ETV Bharat / state

Mao Posters Recovered: ফের মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার পুরুলিয়ায় - পুরুলিয়ার খবর

ফের মাওবাদী নামাঙ্কিত পোস্টার (Mao Poster Recovered) উদ্ধার হল পুরুলিয়ায় (Purulia news)৷ পোস্টারে শাসক দলের নেতাদের হুমকি দেওয়া হয়েছে ৷ পাশাপাশি আগামী 11 সেপ্টেম্বর বনধেরও ডাক দেওয়া হয়েছে ৷

Mao posters recovered at Purulia
ফের মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার পুরুলিয়ায়
author img

By

Published : Sep 8, 2022, 12:22 PM IST

পুরুলিয়া, 8 সেপ্টেম্বর: ফের মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল পুরুলিয়ায় ৷ "খেলা হবে, এ বার আমরা খেলব । পঞ্চায়েত থেকে শুরু করে রাজ্যসভা পর্যন্ত তৃণমূলের পতাকা যে হাত ধরবে, সেই হাত দুটো কেটে বাদ দেওয়া হবে ।" এই হুমকি দিয়ে মাওবাদীদের পোস্টার (Mao Poster Recovered) মিলেছে পুরুলিয়ায় । আগামী 11 সেপ্টেম্বর, রবিবার বনধেরও ডাক দেওয়া হয়েছে মাও নামাঙ্কিত পোস্টারগুলিতে (Purulia news)।

বৃহস্পতিবার সকালে পুরুলিয়া জেলার বরাবাজার থানা এলাকায় বলরামপুর-বরাবাজার রাজ্য সড়কের ধারে বৈদ্যুতিক খুঁটির উপর, গাছের উপর এবং মাইলস্টোনে একগুচ্ছ মাওবাদী নামাঙ্কিত পোস্টার সাঁটানো রয়েছে বলে দেখতে পান গ্রামবাসীরা । খবর পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থল থেকে পোস্টারগুলি উদ্ধার করে তদন্ত শুরু করেছে ।

দুর্নীতিগ্রস্ত নেতাদের হুমকি দেওয়া হয়েছে ওই মাওবাদী নামাঙ্কিত পোস্টারে । সাদা কাগজের উপর লাল কালিতে লেখা রয়েছে সিপিআই মাওবাদী কথাটি । ওই পোস্টার গুলিতে লেখা রয়েছে, "কিষাণজির মৃত্যুর বদলা চাই", "গরিবের টাকা খেয়ে যে সমস্ত নেতারা বড় বড় বিল্ডিং বানিয়েছেন তাঁরা সাবধান ।" রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগা হয়েছে সেই পোস্টারগুলিতে ৷ হুমকির সুরে লেখা রয়েছে, "আকাশ থেকে বৃষ্টি হবে না, রক্ত পড়বে । এ বার থেকে শুধু সিপিআই ৷ কিছু অমানুষদের জন্য এই ব্যবস্থা । সময় আছে এখনও বদলে যাও । এরই প্রতিবাদে আগামী 11 সেপ্টেম্বর রবিবার বনধ পালন করুন । তৃণমূল নেতা সাবধান ।" পোস্টারের নিচে লেখা রয়েছে সিপিআই মাওবাদী ।

আরও পড়ুন: ঝাড়গ্রামে মাওবাদী নামাঙ্কিত পোস্টার, গ্রেফতার হোমগার্ড-সহ 6

এই পোস্টার উদ্ধার নিয়ে জেলা পুলিশ সুপার এস সেলভামুরুগান বলেন, "এগুলো সব ফালতু পোস্টার । কিছু বদমাইশ ছেলে এগুলো করছে । মাওবাদী বলে এখানে কিছু নেই । পুলিশ এর তদন্ত করবে । মামলা রুজু করা হবে ।

পুরুলিয়া, 8 সেপ্টেম্বর: ফের মাওবাদী নামাঙ্কিত পোস্টার উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল পুরুলিয়ায় ৷ "খেলা হবে, এ বার আমরা খেলব । পঞ্চায়েত থেকে শুরু করে রাজ্যসভা পর্যন্ত তৃণমূলের পতাকা যে হাত ধরবে, সেই হাত দুটো কেটে বাদ দেওয়া হবে ।" এই হুমকি দিয়ে মাওবাদীদের পোস্টার (Mao Poster Recovered) মিলেছে পুরুলিয়ায় । আগামী 11 সেপ্টেম্বর, রবিবার বনধেরও ডাক দেওয়া হয়েছে মাও নামাঙ্কিত পোস্টারগুলিতে (Purulia news)।

বৃহস্পতিবার সকালে পুরুলিয়া জেলার বরাবাজার থানা এলাকায় বলরামপুর-বরাবাজার রাজ্য সড়কের ধারে বৈদ্যুতিক খুঁটির উপর, গাছের উপর এবং মাইলস্টোনে একগুচ্ছ মাওবাদী নামাঙ্কিত পোস্টার সাঁটানো রয়েছে বলে দেখতে পান গ্রামবাসীরা । খবর পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থল থেকে পোস্টারগুলি উদ্ধার করে তদন্ত শুরু করেছে ।

দুর্নীতিগ্রস্ত নেতাদের হুমকি দেওয়া হয়েছে ওই মাওবাদী নামাঙ্কিত পোস্টারে । সাদা কাগজের উপর লাল কালিতে লেখা রয়েছে সিপিআই মাওবাদী কথাটি । ওই পোস্টার গুলিতে লেখা রয়েছে, "কিষাণজির মৃত্যুর বদলা চাই", "গরিবের টাকা খেয়ে যে সমস্ত নেতারা বড় বড় বিল্ডিং বানিয়েছেন তাঁরা সাবধান ।" রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগা হয়েছে সেই পোস্টারগুলিতে ৷ হুমকির সুরে লেখা রয়েছে, "আকাশ থেকে বৃষ্টি হবে না, রক্ত পড়বে । এ বার থেকে শুধু সিপিআই ৷ কিছু অমানুষদের জন্য এই ব্যবস্থা । সময় আছে এখনও বদলে যাও । এরই প্রতিবাদে আগামী 11 সেপ্টেম্বর রবিবার বনধ পালন করুন । তৃণমূল নেতা সাবধান ।" পোস্টারের নিচে লেখা রয়েছে সিপিআই মাওবাদী ।

আরও পড়ুন: ঝাড়গ্রামে মাওবাদী নামাঙ্কিত পোস্টার, গ্রেফতার হোমগার্ড-সহ 6

এই পোস্টার উদ্ধার নিয়ে জেলা পুলিশ সুপার এস সেলভামুরুগান বলেন, "এগুলো সব ফালতু পোস্টার । কিছু বদমাইশ ছেলে এগুলো করছে । মাওবাদী বলে এখানে কিছু নেই । পুলিশ এর তদন্ত করবে । মামলা রুজু করা হবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.