ETV Bharat / state

শিয়ালদা দক্ষিণ শাখার প্লাটফর্মগুলিতে বিলি করা হল মাস্ক, স্যানিটাইজার - corona virus

শিয়ালদা দক্ষিণ শাখার বেশ কিছু ট্রেন বাতিলের পর এবার সংশ্লিষ্ট স্টেশনগুলিতে সাধারণ মানুষকে সচেতন করতে স্যানিটাইজার ও মাস্ক বিলি করল রেল পুলিশ ৷

শিয়ালদা দক্ষিণ শাখায় বিলি করা হল মাস্ক
শিয়ালদা দক্ষিণ শাখায় বিলি করা হল মাস্ক
author img

By

Published : Apr 20, 2021, 1:52 PM IST

কলকাতা,20 এপ্রিল : ফের করোনা জাঁকিয়ে বসেছে গোটা দেশজুড়ে ৷ বাদ নেই পশ্চিমবঙ্গও ৷ ক্রমে বেড়ে চলেছে করোনা সংক্রামিতের সংখ্যা ৷ প্রথমবারের তুলনায় করোনার দ্বিতীয় ঢেউয়ে মানুষ গা ছাড়া ৷ সংক্রমণের জেরে ইতিমধ্যেই বাতিল হয়েছে শিয়ালদা দক্ষিণ শাখার বেশ কিছু ট্রেন ৷ এবার শিয়ালদার দক্ষিণ শাখার স্টেশনগুলিতে সাধারণ মানুষকে সচেতন করতে উদ্যোগ নিল রেল পুলিশ ও স্থানীয় প্রশাসন ৷ বিলি করা হল মাস্ক ৷ দেওয়া হল স্যানিটাইজার ৷

শিয়ালদা দক্ষিণ শাখায় বিলি করা হল মাস্ক, হাতে দেওয়া হল স্যানিটাইজার

দক্ষিণ পরগনায় গত 24 ঘণ্টায় করোনা কবলিত হয়েছেন 182 জন ৷ করোনার দ্বিতীয় ইনিংসে মানুষের মধ্যে স্বাস্থ্যবিধিকে পাত্তা না দেওয়ার প্রবণতা মারাত্মকভাবে দেখা গিয়েছে ৷ রেল সূত্রে খবর, প্রতিদিন শিয়ালদা দক্ষিণ শাখায় কয়েক লাখ মানুষ যাতায়াত করেন। এবার যাত্রীদের সচেতন করতে এগিয়ে এলেন রেল পুলিশ ও জেলা পুলিশের আধিকারিকরা ৷ বিনা মাস্কে ট্রেন সফর করলে 500 টাকা পর্যন্ত জরিমানা ধার্য করেছে রেলমন্ত্রক ।

আজ শিয়ালদা দক্ষিণ শাখার বিভিন্ন স্টেশনে সাধারণ মানুষকে সচেতন করতে রেল পুলিশ ও স্থানীয় প্রশাসনের উদ্যোগে বিভিন্ন স্টেশনগুলিতে মাইকিংয়ের ব্যবস্থা করা হয়েছে ৷ যাত্রীদের মাস্ক বিতরণও করেছেন আধিকারিকরা। সংশ্লিষ্ট স্টেশনগুলির রেল পুলিশরা মাস্কবিহীন মানুষদের মাস্ক পরিয়ে দেওয়ার পাশাপাশি হাতে স্যানিটাইজার দিয়ে সচেতনতার বার্তা দিলেন ৷

সাধারণ মানুষকে করোনা নিয়ে সচেতনতার পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখারও নির্দেশ দিয়েছেন আধিকারিরকরা ৷ আজ ডায়মন্ডহারবার, বারুইপুর, সোনারপুর, কাকদ্বীপ, নামখানা সহ শিয়ালদা দক্ষিণ শাখার ব্যস্ততম স্টেশনগুলিতে ফুটে উঠল সচেতনতার এই ছবি ৷ পাশাপাশি ট্রেন ও স্টেশন চত্বর স্যানিটাইজারের ব্যবস্থাও করেছে রেল কর্তৃপক্ষ ৷

আরও পড়ুন : পরিষেবা স্বাভাবিক থাকবে, জানাল রেল মন্ত্রক

কলকাতা,20 এপ্রিল : ফের করোনা জাঁকিয়ে বসেছে গোটা দেশজুড়ে ৷ বাদ নেই পশ্চিমবঙ্গও ৷ ক্রমে বেড়ে চলেছে করোনা সংক্রামিতের সংখ্যা ৷ প্রথমবারের তুলনায় করোনার দ্বিতীয় ঢেউয়ে মানুষ গা ছাড়া ৷ সংক্রমণের জেরে ইতিমধ্যেই বাতিল হয়েছে শিয়ালদা দক্ষিণ শাখার বেশ কিছু ট্রেন ৷ এবার শিয়ালদার দক্ষিণ শাখার স্টেশনগুলিতে সাধারণ মানুষকে সচেতন করতে উদ্যোগ নিল রেল পুলিশ ও স্থানীয় প্রশাসন ৷ বিলি করা হল মাস্ক ৷ দেওয়া হল স্যানিটাইজার ৷

শিয়ালদা দক্ষিণ শাখায় বিলি করা হল মাস্ক, হাতে দেওয়া হল স্যানিটাইজার

দক্ষিণ পরগনায় গত 24 ঘণ্টায় করোনা কবলিত হয়েছেন 182 জন ৷ করোনার দ্বিতীয় ইনিংসে মানুষের মধ্যে স্বাস্থ্যবিধিকে পাত্তা না দেওয়ার প্রবণতা মারাত্মকভাবে দেখা গিয়েছে ৷ রেল সূত্রে খবর, প্রতিদিন শিয়ালদা দক্ষিণ শাখায় কয়েক লাখ মানুষ যাতায়াত করেন। এবার যাত্রীদের সচেতন করতে এগিয়ে এলেন রেল পুলিশ ও জেলা পুলিশের আধিকারিকরা ৷ বিনা মাস্কে ট্রেন সফর করলে 500 টাকা পর্যন্ত জরিমানা ধার্য করেছে রেলমন্ত্রক ।

আজ শিয়ালদা দক্ষিণ শাখার বিভিন্ন স্টেশনে সাধারণ মানুষকে সচেতন করতে রেল পুলিশ ও স্থানীয় প্রশাসনের উদ্যোগে বিভিন্ন স্টেশনগুলিতে মাইকিংয়ের ব্যবস্থা করা হয়েছে ৷ যাত্রীদের মাস্ক বিতরণও করেছেন আধিকারিকরা। সংশ্লিষ্ট স্টেশনগুলির রেল পুলিশরা মাস্কবিহীন মানুষদের মাস্ক পরিয়ে দেওয়ার পাশাপাশি হাতে স্যানিটাইজার দিয়ে সচেতনতার বার্তা দিলেন ৷

সাধারণ মানুষকে করোনা নিয়ে সচেতনতার পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখারও নির্দেশ দিয়েছেন আধিকারিরকরা ৷ আজ ডায়মন্ডহারবার, বারুইপুর, সোনারপুর, কাকদ্বীপ, নামখানা সহ শিয়ালদা দক্ষিণ শাখার ব্যস্ততম স্টেশনগুলিতে ফুটে উঠল সচেতনতার এই ছবি ৷ পাশাপাশি ট্রেন ও স্টেশন চত্বর স্যানিটাইজারের ব্যবস্থাও করেছে রেল কর্তৃপক্ষ ৷

আরও পড়ুন : পরিষেবা স্বাভাবিক থাকবে, জানাল রেল মন্ত্রক

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.