ETV Bharat / state

Schools Closed on 21 July: তৃণমূলের শহিদ সমাবেশ, বহু স্কুলে ছুটি ঘোষণার সঙ্গে বদল সময়সূচিও - 21 জুলাইয়ে বহু স্কুলে ছুটি ঘোষণা

21 জুলাই তৃণমূলের শহিদ সমাবেশ বদল হল স্কুলের সময়সূচি ৷ এর পাশাপাশি কিছু স্কুল ছুটিও ঘোষণা করল ৷ আগামিকাল কলকাতার একাধিক স্কুলে বন্ধ থাকবে পঠন পাঠন। কোন কোন স্কুল রয়েছে সেই তালিকায়...

School Closed on 21 July
21 জুলাইয়ের জন্য বহু স্কুলে ছুটি ঘোষণা সঙ্গে সময়সূচিতেও বদল
author img

By

Published : Jul 20, 2023, 7:15 PM IST

Updated : Jul 20, 2023, 8:05 PM IST

কলকাতা, 20 জুলাই: রাত পোহালেই একুশে জুলাই। পঞ্চায়েত নির্বাচনের পর এবছরের সমাবেশের গুরুত্বই আলাদা। ইতিমধ্যেই বহু জেলা থেকে কর্মী-সমর্থকদের ভিড় জমছে তিলোত্তমার বুকে। রাস্তায় গণপরিবহণের সংখ্যা কমেছে । ফলে নিত্যযাত্রী, অফিসযাত্রী, স্কুল পড়ুয়াদের বেশ সমস্যায় পড়তে হচ্ছে। তাই রাজনৈতিক দলের কর্মসূচির জন্য আরও একবার চিন্তায় পড়তে হল স্কুল কর্তৃপক্ষকে। সময়সূচিতে বদল আনা হচ্ছে।

কয়েকটি স্কুল অনেক আগেই এমনভাবে অ্যাকাডেমিক ক্যালেন্ডার তৈরি করেছিল যাতে 21 জুলাই শুক্রবার স্কুল ছুটি থাকে। আবার কয়েকটি স্কুল শুক্রবার স্কুল বন্ধ রাখলেও, অনলাইনে ক্লাস হবে বলে জানানো হয়েছে। শহর কলকাতার বেশ কিছু স্কুল আগামিকাল সম্পূর্ণভাবে ছুটি দিয়েছে। সেই দিনের বদলে অন্য একটি দিন তারা ক্লাস নেওয়ার পরিকল্পনা নিয়েছে। গোখেল মেমোরিয়াল স্কুল শুক্রবার যেমন ছুটি ঘোষণা করেছে। তার বদলে শনিবার খোলা থাকবে স্কুল। 21 জুলাইয়ের কথা ভেবেই অ্যাকাডেমিক ক্যালেন্ডার তৈরি করেছিল স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলও।

প্রধান শিক্ষক বিভাস সান্যাল জানিয়েছেন, আজ বৃহস্পতিবার স্কুলে বার্ষিক ফুটবল প্রতিযোগিতা হচ্ছে। বিধি অনুযায়ী, প্রতিযোগিতার পরের দিন স্কুল ছুটি দেওয়া হয়। ফলে 21 জুলাই ছুটি থাকছে। অন্যদিকে, সাউথ পয়েন্ট স্কুল অফলাইনে নয়, অনলাইনে ক্লাস করাবে এদিন। ফলে সশরীরে কাউকে স্কুলে উপস্থিত থাকতে হবে না। অন্যদিকে, ছুটির সময় এগিয়ে আনা হয়েছে লা মার্টিনিয়ার ফর বয়েজ ও গার্লস স্কুলেও। লা মার্টিনিয়ারের সচিব সুপ্রিয় ধর বলেন, "অন্যদিন দুপুর দেড়টা নাগাদ স্কুল ছুটি হয়। তার বদলে শুক্রবার সকাল 11টাতেই ছুটি দিয়ে দেওয়া হবে।"

হেরিটেজ স্কুলে প্রতিদিন দুপুর সাড়ে 3টেয় ছুটি হয়। তার বদলে শুক্রবার দুপুর 2টোয় পড়ুয়াদের ছুটি দিয়ে দেওয়া হবে। নার্সারি থেকে দ্বিতীয় শ্রেণির পড়ুয়াদের আগামিকাল ছুটি দয়েছে দিল্লি পাবলিক স্কুল নিউটাউন। তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের সাড়ে 10টায় ছুটি দেওয়া হবে।

আরও পড়ুন: 21 জুলাইয়ে ত্রিস্তরীয় নিরাপত্তা, মূল মঞ্চে থাকবেন অতিরিক্ত 2 নগরপাল

কলকাতা, 20 জুলাই: রাত পোহালেই একুশে জুলাই। পঞ্চায়েত নির্বাচনের পর এবছরের সমাবেশের গুরুত্বই আলাদা। ইতিমধ্যেই বহু জেলা থেকে কর্মী-সমর্থকদের ভিড় জমছে তিলোত্তমার বুকে। রাস্তায় গণপরিবহণের সংখ্যা কমেছে । ফলে নিত্যযাত্রী, অফিসযাত্রী, স্কুল পড়ুয়াদের বেশ সমস্যায় পড়তে হচ্ছে। তাই রাজনৈতিক দলের কর্মসূচির জন্য আরও একবার চিন্তায় পড়তে হল স্কুল কর্তৃপক্ষকে। সময়সূচিতে বদল আনা হচ্ছে।

কয়েকটি স্কুল অনেক আগেই এমনভাবে অ্যাকাডেমিক ক্যালেন্ডার তৈরি করেছিল যাতে 21 জুলাই শুক্রবার স্কুল ছুটি থাকে। আবার কয়েকটি স্কুল শুক্রবার স্কুল বন্ধ রাখলেও, অনলাইনে ক্লাস হবে বলে জানানো হয়েছে। শহর কলকাতার বেশ কিছু স্কুল আগামিকাল সম্পূর্ণভাবে ছুটি দিয়েছে। সেই দিনের বদলে অন্য একটি দিন তারা ক্লাস নেওয়ার পরিকল্পনা নিয়েছে। গোখেল মেমোরিয়াল স্কুল শুক্রবার যেমন ছুটি ঘোষণা করেছে। তার বদলে শনিবার খোলা থাকবে স্কুল। 21 জুলাইয়ের কথা ভেবেই অ্যাকাডেমিক ক্যালেন্ডার তৈরি করেছিল স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলও।

প্রধান শিক্ষক বিভাস সান্যাল জানিয়েছেন, আজ বৃহস্পতিবার স্কুলে বার্ষিক ফুটবল প্রতিযোগিতা হচ্ছে। বিধি অনুযায়ী, প্রতিযোগিতার পরের দিন স্কুল ছুটি দেওয়া হয়। ফলে 21 জুলাই ছুটি থাকছে। অন্যদিকে, সাউথ পয়েন্ট স্কুল অফলাইনে নয়, অনলাইনে ক্লাস করাবে এদিন। ফলে সশরীরে কাউকে স্কুলে উপস্থিত থাকতে হবে না। অন্যদিকে, ছুটির সময় এগিয়ে আনা হয়েছে লা মার্টিনিয়ার ফর বয়েজ ও গার্লস স্কুলেও। লা মার্টিনিয়ারের সচিব সুপ্রিয় ধর বলেন, "অন্যদিন দুপুর দেড়টা নাগাদ স্কুল ছুটি হয়। তার বদলে শুক্রবার সকাল 11টাতেই ছুটি দিয়ে দেওয়া হবে।"

হেরিটেজ স্কুলে প্রতিদিন দুপুর সাড়ে 3টেয় ছুটি হয়। তার বদলে শুক্রবার দুপুর 2টোয় পড়ুয়াদের ছুটি দিয়ে দেওয়া হবে। নার্সারি থেকে দ্বিতীয় শ্রেণির পড়ুয়াদের আগামিকাল ছুটি দয়েছে দিল্লি পাবলিক স্কুল নিউটাউন। তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের সাড়ে 10টায় ছুটি দেওয়া হবে।

আরও পড়ুন: 21 জুলাইয়ে ত্রিস্তরীয় নিরাপত্তা, মূল মঞ্চে থাকবেন অতিরিক্ত 2 নগরপাল

Last Updated : Jul 20, 2023, 8:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.