ETV Bharat / state

নিয়ন্ত্রণে স্ট্রান্ড রোডের বহুতলের আগুন

স্ট্রান্ড রোডের বহুতলের 13 তলায় আগুন লাগার ঘটনায় তীব্র উত্তেজনা । 17 ইঞ্জিনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে । খুলে দেওয়া হল স্ট্র্যান্ড রোডের যানচলাচল ।

স্ট্রান্ড রোডের বহুতলে আগুন
স্ট্রান্ড রোডের বহুতলে আগুন
author img

By

Published : Mar 8, 2021, 7:17 PM IST

Updated : Mar 8, 2021, 9:28 PM IST

কলকাতা, 8 মার্চ : স্ট্রান্ড রোডে বহুতলে ভয়াবহ আগুন । ঘটনাস্থলে দমকলের 19 টি ইঞ্জিন । আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে । বন্ধ হয়ে যাওয়া স্ট্র্যান্ড রোডের একাংশ খুলে দেওয়া হয়েছে ।

আজ সন্ধ্যেবেলা স্ট্রান্ড রোডের বহুতলে হঠাৎই 13 তলায় আগুন লাগে । ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায় । এলাকার বাসিন্দারা আচমকাই বহুতলে চিৎকার শোনে । ঘটনাস্থলে প্রথমে দমকলের ছয়টি ইঞ্জিন এসে পরিস্থিতি সামলাতে ব্যর্থ । পরে আরও তিনটি এবং ঘটনাক্রমে মোট 19 টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছায় । এর মধ্যে 17 টি ইঞ্জিনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় । এখন অবধি পাওয়া খবর অনুসারে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে । দমকল সূত্রে খবর আগুন 13 তলা থেকে দ্রুত 12 তলায় ছড়িয়ে যায় । সেখানে রেলের জরুরি নথি পত্র ছিল বলেও জানা যায় । ঘিঞ্জি এলাকায় হাওয়াই সামান্য বেগ পেতে হয় দমকল কর্মীদের । তবে পরে হাইড্রোলিক সিড়িঁর মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় ।

বহুতলে আগুন

আরও পড়ুন : নারী দিবসে বিজেপিতে যোগ দিয়ে সম্মানিত হলাম: সোনালি

ঘটনার জেরে যানচলাচল বন্ধ হয়ে যায় স্ট্র্যান্ড রোড এলাকায় । পরে আগুন নিয়ন্ত্রণে এলে বন্ধ থাকা স্ট্র্যান্ড রোডের একাংশ গাড়ি চলাচলের জন্য খুলে দেওয়া হয় ।

কলকাতা, 8 মার্চ : স্ট্রান্ড রোডে বহুতলে ভয়াবহ আগুন । ঘটনাস্থলে দমকলের 19 টি ইঞ্জিন । আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে । বন্ধ হয়ে যাওয়া স্ট্র্যান্ড রোডের একাংশ খুলে দেওয়া হয়েছে ।

আজ সন্ধ্যেবেলা স্ট্রান্ড রোডের বহুতলে হঠাৎই 13 তলায় আগুন লাগে । ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায় । এলাকার বাসিন্দারা আচমকাই বহুতলে চিৎকার শোনে । ঘটনাস্থলে প্রথমে দমকলের ছয়টি ইঞ্জিন এসে পরিস্থিতি সামলাতে ব্যর্থ । পরে আরও তিনটি এবং ঘটনাক্রমে মোট 19 টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছায় । এর মধ্যে 17 টি ইঞ্জিনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় । এখন অবধি পাওয়া খবর অনুসারে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে । দমকল সূত্রে খবর আগুন 13 তলা থেকে দ্রুত 12 তলায় ছড়িয়ে যায় । সেখানে রেলের জরুরি নথি পত্র ছিল বলেও জানা যায় । ঘিঞ্জি এলাকায় হাওয়াই সামান্য বেগ পেতে হয় দমকল কর্মীদের । তবে পরে হাইড্রোলিক সিড়িঁর মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় ।

বহুতলে আগুন

আরও পড়ুন : নারী দিবসে বিজেপিতে যোগ দিয়ে সম্মানিত হলাম: সোনালি

ঘটনার জেরে যানচলাচল বন্ধ হয়ে যায় স্ট্র্যান্ড রোড এলাকায় । পরে আগুন নিয়ন্ত্রণে এলে বন্ধ থাকা স্ট্র্যান্ড রোডের একাংশ গাড়ি চলাচলের জন্য খুলে দেওয়া হয় ।

Last Updated : Mar 8, 2021, 9:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.