ETV Bharat / state

Biometrics Must for Weddings: বঙ্গে বিয়ের রেজিস্ট্রিতে বায়োমেট্রিক্স মাস্ট, প্রশংসিত সরকারের সিদ্ধান্ত

Biometrics must for weddings in Bengal: রাজ্যে বিয়ের রেজিস্ট্রিতে বায়োমেট্রিক্সকে বাধ্যতামূলক করার যে সিদ্ধান্ত সরকার নিয়েছে, তার প্রশংসা করলেন বিয়ের রেজিস্ট্রাররা ৷

Biometrics Must for Weddings
বিয়ের রেজিস্ট্রিতে বায়োমেট্রিক্স মাস্ট
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 16, 2023, 7:50 PM IST

Updated : Nov 16, 2023, 10:55 PM IST

কলকাতা, 16 নভেম্বর: 1 নভেম্বর থেকে বিয়ের রেজিস্ট্রির জন্য বায়োমেট্রিক্স বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার ৷ এই সিদ্ধান্তকে স্বাগত জানালেন রাজ্যের বিবাহ নিবন্ধকরা ৷ তাঁরা বলেছেন যে, বায়োমেট্রিক্স বাধ্যতামূলক করার ফলে তা জাল বিয়ে এবং পরিচয় লুকনোর প্রচেষ্টা রুখতে সক্ষম হবে ৷ তবে, এই ক্ষেত্রে পোর্টালে প্রযুক্তিগত ত্রুটিগুলি নিবন্ধনকে বাধা দিচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন রেজিস্ট্রাররা ৷

কলকাতার বিবাহ নিবন্ধক তথা আইনজীবী বিবেক শর্মা সংবাদসংস্থা পিটিআইকে বলেন, "এটি রাজ্য সরকারের একটি খুব ভালো পদক্ষেপ, কারণ এটি পুরো প্রক্রিয়াটিকে নির্ভুল করে তুলবে ৷" নতুন ব্যবস্থা অনুযায়ী, রাজ্যে বিয়ে করতে গেলে এ বার থেকে দম্পতি এবং তাঁদের তিনজন সাক্ষীর আঙুলের ছাপ লাগবে বলে জানিয়েছেন আধিকারিকরা ৷

অপর এক রেজিস্ট্রার অনিমেষ চক্রবর্তীও এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন । তাঁর কথায়, "বায়োমেট্রিক্স বাধ্যতামূলক করা একটি স্বাগত করার মতো পদক্ষেপ । এটি বছরের পর বছর ধরে এখানে কাজ করা দালালদের আধিপত্য হ্রাস করবে ৷"

বেহালার একজন বিবাহ নিবন্ধক নিখিলা নায়ারও এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন ৷ তবে পোর্টালের প্রযুক্তিগত ত্রুটিগুলির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে রাজ্য সরকারকে এটি দেখার জন্য অনুরোধ করেছেন তিনি । তাঁর কথায়, "এটি পরিচয় চুরি এবং ছদ্মবেশের ঘটনা বন্ধ করবে । কিন্তু আমি মনে করি বায়োমেট্রিক্স চালু করার আগে সরকারের উচিত ছিল পোর্টালটি চালু করা ৷"

যদিও পশ্চিমবঙ্গ বিচার বিভাগীয় বিবাহের রেজিস্টার জেনারেল দীপ্তরকা বসু বলেছেন, তাঁরা এখনও পোর্টালের ত্রুটি সম্পর্কে কারও কাছ থেকে কোনও অভিযোগ পাননি । তিনি পিটিআই-কে বলেন, "এটি ডিজিটাইজেশনের একটি অংশ । কিন্তু, আমরা এখনও ত্রুটিগুলি সম্পর্কে কারও কাছ থেকে অভিযোগ পাইনি । এখনও পর্যন্ত কোনও সমস্যা নেই ৷"

পশ্চিমবঙ্গ সরকার বিয়ের আবেদন এবং নিবন্ধনের জন্য বায়োমেট্রিক্স বাধ্যতামূলক করতে 2022 সালে বিবাহের নিয়ম সংশোধন করে । নতুন নিয়ম শুধুমাত্র 1954 সালের হিন্দু বিবাহ আইন এবং 1954 সালের বিশেষ বিবাহ আইনের অধীনে বিবাহের ক্ষেত্রে প্রযোজ্য করা হচ্ছে । (সংবাদসংস্থা পিটিআই)

আরও পড়ুন:

  1. পছন্দের মানুষকে বিয়ে করা সাংবিধানিক অধিকার, বাধা দিতে পারে না পরিবারও: দিল্লি হাইকোর্ট
  2. বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক, স্ত্রীর মর্যাদার দাবিতে ধরনা নাবালিকার!

কলকাতা, 16 নভেম্বর: 1 নভেম্বর থেকে বিয়ের রেজিস্ট্রির জন্য বায়োমেট্রিক্স বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার ৷ এই সিদ্ধান্তকে স্বাগত জানালেন রাজ্যের বিবাহ নিবন্ধকরা ৷ তাঁরা বলেছেন যে, বায়োমেট্রিক্স বাধ্যতামূলক করার ফলে তা জাল বিয়ে এবং পরিচয় লুকনোর প্রচেষ্টা রুখতে সক্ষম হবে ৷ তবে, এই ক্ষেত্রে পোর্টালে প্রযুক্তিগত ত্রুটিগুলি নিবন্ধনকে বাধা দিচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন রেজিস্ট্রাররা ৷

কলকাতার বিবাহ নিবন্ধক তথা আইনজীবী বিবেক শর্মা সংবাদসংস্থা পিটিআইকে বলেন, "এটি রাজ্য সরকারের একটি খুব ভালো পদক্ষেপ, কারণ এটি পুরো প্রক্রিয়াটিকে নির্ভুল করে তুলবে ৷" নতুন ব্যবস্থা অনুযায়ী, রাজ্যে বিয়ে করতে গেলে এ বার থেকে দম্পতি এবং তাঁদের তিনজন সাক্ষীর আঙুলের ছাপ লাগবে বলে জানিয়েছেন আধিকারিকরা ৷

অপর এক রেজিস্ট্রার অনিমেষ চক্রবর্তীও এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন । তাঁর কথায়, "বায়োমেট্রিক্স বাধ্যতামূলক করা একটি স্বাগত করার মতো পদক্ষেপ । এটি বছরের পর বছর ধরে এখানে কাজ করা দালালদের আধিপত্য হ্রাস করবে ৷"

বেহালার একজন বিবাহ নিবন্ধক নিখিলা নায়ারও এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন ৷ তবে পোর্টালের প্রযুক্তিগত ত্রুটিগুলির বিষয়ে উদ্বেগ প্রকাশ করে রাজ্য সরকারকে এটি দেখার জন্য অনুরোধ করেছেন তিনি । তাঁর কথায়, "এটি পরিচয় চুরি এবং ছদ্মবেশের ঘটনা বন্ধ করবে । কিন্তু আমি মনে করি বায়োমেট্রিক্স চালু করার আগে সরকারের উচিত ছিল পোর্টালটি চালু করা ৷"

যদিও পশ্চিমবঙ্গ বিচার বিভাগীয় বিবাহের রেজিস্টার জেনারেল দীপ্তরকা বসু বলেছেন, তাঁরা এখনও পোর্টালের ত্রুটি সম্পর্কে কারও কাছ থেকে কোনও অভিযোগ পাননি । তিনি পিটিআই-কে বলেন, "এটি ডিজিটাইজেশনের একটি অংশ । কিন্তু, আমরা এখনও ত্রুটিগুলি সম্পর্কে কারও কাছ থেকে অভিযোগ পাইনি । এখনও পর্যন্ত কোনও সমস্যা নেই ৷"

পশ্চিমবঙ্গ সরকার বিয়ের আবেদন এবং নিবন্ধনের জন্য বায়োমেট্রিক্স বাধ্যতামূলক করতে 2022 সালে বিবাহের নিয়ম সংশোধন করে । নতুন নিয়ম শুধুমাত্র 1954 সালের হিন্দু বিবাহ আইন এবং 1954 সালের বিশেষ বিবাহ আইনের অধীনে বিবাহের ক্ষেত্রে প্রযোজ্য করা হচ্ছে । (সংবাদসংস্থা পিটিআই)

আরও পড়ুন:

  1. পছন্দের মানুষকে বিয়ে করা সাংবিধানিক অধিকার, বাধা দিতে পারে না পরিবারও: দিল্লি হাইকোর্ট
  2. বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক, স্ত্রীর মর্যাদার দাবিতে ধরনা নাবালিকার!
Last Updated : Nov 16, 2023, 10:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.