ETV Bharat / state

যোগাযোগের অভাবে কোরোনা প্রতিষেধক পাচ্ছেন না অনেকেই : অতীন ঘোষ

author img

By

Published : Jan 20, 2021, 2:35 PM IST

যোগাযোগের অভাবে অনেকে কোরোনার প্রতিষেধক টিকা গ্রহণ করছে না । আর তাতেই কলকাতা পৌরনিগমের আধিকারিকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে ।

কোরোনা প্রতিষেধকে অনিচ্ছা
কোরোনা প্রতিষেধকে অনিচ্ছা

কলকাতা, 20 জানুয়ারি : প্রথম দফার কোরোনা ভ্যাকসিনের টিকাকরণ চলছে রাজ্যজুড়ে । কলকাতা পৌরনিগমের পাঁচটি স্বাস্থ্যকেন্দ্রে টিকাকরণ চলছে । প্রথম সারির কোরোনার যোদ্ধাদের টিকাকরণ যখন চলছে তখন অনেকেই ভ্যাকসিন নিতে আগ্রহী হচ্ছে না । টিকাকরণের প্রস্তুতি নিলেও টিকা নিতে অনেকেই আসছেন না । গোটা রাজ্যের সঙ্গে কলকাতা পৌরনিগমের পাঁচটি স্বাস্থ্যকেন্দ্রে কোরোনার টিকা দেওয়ার কাজ শুরু হয়েছে 16 জানুয়ারি থেকে । ঘটা করে টিকাকরণের প্রক্রিয়া শুরু হলেও অনেকেই টিকা নিচ্ছেন না । কোরোনা টিকা প্রাপকের তালিকায় নাম থাকলেও টিকা নিতে না আসায় দুশ্চিন্তা বাড়িয়েছে স্বাস্থ্য বিভাগের ।

কলকাতা পৌরনিগমের 11, 31, 57, 111, 82 নম্বর ওয়ার্ডের স্বাস্থ্যকেন্দ্র থেকে টিকাকরণ শুরু হয়েছে । প্রত্যেকটি স্বাস্থ্যকেন্দ্রে 100 জনের টিকাকরণের ব্যবস্থা করা হয়েছে । সেইমতো নামের তালিকা তৈরি করা হয়েছে । প্রথম দিনে প্রায় 100 জনের কাছাকাছি পৌরস্বাস্থ্যকর্মী ও চিকিৎসকরা নিলেও ভ্যাকসিনের তৃতীয় দিনে স্বাস্থ্যকেন্দ্রগুলিতে মাত্র 15 থেকে 20 জন করে কোরোনা ভ্যাকসিনের টিকা নিয়েছেন ।

কোরোনা ভ্যাকসিন
কোরোনা ভ্যাকসিন

আরও পড়ুন : দ্বিতীয় দিনে রাজ্যে কমল ভ্যাকসিনেশনের হার, সংশয়ে ভবিষ্যৎ

কলকাতা পৌরনিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য অতীন ঘোষ বলেন, "অনেকেই জনসচেতনতার অভাবেই ভ্যাকসিনের টিকা নিতে যাচ্ছে না । যদিও সকলকেই টিকা নিতে হবে ।" টিকা নিতে না আসার জন্য এদিন অতীন ঘোষ দায়ি করেন কোরোনার জন্য তৈরি অ্যাপ । বলেন, অ্যাপটি সঠিকভাবে কাজ করছে না । যার জেরে অনেকেই সঠিক সময় এসএমএস পাচ্ছেন না । ফলে বিভ্রান্ত হয়ে পড়ছেন মানুষ ।

কী বললেন অতীন ঘোষ, দেখুন ভিডিয়ো...

কোরোনার টিকা প্রথমবার নেওয়ার 28 দিন পর দ্বিতীয়বার টিকা নিতে হয় । অতীন ঘোষ আরও জানিয়েছেন, "পৌরনিগমের তরফে চেষ্টা করা হচ্ছে এখনও যাঁরা টিকা নেননি, বিভিন্ন কারণে তাঁদের সঙ্গে কথা বলে টিকা নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে ।"

কলকাতা, 20 জানুয়ারি : প্রথম দফার কোরোনা ভ্যাকসিনের টিকাকরণ চলছে রাজ্যজুড়ে । কলকাতা পৌরনিগমের পাঁচটি স্বাস্থ্যকেন্দ্রে টিকাকরণ চলছে । প্রথম সারির কোরোনার যোদ্ধাদের টিকাকরণ যখন চলছে তখন অনেকেই ভ্যাকসিন নিতে আগ্রহী হচ্ছে না । টিকাকরণের প্রস্তুতি নিলেও টিকা নিতে অনেকেই আসছেন না । গোটা রাজ্যের সঙ্গে কলকাতা পৌরনিগমের পাঁচটি স্বাস্থ্যকেন্দ্রে কোরোনার টিকা দেওয়ার কাজ শুরু হয়েছে 16 জানুয়ারি থেকে । ঘটা করে টিকাকরণের প্রক্রিয়া শুরু হলেও অনেকেই টিকা নিচ্ছেন না । কোরোনা টিকা প্রাপকের তালিকায় নাম থাকলেও টিকা নিতে না আসায় দুশ্চিন্তা বাড়িয়েছে স্বাস্থ্য বিভাগের ।

কলকাতা পৌরনিগমের 11, 31, 57, 111, 82 নম্বর ওয়ার্ডের স্বাস্থ্যকেন্দ্র থেকে টিকাকরণ শুরু হয়েছে । প্রত্যেকটি স্বাস্থ্যকেন্দ্রে 100 জনের টিকাকরণের ব্যবস্থা করা হয়েছে । সেইমতো নামের তালিকা তৈরি করা হয়েছে । প্রথম দিনে প্রায় 100 জনের কাছাকাছি পৌরস্বাস্থ্যকর্মী ও চিকিৎসকরা নিলেও ভ্যাকসিনের তৃতীয় দিনে স্বাস্থ্যকেন্দ্রগুলিতে মাত্র 15 থেকে 20 জন করে কোরোনা ভ্যাকসিনের টিকা নিয়েছেন ।

কোরোনা ভ্যাকসিন
কোরোনা ভ্যাকসিন

আরও পড়ুন : দ্বিতীয় দিনে রাজ্যে কমল ভ্যাকসিনেশনের হার, সংশয়ে ভবিষ্যৎ

কলকাতা পৌরনিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য অতীন ঘোষ বলেন, "অনেকেই জনসচেতনতার অভাবেই ভ্যাকসিনের টিকা নিতে যাচ্ছে না । যদিও সকলকেই টিকা নিতে হবে ।" টিকা নিতে না আসার জন্য এদিন অতীন ঘোষ দায়ি করেন কোরোনার জন্য তৈরি অ্যাপ । বলেন, অ্যাপটি সঠিকভাবে কাজ করছে না । যার জেরে অনেকেই সঠিক সময় এসএমএস পাচ্ছেন না । ফলে বিভ্রান্ত হয়ে পড়ছেন মানুষ ।

কী বললেন অতীন ঘোষ, দেখুন ভিডিয়ো...

কোরোনার টিকা প্রথমবার নেওয়ার 28 দিন পর দ্বিতীয়বার টিকা নিতে হয় । অতীন ঘোষ আরও জানিয়েছেন, "পৌরনিগমের তরফে চেষ্টা করা হচ্ছে এখনও যাঁরা টিকা নেননি, বিভিন্ন কারণে তাঁদের সঙ্গে কথা বলে টিকা নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.