করতে বলা হয়েছে । উৎসব মরশুমে এই কাজ করা যাবে না । উৎসব মিটলে ফের সক্রিয় হবে বিল্ডিং বিভাগ ।

আরও পড়ুন : অনুমোদনহীন নির্মাণে জরিমানা করে 300 কোটির উপর আয় পৌরনিগমের

কলকাতা, 16 অগস্ট: শুরু থেকেই ঠেকাতে হবে বেআইনি নির্মাণ । বিল্ডিং বিভাগের বৈঠকে বুধবার এমনই নির্দেশ দিলেন কলকাতা পৌরনিগমের মেয়র ফিরহাদ হাকিম । গত এক বছরে 480টি বেআইনি বাড়ি ভাঙা হয়েছে বলেও আধিকারিকদের তরফে এই বৈঠকে জানানো হয় ।

সম্প্রতি বেআইনি নির্মাণের অভিযোগ এসেছিল টক টু মেয়র অনুষ্ঠানে । সেবার অভিযোগ পেয়ে ক্ষোভ ফেটে পড়েন মেয়র ফিরহাদ হাকিম । তিনি জানিয়েছিলেন, এক্সিকিউটিভরা ঘুষ খাবে আর মেয়রের বদনাম হবে ? এটা তাঁর কাছে লজ্জার ৷ তারপরেই বিল্ডিং বিভাগ যে তৎপর হয় সেই খতিয়ান আজ এক বৈঠকে তুলে ধরেন বিল্ডিং বিভাগের আধিকারিকরা । তাতে বলা হয় গত এক বছরে 480টি বেআইনি নির্মাণ তাঁরা ভেঙেছেন । এদিনের পর্যালোচনা বৈঠকে মেয়র ছাড়াও উপস্থিত ছিলেন পৌর কমিশনার বিনোদ কুমার, বিশেষ কমিশনার সোমনাথ দে-সহ অন্যান্য আধিকারিকরা ।

কলকাতা পৌরনিগম সূত্রে খবর, 2022 সালের 1 অগস্ট থেকে চলতি বছরের 1 অগস্ট পর্যন্ত 480টি বেআইনি নির্মাণ ভাঙা হয়েছে । তার আগের বছর সংখ্যা ছিল 250টি । এই কাজে গতি এলেও তাতে সন্তুষ্ট নন মেয়র । বুধবারের বৈঠকে মেয়র আধিকারিকদের উদ্দেশ্যে জানান, বেআইনি নির্মাণ নিয়ে ওয়ার্ড কিংবা বরোভিত্তিক নজরদারি আরও বাড়াতে হবে । আধিকারিকদের অফিসে না বসে এলাকায় ঘুরতে পরামর্শ দিয়েছেন তিনি । মেয়র বলেন, "বেআইনি নির্মাণ তৈরির পর ভাঙা নয় বরং শুরুতেই আটকাতে হবে । এছাড়াও অনলাইনে বিল্ডিংয়ের নকশা অনুমোদনের কাজ আগের থেকে যথেষ্ট বেশি গতি পেয়েছে । প্রয়োজনে অনলাইন ব্যবস্থা আরও সরলীকরণ করা হতে পারে । 15 অক্টোবরের মধ্যে সমস্ত বেআইনি নির্মাণ ভাঙার কাজ শেষ করতে বলা হয়েছে । উৎসব মরশুমে এই কাজ করা যাবে না । উৎসব মিটলে ফের সক্রিয় হবে বিল্ডিং বিভাগ ।

আরও পড়ুন : অনুমোদনহীন নির্মাণে জরিমানা করে 300 কোটির উপর আয় পৌরনিগমের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.