ETV Bharat / state

Odisha Train Accident: ট্রেন দুর্ঘটনায় বাতিল একাধিক ট্রেন, ঘুরতে গিয়ে বিপাকে পর্যটকেরা - ট্রেন দুর্ঘটনা

ওড়িশার ট্রেন দুর্ঘটনায় বাতিল একাধিক ট্রেন ৷ বিপাকে পড়েছেন বেড়াতে যাওয়া পর্যটকরা ৷ বাড়ি ফেরার জন্য ভিন্ন পথে গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা ৷

Odisha Train Accident
প্রতীকী ছবি
author img

By

Published : Jun 4, 2023, 10:21 PM IST

ঘুরতে গিয়ে বিপাকে পর্যটকেরা

কলকাতা, 4 জুন: ওড়িশার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর কেটে গিয়েছে 2 দিন ৷ এখন যুদ্ধকালীন পরিস্থিতিতে চলছে উদ্ধার কাজ ৷ চলছে ট্রেল চলাচল স্বাভাবিক করার কাজ ৷ এই ঘটনায় ইতিমধ্যেই বাতিল হয়েছে একাধিক ট্রেন ৷ ফলে এখনও ভোগান্তির শিকার হতে হচ্ছে বাইরে থাকা পর্যটকদের ৷ ট্রেন বাতিল হওয়ায় ঘুর পথে ঘরে ফিরতে বাধ্য হয়ে কাটতে হচ্ছে বাস বা ফ্লাইটের টিকিট ৷ বাড়ি ফেরার তাগিদে টিকিটের অতিরিক্ত মূল্য দিতে গিয়ে টান পড়েছে পকেটেও ৷

বেলুড় থেকে পরিবারের সঙ্গে পুরীতে বেড়াতে গিয়েছিলেন সুস্মিতা রায় নিয়োগী। কিন্তু আচমকাই সেখানে তাঁর তিন বছরের মেয় অসুস্থ হয়ে পড়ে ৷ ফলে বাড়ি ফেরার তাগিদ একটু বেশিই ৷ সেই মুহূর্তেই একের পর এক ট্রেন বাতিল হওয়ায় কপালে চিন্তার ভাঁজ পড়েছিল তাঁদেরও ৷ কীভাবে ফিরবেন, তা নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা ৷ অন্যদিকে বাস-ফ্লাইটে টিকিটের চড়া দামও চিন্তার একটা বড় কারণ ছিল ৷ তিনি জানান, "বিগত তিনদিন আমরা পুরীতে আছি। আমার ছোটো মেয়ে সঙ্গে আছে। গরমে অসুস্থ হয়ে পড়েছে। ফেরার কথা থাকলেও বুঝতে পারছি না কী করব, যেভাবে একের পর এক ট্রেন বাতিল হচ্ছে ! অন্যদিকে বাস ও বিমানের ভাড়াও অত্যাধিক। তবে শেষ মুহূর্তে মেয়ের শরীরের কথা ভেবেই অতিরিক্ত দাম দিয়েই কাটতে হয়েছে পুরী থেকে কলকাতার বিমানের টিকিট ৷"

স্ত্রী-সন্তানকে নিয়ে চিন্তায় স্বামী সমোজিৎ নিয়োগীও। তিনি জানান," ট্রেন বাতিল হয়ে গিয়েছে। আমাদের মতো সাধারণ মানুষের কাছে এত ভাড়া দিয়ে বাসে-বিমানে ফেরা সত্যি খুব চাপের।"

সমস্যায় পড়েছেন বালিগঞ্জের অম্লান ভট্টাচার্যও। জগন্নাথদেব দর্শনের জন্য তিনি পরিবারের সঙ্গে পুরীতে যান। গতকাল রাতে তাঁর ফেরার কথা থাকলেও একাধিক ট্রেন বাতিলের কারণে তাঁর ফেরা হয়নি। বাড়িতে রয়েছেন বৃদ্ধ বাবা। ছেলের জন্য যথেষ্ট চিন্তায় তিনি। অম্লান জানান," আজকে কিছু গুরুত্বপূর্ণ কাজ ছিল কলকাতায় সেগুলো আর হল না। অগত্যা বিমানের বেশি ভাড়া দিয়েই রবিবার ফিরছি।"

আরও পড়ুন: ট্রেন দুর্ঘটনায় দুর্গতদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিলেন রেড ভলান্টিয়াররা

প্রসঙ্গত, নেট মাধ্যমে দেখা গিয়েছে, পুরী থেকে ভুবনেশ্বর বিমান ভাড়া যেখানে তিনহাজার থেকে সাত হাজারের মধ্যে থাকে, সেখানে 4 জুন বিমান ভাড়া 11 হাজার ছাড়িয়েছে ৷ কোনও কোনও বিমানের ভাড়া আবার 20 হাজারের ওপরে ৷ স্বভাবতই বিমানের অতিরিক্ত ভাড়া দিয়েই ঘরের মানুষ ঘরে ফিরছেন ৷

ঘুরতে গিয়ে বিপাকে পর্যটকেরা

কলকাতা, 4 জুন: ওড়িশার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর কেটে গিয়েছে 2 দিন ৷ এখন যুদ্ধকালীন পরিস্থিতিতে চলছে উদ্ধার কাজ ৷ চলছে ট্রেল চলাচল স্বাভাবিক করার কাজ ৷ এই ঘটনায় ইতিমধ্যেই বাতিল হয়েছে একাধিক ট্রেন ৷ ফলে এখনও ভোগান্তির শিকার হতে হচ্ছে বাইরে থাকা পর্যটকদের ৷ ট্রেন বাতিল হওয়ায় ঘুর পথে ঘরে ফিরতে বাধ্য হয়ে কাটতে হচ্ছে বাস বা ফ্লাইটের টিকিট ৷ বাড়ি ফেরার তাগিদে টিকিটের অতিরিক্ত মূল্য দিতে গিয়ে টান পড়েছে পকেটেও ৷

বেলুড় থেকে পরিবারের সঙ্গে পুরীতে বেড়াতে গিয়েছিলেন সুস্মিতা রায় নিয়োগী। কিন্তু আচমকাই সেখানে তাঁর তিন বছরের মেয় অসুস্থ হয়ে পড়ে ৷ ফলে বাড়ি ফেরার তাগিদ একটু বেশিই ৷ সেই মুহূর্তেই একের পর এক ট্রেন বাতিল হওয়ায় কপালে চিন্তার ভাঁজ পড়েছিল তাঁদেরও ৷ কীভাবে ফিরবেন, তা নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা ৷ অন্যদিকে বাস-ফ্লাইটে টিকিটের চড়া দামও চিন্তার একটা বড় কারণ ছিল ৷ তিনি জানান, "বিগত তিনদিন আমরা পুরীতে আছি। আমার ছোটো মেয়ে সঙ্গে আছে। গরমে অসুস্থ হয়ে পড়েছে। ফেরার কথা থাকলেও বুঝতে পারছি না কী করব, যেভাবে একের পর এক ট্রেন বাতিল হচ্ছে ! অন্যদিকে বাস ও বিমানের ভাড়াও অত্যাধিক। তবে শেষ মুহূর্তে মেয়ের শরীরের কথা ভেবেই অতিরিক্ত দাম দিয়েই কাটতে হয়েছে পুরী থেকে কলকাতার বিমানের টিকিট ৷"

স্ত্রী-সন্তানকে নিয়ে চিন্তায় স্বামী সমোজিৎ নিয়োগীও। তিনি জানান," ট্রেন বাতিল হয়ে গিয়েছে। আমাদের মতো সাধারণ মানুষের কাছে এত ভাড়া দিয়ে বাসে-বিমানে ফেরা সত্যি খুব চাপের।"

সমস্যায় পড়েছেন বালিগঞ্জের অম্লান ভট্টাচার্যও। জগন্নাথদেব দর্শনের জন্য তিনি পরিবারের সঙ্গে পুরীতে যান। গতকাল রাতে তাঁর ফেরার কথা থাকলেও একাধিক ট্রেন বাতিলের কারণে তাঁর ফেরা হয়নি। বাড়িতে রয়েছেন বৃদ্ধ বাবা। ছেলের জন্য যথেষ্ট চিন্তায় তিনি। অম্লান জানান," আজকে কিছু গুরুত্বপূর্ণ কাজ ছিল কলকাতায় সেগুলো আর হল না। অগত্যা বিমানের বেশি ভাড়া দিয়েই রবিবার ফিরছি।"

আরও পড়ুন: ট্রেন দুর্ঘটনায় দুর্গতদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিলেন রেড ভলান্টিয়াররা

প্রসঙ্গত, নেট মাধ্যমে দেখা গিয়েছে, পুরী থেকে ভুবনেশ্বর বিমান ভাড়া যেখানে তিনহাজার থেকে সাত হাজারের মধ্যে থাকে, সেখানে 4 জুন বিমান ভাড়া 11 হাজার ছাড়িয়েছে ৷ কোনও কোনও বিমানের ভাড়া আবার 20 হাজারের ওপরে ৷ স্বভাবতই বিমানের অতিরিক্ত ভাড়া দিয়েই ঘরের মানুষ ঘরে ফিরছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.