কলকাতা, 6 ফেব্রুয়ারি: মতুয়া সমাজকে অপমান করার জন্য যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আগামী সাত দিনের মধ্যে ক্ষমা না চান, তাহলে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে মতুয়া সম্প্রদায় (Matuas Angry with Mamata)। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মতুয়া সমাজকে অপমানের যে অভিযোগ উঠেছে, তারই প্রতিবাদে আজ প্রেস ক্লাবে মতুয়া সমাজের পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় ।
গত 31 জানুয়ারি মালদহ জেলার গাজোলে এক জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়া সমাজের উপাস্য দেবতার নাম বলতে গিয়ে ভুল করে তার বিকৃত উচ্চারণ করেন । এই বিষয়ে আজ সাংবাদিক সম্মেলনে মতুয়া সমাজের পক্ষ থেকে অভিযোগ তোলা হয় যে, এই ধরনের 'অবিবেচক' মন্তব্য দলমত নির্বিশেষে সমস্ত মতুয়া সমাজের প্রতিটি মানুষের অন্তরে আঘাত ও ক্ষোভের সৃষ্টি করেছে ।
তাই তাঁরা দাবি করেন যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে । তিনি সমবেত জনতার মাঝে মতুয়া সমাজকে অপমান করেছেন বলে অভিযোগ ৷ ফলে ঠিক একইভাবে সবার মধ্যে অথবা সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে বলে দাবি জানানো হয় ৷
মতুয়া সমাজের ধর্মগুরু গোপাল রায় বলেন, "18 কোটি ভক্তের যিনি ভগবান, তাঁকে একটা মঞ্চে বসে মুখ্যমন্ত্রী নাম বিকৃত করে অপমান করেছেন । তিনি মতুয়াদের মা বড়মাকে সেবা করেছেন, মানুষ হিসাবে এটা তাঁর কর্তব্য । গুরুচাঁদ ঠাকুর এ রকম হাজার হাজার লাখো লাখো মানুষের সেবা করেছেন । কিন্তু তিনি তো সে কথা কোথাও বলে বেড়াননি । আমরাও তো অনেক মানুষের উপকার করেছি, সেবা করেছি, কিন্তু আমরা তো সেটা বলে বেড়াচ্ছি না ।"
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে, 'গরুচাঁদ' বিতর্কে দাবি মতুয়াদের
তিনি আরও বলেন যে, "মুখ্যমন্ত্রী যদি আগামী সাত দিনের মধ্যে ক্ষমা চান তাহলে আমাদের আন্দোলন আর চলবে না । কিন্তু যদি তিনি ক্ষমা না চান তাহলে আমাদের এই আন্দোলন আরও বৃহত্তর রূপ নেবে । আমাদের মতুয়ারা রণমূর্তি ধারণ করতে পারে । বড়মা বীণাপাণি দেবীর 100 বছর জন্মজয়ন্তীতে তিনি ঠাকুরনগরে বসে বিশ্ববিদ্যালয় স্থাপন করলেন, তখন তিনি নামটা ঠিক বলতে পারলেন ৷ তবে এখন এখানে এসে নামটা ভুল বলে দিলেন ।" মতুয়ারা আজ দাবি করেন যে, "মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বড়মা বীণাপাণি দেবীর পায়ে ধরে কেঁদেছিলেন কিঞ্চিৎ ভিক্ষা চেয়েছিলেন ৷ সেই ভিক্ষা দিয়েছিল মতুয়ারা ৷ আর সেই মতুয়াদের ভগবানকে তিনি ঠিক করে নাম উচ্চারণ করতে পারছেন না ।"
প্রসঙ্গত, গত 31 জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মালদা সভামঞ্চ থেকে মতুয়া ধর্মগুরুর নাম বিকৃত করে বলাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে বিতর্কের ঝড় উঠেছে । ওই সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "যতদিন মতুয়া মা বড়মা বেঁচেছিলেন তাঁর চিকিৎসার দায়িত্ব কে নিয়েছিলেন ? আমি করেছিলাম । কেউ তাকিয়ে দেখেননি । আমরা কন্যাশ্রী কলেজ করেছি আপনাদের জন্য । ইউনিভার্সিটি করা হয়েছে কৃষ্ণনগরে । এবং রঘুচাঁদ গরুচাঁদ । কিন্তু নামটা ঠিক বললাম কী ? তাঁদের নামে বিশ্ববিদ্যালয় করা হয়েছে ।"
আজ এই অনুষ্ঠানে ড. কাজী মাসুম আক্তার বলেন, "আগামী সাতদিনের মধ্যে মাননীয়া নিঃশর্ত ক্ষমা না চাইলে মতুয়া সমাজ কলকাতা অবরুদ্ধ করে দেবে ।"