ETV Bharat / state

Market Price in Kolkata: আজ সবজি-মাছ-মাংসের দাম কত ? রইল বাজারদরের খুঁটিনাটি - আজকের বাজারদর

আজ শহরে সবজি, মাছ ও মাংসের দাম কত (Market Price in Kolkata) ? একজনরে দেখে নিন বাজারদরের খুঁটিনাটি ৷

Market Price in Kolkata news
বাজারে যাওয়ার আগে দেখে নিন মাছ, মাংস, শাক, সবজির দাম
author img

By

Published : Jul 2, 2022, 9:35 AM IST

কলকাতা, 2 জুলাই: কয়েকবছর আগেও বলা হত পকেটে টাকা থাকলে বাজারও ব্যাগ ভর্তি হয়ে আসে ৷ তবে বর্তমান মূল্যবৃদ্ধির জাঁতাকলে সেসব অতীত(Market Price in Kolkata) ৷ গৃহকর্তা এখনও ব্যাগ ভর্তি বাজার করার আগে দু’বার পকেট হাতড়ে দেখে নেন মানিব্যাগের পরিস্থিতি ৷ তাই তখন হিসেব নিকেশ করে কেনাকাটা করেন মধ্যবিত্ত ৷ বাজার তো করতেই হবে, আজ বাজারে যাওয়ার আগে দেখে নিন মাছ, মাংস, শাক, সবজির দাম ৷

  • কাঁচা সবজি :

    জ্যোতি আলু: 27-28 টাকা প্রতি কিলো
    চন্দ্রমুখী আলু: 35-40 টাকা কিলো
    আদা: প্রতি কিলো 80 টাকা
    পেঁয়াজ: প্রতি কিলো 25-28 টাকা
    উচ্ছে: প্রতি কিলো 30 টাকা
    কলা: 4 টাকা পিস
    বেগুন: 60 টাকা কিলো
    পটল: প্রতি কিলো 30 টাকা
    পাকা পটল:40 টাকা কিলো
    কুঁদরি: প্রতি কিলো 20-25 টাকা
    গাঁটি কচু: 40 টাকা কিলো
    লালবিট: 50-60 টাকা কিলো
    কাঁকরোল: 40 টাকা কিলো
    ঝিঙে: 32 টাকা কিলো
    ঢ্যাঁড়স: প্রতি কিলো 20-25 টাকা
    Market Price in Kolkata news
    একজনরে দেখে নিন বাজারদরের খুঁটিনাটি

    কুমড়ো: প্রতি কিলো 30 টাকা
    লাউ: প্রতি পিস 30 টাকা
    টমেটো: প্রতি কিলো 40-45 টাকা
    পেঁপে: 35-40 টাকা কিলো
    চিচিঙ্গা: 30 টাকা প্রতি কিলো
    ওল - 50 টাকা
    শসা: 40 টাকা
    মটরশুঁটি: 30 টাকা কিলো
    বাঁধাকপি: 40 টাকা কিলো
    ফুলকপি: 40 টাকা পিস
    বরবটি: 40-50 টাকা কিলো
    বিন: 100 টাকা কিলো
    গাজর: 50 টাকা কিলো
    ক্যাপসিকাম: 80 টাকা কিলো
    সজনে ডাটা: 100 টাকা কিলো
    ধনেপাতা: 10 টাকা আঁটি (100 গ্রাম)
    Market Price in Kolkata news
    আজ শহরে সবজি, মাছ ও মাংসের দাম কত

    পুই শাক: 20 টাকা কেজি
    লাল শাক: 10 টাকা আঁটি
    পাটশাক: 10 টাকা আঁটি
    কাঁচালঙ্কা: প্রতি কিলো 80 টাকা
    কুলেখাঁড়া: 5 টাকা আঁটি
    পাতিলেবু: 3-5 টাকা পিস
    নটে শাক: 5 টাকা আঁটি
    কলমি শাক: 5 টাকা আঁটি
  • মাছ :


রুই: প্রতি কিলো 250 টাকা (গোটা)
রুই: প্রতি কিলো 280-300 টাকা (কাটা)
কাতলা: প্রতি কিলো 230-250 টাকা (গোটা)
কাতলা: প্রতি কিলো 400 টাকা (কাটা)
ভেটকি: প্রতি কিলো 500-550 টাকা
ইলিশ: (500-750 গ্রাম) 700 টাকা কিলো।
ইলিশ: (1 কেজি বা তার বেশি)1400-1600 টাকা কিলো।

Market Price in Kolkata news
রইল বাজারদরের খুঁটিনাটি
তেলাপিয়া: প্রতি কিলো 100-130 টাকাদেশি তেলাপিয়া: 180 টাকা কিলোভোলা: প্রতি কিলো 170-200 টাকা ট্যাংরা: 350-420 টাকা কিলোমৌরোলা: 250-280 টাকাপাবদা ছোট: 360-450 টাকাপাবদা: 650-720 টাকাপার্শে: 360-400 টাকাপমফ্রেট: 300 টাকা কিলো প্রতিবোয়াল: 200 টাকা প্রতি কিলোগলদা চিংড়ি: প্রতি কিলো 620 টাকাবাগদা চিংড়ি: প্রতি কিলো 830 টাকাচামড়া চিংড়ি: প্রতি কিলো 300 টাকা
  • ডিম :

পোল্ট্রি: 13 টাকা জোড়া
দেশি মুরগি: 20 টাকা জোড়া
হাস: 18 টাকা জোড়া


আরও পড়ুন : পরিমিত ডিম খেলেই কমবে হৃদরোগের ঝুঁকি

  • মাংস :

মুরগি: প্রতি কিলো 170 টাকা (গোটা)
মুরগি: প্রতি কিলো 210 টাকা (কাটা)
বয়লার : প্রতি কিলো 145 টাকা (গোটা)
বয়লার : প্রতি কিলো 190 টাকা (কাটা)
কক: প্রতি কিলো 280 টাকা
দেশি: প্রতি কিলো 390 টাকা
পাঁঠা বা খাসি: প্রতি কিলো 780 টাকা

কলকাতা, 2 জুলাই: কয়েকবছর আগেও বলা হত পকেটে টাকা থাকলে বাজারও ব্যাগ ভর্তি হয়ে আসে ৷ তবে বর্তমান মূল্যবৃদ্ধির জাঁতাকলে সেসব অতীত(Market Price in Kolkata) ৷ গৃহকর্তা এখনও ব্যাগ ভর্তি বাজার করার আগে দু’বার পকেট হাতড়ে দেখে নেন মানিব্যাগের পরিস্থিতি ৷ তাই তখন হিসেব নিকেশ করে কেনাকাটা করেন মধ্যবিত্ত ৷ বাজার তো করতেই হবে, আজ বাজারে যাওয়ার আগে দেখে নিন মাছ, মাংস, শাক, সবজির দাম ৷

  • কাঁচা সবজি :

    জ্যোতি আলু: 27-28 টাকা প্রতি কিলো
    চন্দ্রমুখী আলু: 35-40 টাকা কিলো
    আদা: প্রতি কিলো 80 টাকা
    পেঁয়াজ: প্রতি কিলো 25-28 টাকা
    উচ্ছে: প্রতি কিলো 30 টাকা
    কলা: 4 টাকা পিস
    বেগুন: 60 টাকা কিলো
    পটল: প্রতি কিলো 30 টাকা
    পাকা পটল:40 টাকা কিলো
    কুঁদরি: প্রতি কিলো 20-25 টাকা
    গাঁটি কচু: 40 টাকা কিলো
    লালবিট: 50-60 টাকা কিলো
    কাঁকরোল: 40 টাকা কিলো
    ঝিঙে: 32 টাকা কিলো
    ঢ্যাঁড়স: প্রতি কিলো 20-25 টাকা
    Market Price in Kolkata news
    একজনরে দেখে নিন বাজারদরের খুঁটিনাটি

    কুমড়ো: প্রতি কিলো 30 টাকা
    লাউ: প্রতি পিস 30 টাকা
    টমেটো: প্রতি কিলো 40-45 টাকা
    পেঁপে: 35-40 টাকা কিলো
    চিচিঙ্গা: 30 টাকা প্রতি কিলো
    ওল - 50 টাকা
    শসা: 40 টাকা
    মটরশুঁটি: 30 টাকা কিলো
    বাঁধাকপি: 40 টাকা কিলো
    ফুলকপি: 40 টাকা পিস
    বরবটি: 40-50 টাকা কিলো
    বিন: 100 টাকা কিলো
    গাজর: 50 টাকা কিলো
    ক্যাপসিকাম: 80 টাকা কিলো
    সজনে ডাটা: 100 টাকা কিলো
    ধনেপাতা: 10 টাকা আঁটি (100 গ্রাম)
    Market Price in Kolkata news
    আজ শহরে সবজি, মাছ ও মাংসের দাম কত

    পুই শাক: 20 টাকা কেজি
    লাল শাক: 10 টাকা আঁটি
    পাটশাক: 10 টাকা আঁটি
    কাঁচালঙ্কা: প্রতি কিলো 80 টাকা
    কুলেখাঁড়া: 5 টাকা আঁটি
    পাতিলেবু: 3-5 টাকা পিস
    নটে শাক: 5 টাকা আঁটি
    কলমি শাক: 5 টাকা আঁটি
  • মাছ :


রুই: প্রতি কিলো 250 টাকা (গোটা)
রুই: প্রতি কিলো 280-300 টাকা (কাটা)
কাতলা: প্রতি কিলো 230-250 টাকা (গোটা)
কাতলা: প্রতি কিলো 400 টাকা (কাটা)
ভেটকি: প্রতি কিলো 500-550 টাকা
ইলিশ: (500-750 গ্রাম) 700 টাকা কিলো।
ইলিশ: (1 কেজি বা তার বেশি)1400-1600 টাকা কিলো।

Market Price in Kolkata news
রইল বাজারদরের খুঁটিনাটি
তেলাপিয়া: প্রতি কিলো 100-130 টাকাদেশি তেলাপিয়া: 180 টাকা কিলোভোলা: প্রতি কিলো 170-200 টাকা ট্যাংরা: 350-420 টাকা কিলোমৌরোলা: 250-280 টাকাপাবদা ছোট: 360-450 টাকাপাবদা: 650-720 টাকাপার্শে: 360-400 টাকাপমফ্রেট: 300 টাকা কিলো প্রতিবোয়াল: 200 টাকা প্রতি কিলোগলদা চিংড়ি: প্রতি কিলো 620 টাকাবাগদা চিংড়ি: প্রতি কিলো 830 টাকাচামড়া চিংড়ি: প্রতি কিলো 300 টাকা
  • ডিম :

পোল্ট্রি: 13 টাকা জোড়া
দেশি মুরগি: 20 টাকা জোড়া
হাস: 18 টাকা জোড়া


আরও পড়ুন : পরিমিত ডিম খেলেই কমবে হৃদরোগের ঝুঁকি

  • মাংস :

মুরগি: প্রতি কিলো 170 টাকা (গোটা)
মুরগি: প্রতি কিলো 210 টাকা (কাটা)
বয়লার : প্রতি কিলো 145 টাকা (গোটা)
বয়লার : প্রতি কিলো 190 টাকা (কাটা)
কক: প্রতি কিলো 280 টাকা
দেশি: প্রতি কিলো 390 টাকা
পাঁঠা বা খাসি: প্রতি কিলো 780 টাকা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.