ETV Bharat / state

হৃদরোগে মৃত্যু কাঞ্চনের; "রাষ্ট্রীয় হত্যা", বলছে APDR - maoist leader

চিকিৎসায় গাফিলতির অভিযোগ APDR-এর

কাঞ্চন
author img

By

Published : Feb 9, 2019, 3:25 AM IST

কলকাতা, ৯ ফেব্রুয়ারি : মৃত্যু হল CPI(ML)-এর প্রাক্তন রাজ্য সম্পাদক কাঞ্চনের। গতকাল দুপুরে টালিগঞ্জের ‌MR বাঙুর হাসপাতালে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৮। তাঁর মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ এনেছে APDR। সংস্থার কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য রঞ্জিত সুরের বক্তব্য, "স্ট্রোক হওয়ার পর ৭ ঘণ্টা ফেলে রাখা হল। ন্যক্কারজনক বিষয়। এমন একটি জায়গায় নিয়ে যাওয়া হল, যেখানে হার্ট এবং নিউরোলজি চিকিৎসার অত্যাধুনিক সুযোগ নেই। এটা রাষ্ট্রীয় হত্যা।" ঘটনার প্রতিবাদে আজ রাজ্যের সবকটি জেলে অনশনে বসছেন রাজনৈতিক বন্দীরা।

২০১০ সালের ৩ ডিসেম্বর গ্রেপ্তার হন প্রাক্তন মাওবাদী সুদীপ চোংদার ওরফে কাঞ্চন। ময়দান থেকে কলকাতা পুলিশের STF তাঁকে গ্রেপ্তার করে। তখন থেকেই জেলবন্দী কাঞ্চন। জেল সূত্রে খবর, ৫ ফেব্রুয়ারি বিকেলে আলিপুর জেলে তাঁর স্ট্রোক হয়। নিয়ে যাওয়া হয় টালিগঞ্জের MR বাঙুর হাসপাতালে।

একসময় মাওবাদীদের সংগঠনে কিষেণজির পরেই কাঞ্চন ছিলেন। সংগঠনে তাঁর নাম বাতাস। জঙ্গলমহলে মাওবাদী আন্দোলন সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। EFR ক্যাম্পে হামলায় তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। এছাড়া, CPI(M) নেতা অনুজ পাণ্ডের বাড়ি ভাঙচুর, গাড়িতে আগুন লাগানোর ঘটনাতেও নাম উঠেছিল। সাঁকরাইল থানার OC অপহরণের ঘটনাতেও অভিযোগ রয়েছে।

undefined

পুলিশ যখন কাঞ্চনকে গ্রেপ্তার করে তখন তাঁর সঙ্গে ছিলেন অনিল ঘোষ (অজয় দা), বরুণ সুর (বিদ্যুৎ) ও শংকর (বাচ্চু)। তাঁদের গ্রেপ্তারির পর সোদপুরসহ কলকাতার বিভিন্ন এলাকা থেকে প্রচুর অস্ত্র উদ্ধার হয়।

জেল সূত্রে খবর, কাঞ্চন জেলে সম্পূর্ণ অন্যধরনের মানুষ হয়ে উঠেছিলেন। শান্তিপ্রিয় ছিলেন। জেলের ভিতর তাঁর ট্র্যাক রেকর্ড খুবই ভালো ছিল।

কলকাতা, ৯ ফেব্রুয়ারি : মৃত্যু হল CPI(ML)-এর প্রাক্তন রাজ্য সম্পাদক কাঞ্চনের। গতকাল দুপুরে টালিগঞ্জের ‌MR বাঙুর হাসপাতালে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৮। তাঁর মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ এনেছে APDR। সংস্থার কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য রঞ্জিত সুরের বক্তব্য, "স্ট্রোক হওয়ার পর ৭ ঘণ্টা ফেলে রাখা হল। ন্যক্কারজনক বিষয়। এমন একটি জায়গায় নিয়ে যাওয়া হল, যেখানে হার্ট এবং নিউরোলজি চিকিৎসার অত্যাধুনিক সুযোগ নেই। এটা রাষ্ট্রীয় হত্যা।" ঘটনার প্রতিবাদে আজ রাজ্যের সবকটি জেলে অনশনে বসছেন রাজনৈতিক বন্দীরা।

২০১০ সালের ৩ ডিসেম্বর গ্রেপ্তার হন প্রাক্তন মাওবাদী সুদীপ চোংদার ওরফে কাঞ্চন। ময়দান থেকে কলকাতা পুলিশের STF তাঁকে গ্রেপ্তার করে। তখন থেকেই জেলবন্দী কাঞ্চন। জেল সূত্রে খবর, ৫ ফেব্রুয়ারি বিকেলে আলিপুর জেলে তাঁর স্ট্রোক হয়। নিয়ে যাওয়া হয় টালিগঞ্জের MR বাঙুর হাসপাতালে।

একসময় মাওবাদীদের সংগঠনে কিষেণজির পরেই কাঞ্চন ছিলেন। সংগঠনে তাঁর নাম বাতাস। জঙ্গলমহলে মাওবাদী আন্দোলন সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। EFR ক্যাম্পে হামলায় তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। এছাড়া, CPI(M) নেতা অনুজ পাণ্ডের বাড়ি ভাঙচুর, গাড়িতে আগুন লাগানোর ঘটনাতেও নাম উঠেছিল। সাঁকরাইল থানার OC অপহরণের ঘটনাতেও অভিযোগ রয়েছে।

undefined

পুলিশ যখন কাঞ্চনকে গ্রেপ্তার করে তখন তাঁর সঙ্গে ছিলেন অনিল ঘোষ (অজয় দা), বরুণ সুর (বিদ্যুৎ) ও শংকর (বাচ্চু)। তাঁদের গ্রেপ্তারির পর সোদপুরসহ কলকাতার বিভিন্ন এলাকা থেকে প্রচুর অস্ত্র উদ্ধার হয়।

জেল সূত্রে খবর, কাঞ্চন জেলে সম্পূর্ণ অন্যধরনের মানুষ হয়ে উঠেছিলেন। শান্তিপ্রিয় ছিলেন। জেলের ভিতর তাঁর ট্র্যাক রেকর্ড খুবই ভালো ছিল।

RESTRICTION SUMMARY: AP CLIENTS ONLY
SHOTLIST:
ASSOCIATED PRESS - AP CLIENTS ONLY
Kampala - 8 February 2019
1. Exteriors of Central Police Station
2. Sign (English) of the "Uganda Police Central Police station - Kampala"
3. Exterior of the Central Police Station
4. Police truck outside the Central Police Station
5. Sign on the exterior of the Central Police Station
6. Investigative journalist Solomon Sserwanja walking out of police interrogation
7. Sserwanja speaking to the media
8. SOUNDBITE (English) Solomon Sserwanja, NBS (Ugandan TV station) Investigative Journalist:
"The case is that they found us in possession of government drugs. This is because we have been working on an investigation that is supposed to expose the cartels behind the stealing of government drugs and it is in public interest and as the fourth estate it's our right, it's our job to do this and all we need is support. I don't think we have to necessarily inform the police because we are an independent body that needs to act independently, and we have to do our job."
9. Uganda Police Fred Enanga spokesperson during press conference
10. Close of Enanga's writing in his notebook
11. Close of Enanga's name badge
12. Press microphones
13. SOUNDBITE (English) Fred Enanga, Ugandan Police spokesperson:
"It is today Friday that we released on bond three suspects. These were initially arrested as suspects, but they turned out to be journalists and one Vivian Nakalika, who was arrested yesterday on the 7th February 2019. Their arrest was based on actionable intelligence that the security agencies received of - surrounding the alleged team - was allegedly involved in the purchase of classified drugs which are government drugs."
14. Various of journalists during press conference
15. Close of Enanga
16. Journalists during the press conference
17. SOUNDBITE (English) Fred Enanga, Ugandan Police Spokesperson:
"As regards to the fate of the journalists, we are working with the Office of the Director of Public Prosecution for legal guidance, on whether the journalists mentioned above, in their journalistic duty and in their quest for a story of essential importance to society could have breached any rules on the acquisition of government drugs and the safety consideration. And he will guide us whether there is an offence that was committed or not."
18. Close of Enanga's shoulder insignia
19. Camera
20. Various of journalists
STORYLINE:
Ugandan police released 3 BBC journalists on Friday after detaining them for illegal possession of prescription drugs.
The journalists were working on an investigative story on the theft and sale of government or classified drugs before they were arrested.
They were asked to report back in two weeks for their bond extension.
Ugandan police spokesperson Fred Enanga said that the authorities "are working with the Office of the Director of Public Prosecution for legal guidance" to see whether the journalists have breached any laws in their quest of the story.
Solomon Sserwanja, the husband of one of the arrested, insisted that there was no need to inform the police when they worked on the story.
Sserwanja added that it was their job and their right to "expose the cartels behind the stealing of government drugs and it is in public interest".
===========================================================
Clients are reminded:
(i) to check the terms of their licence agreements for use of content outside news programming and that further advice and assistance can be obtained from the AP Archive on: Tel +44 (0) 20 7482 7482 Email: info@aparchive.com
(ii) they should check with the applicable collecting society in their Territory regarding the clearance of any sound recording or performance included within the AP Television News service
(iii) they have editorial responsibility for the use of all and any content included within the AP Television News service and for libel, privacy, compliance and third party rights applicable to their Territory.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.