ETV Bharat / state

Firhad Hakim: সম্ভাব্য দুর্যোগের আগে শহর পরিদর্শনে বেরিয়ে ক্ষুব্ধ মেয়র !

author img

By

Published : Oct 24, 2022, 7:28 PM IST

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের (Cyclone Sitrang) প্রভাবে কালীপুজোর (Kali Puja 2022) রাতেই কলকাতায় বৃষ্টির সম্ভাবনা ৷ তার আগে শহর ঘুরে দেখলেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) ৷ বাসিন্দাদের একাংশের আচরণ নিয়ে কেন উষ্মা প্রকাশ করলেন তিনি?

Mayor Firhad Hakim express anger over some citizen behaviour before Cyclone Sitrang
Firhad Hakim: সম্ভাব্য দুর্যোগের আগে শহর পরিদর্শনে বেরিয়ে ক্ষুব্ধ মেয়র !

কলকাতা, 24 অক্টোবর: কালীপুজোর (Kali Puja 2022) রাত যত গভীর হবে, ততই বাড়বে বৃষ্টির দাপট ৷ এমনটাই পূর্বাভাস (Rain Forecast) দিয়েছে হাওয়া অফিস ৷ তার আগে শহরের রাস্তার কী অবস্থা, তা খতিয়ে দেখতে নিজেই পথে নেমেছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) ৷ আর সেই পরিদর্শনে তেতো অভিজ্ঞতা হল তাঁর ! শহরবাসীর একাংশের আচরণ নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন মেয়র ৷

সোমবার দক্ষিণ কলকাতার গড়িয়াহাট, সর্দান অ্যাভিনিউ, রাসবিহারী-সহ বেশ কিছু এলাকা ঘুরে দেখেন মেয়র ৷ সেখানেই তাঁর চোখে পড়ে বিভিন্ন গলিপথে যথেচ্ছভাবে ময়লা ও প্লাস্টিক পড়ে রয়েছে ৷ সকালে পৌরকর্মীরা যেসমস্ত রাস্তা পরিষ্কার করে দিয়ে গিয়েছিলেন, দুপুরের মধ্যেই সেইসব রাস্তায় আবার জমা হয়েছে আবর্জনা ৷ নাগরিকদের এমন আচরণে উষ্মা প্রকাশ করেন ফিরহাদ ৷ তাঁর নির্দেশে ফের জঞ্জাল সাফাই বিভাগের কর্মীরা রাস্তা পরিষ্কার করেন ৷ এরপর কলকাতা পৌরনিগমের কেন্দ্রীয় ভবনে অবস্থিত কন্ট্রোল রুমে চলে আসেন মেয়র ৷ সেখানে কর্মীদের থেকে বুঝে নেন, শহরের পাম্পিং স্টেশনগুলি কী অবস্থায় রয়েছে ? ঘূর্ণিঝড় সিত্রাংয়ের (Cyclone Sitrang) বর্তমান অবস্থান নিয়েও খোঁজখবর নেন ৷ সব শেষে বিভিন্ন বিভাগের ডিজি-দের সঙ্গে সম্ভাব্য দুর্যোগ পরিস্থিতি মোকাবিলা নিয়ে আলোচনা করেন ৷ মেয়রের সঙ্গে কলকাতা পৌরনিগমের কমিশনার বিনোদ কুমারও ছিলেন ৷

নাগরিকদের আচরণে অসন্তুষ্ট মেয়র ৷

আরও পড়ুন: সিত্রাংয়ের প্রভাবে দুর্যোগ ! মোকাবিলায় একগুচ্ছ পদক্ষেপ নবান্নের

পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মেয়র বলেন, "কলকাতায় ঘূর্ণিঝড়ের তেমন প্রভাব পড়বে না ৷ তবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে ৷ তাই কালীপুজোর সময় যাতে জল জমে মানুষের অসুবিধা না হয়, সেদিকে আমরা নজর রাখছি ৷ আমি নিজে বেশ কিছু রাস্তা ঘুরলাম ৷ অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে কিছু মানুষের জন্য সমস্ত শহরবাসীকে ভুগতে হয় ৷ সকালে পরিষ্কার করা রাস্তায় দুপুরে আবর্জনা ফেলা হয় ৷ এভাবে চলতে থাকলে ভবিষ্যতে আমাদের কঠোর ব্যবস্থা নিতে হবে ৷ আইন করে দোষী নাগরিকদের জরিমানা করা হবে ৷ কিংবা তাঁদের পৌর আদালতে ডাকা হবে ৷"

কলকাতা, 24 অক্টোবর: কালীপুজোর (Kali Puja 2022) রাত যত গভীর হবে, ততই বাড়বে বৃষ্টির দাপট ৷ এমনটাই পূর্বাভাস (Rain Forecast) দিয়েছে হাওয়া অফিস ৷ তার আগে শহরের রাস্তার কী অবস্থা, তা খতিয়ে দেখতে নিজেই পথে নেমেছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) ৷ আর সেই পরিদর্শনে তেতো অভিজ্ঞতা হল তাঁর ! শহরবাসীর একাংশের আচরণ নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন মেয়র ৷

সোমবার দক্ষিণ কলকাতার গড়িয়াহাট, সর্দান অ্যাভিনিউ, রাসবিহারী-সহ বেশ কিছু এলাকা ঘুরে দেখেন মেয়র ৷ সেখানেই তাঁর চোখে পড়ে বিভিন্ন গলিপথে যথেচ্ছভাবে ময়লা ও প্লাস্টিক পড়ে রয়েছে ৷ সকালে পৌরকর্মীরা যেসমস্ত রাস্তা পরিষ্কার করে দিয়ে গিয়েছিলেন, দুপুরের মধ্যেই সেইসব রাস্তায় আবার জমা হয়েছে আবর্জনা ৷ নাগরিকদের এমন আচরণে উষ্মা প্রকাশ করেন ফিরহাদ ৷ তাঁর নির্দেশে ফের জঞ্জাল সাফাই বিভাগের কর্মীরা রাস্তা পরিষ্কার করেন ৷ এরপর কলকাতা পৌরনিগমের কেন্দ্রীয় ভবনে অবস্থিত কন্ট্রোল রুমে চলে আসেন মেয়র ৷ সেখানে কর্মীদের থেকে বুঝে নেন, শহরের পাম্পিং স্টেশনগুলি কী অবস্থায় রয়েছে ? ঘূর্ণিঝড় সিত্রাংয়ের (Cyclone Sitrang) বর্তমান অবস্থান নিয়েও খোঁজখবর নেন ৷ সব শেষে বিভিন্ন বিভাগের ডিজি-দের সঙ্গে সম্ভাব্য দুর্যোগ পরিস্থিতি মোকাবিলা নিয়ে আলোচনা করেন ৷ মেয়রের সঙ্গে কলকাতা পৌরনিগমের কমিশনার বিনোদ কুমারও ছিলেন ৷

নাগরিকদের আচরণে অসন্তুষ্ট মেয়র ৷

আরও পড়ুন: সিত্রাংয়ের প্রভাবে দুর্যোগ ! মোকাবিলায় একগুচ্ছ পদক্ষেপ নবান্নের

পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মেয়র বলেন, "কলকাতায় ঘূর্ণিঝড়ের তেমন প্রভাব পড়বে না ৷ তবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে ৷ তাই কালীপুজোর সময় যাতে জল জমে মানুষের অসুবিধা না হয়, সেদিকে আমরা নজর রাখছি ৷ আমি নিজে বেশ কিছু রাস্তা ঘুরলাম ৷ অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে কিছু মানুষের জন্য সমস্ত শহরবাসীকে ভুগতে হয় ৷ সকালে পরিষ্কার করা রাস্তায় দুপুরে আবর্জনা ফেলা হয় ৷ এভাবে চলতে থাকলে ভবিষ্যতে আমাদের কঠোর ব্যবস্থা নিতে হবে ৷ আইন করে দোষী নাগরিকদের জরিমানা করা হবে ৷ কিংবা তাঁদের পৌর আদালতে ডাকা হবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.