কলকাতা, 25 অগস্ট: সাধারণ মানুষের সুবিধার্থে কেন্দ্রীয় চিকিৎসা বিমাপ্রকল্প আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা রাজ্যে চালু করা উচিত পশ্চিমবঙ্গ সরকারের । শুক্রবার কলকাতায় এ কথা বললেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য । বঙ্গসফরে এসে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় সরকার রাজ্যের সমস্ত নাগরিকদের উচ্চমানের স্বাস্থ্য পরিষেবা প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ । কেন্দ্রের এই স্বাস্থ্য প্রকল্পের বিভিন্ন সুবিধা সম্পর্কেরও মানুষকে অবগত করেন তিনি ।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, "বাংলায় স্বাস্থ্য পরিষেবা যাতে সর্বোচ্চ মানের হয়, তার জন্য আমরা সবরকম প্রস্তুতি নিচ্ছি । সেই কারণে রাজ্য সরকারের উচিত তৃণমূল স্তরে আয়ুষ্মান ভারত প্রকল্প বাস্তবায়িত করা ৷"
বঙ্গ সফরে এসে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য আয়ুষ্মান ভারত স্বাস্থ্য ও সুস্থতা কেন্দ্র, জাতীয় যক্ষ্মা নির্মূল কর্মসূচি, জাতীয় স্বাস্থ্য মিশন, প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত স্বাস্থ্য পরিকাঠামো মিশন, টেলিমেডিসিন পরিষেবা, চিকিৎসা শিক্ষার অধীনে প্রকাশিত তহবিল নিয়ে পর্যালোচনা করেন ।
আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধার কথা জানাতে গিয়ে তিনি বলেন, "এর মাধ্যমে সাধারণ মানুষ তাঁদের বাড়ির কাছেই পরিষেবা পাবেন । জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে পশ্চিমবঙ্গে প্রায় 289 কোটি টাকা খরচ করে 800টি উপকেন্দ্র অনুমোদিত হয়েছে । 404টি আয়ুষ্মান ভারত আরবান হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারের অনুমোদন করা হয়েছে ৷"
বর্তমানে পশ্চিমবঙ্গে 10358টি আয়ুষ্মান ভারত স্বাস্থ্য ও সুস্থতা কেন্দ্র অনুমোদিত হয়েছে বলে জানান তিনি । পাশাপাশি চিকিৎসা শিক্ষা এবং সিকেল সেল অ্যানিমিয়া নির্মূল কর্মসূচির পর্যালোচনা করে মাণ্ডব্য বলেন, "আমরা বাংলার জনগণকে উচ্চমানের চিকিৎসা শিক্ষা দিতে প্রতিশ্রুতিবদ্ধ । সিকেল সেল অ্যানিমিয়া নির্মূল কর্মসূচি যাতে সফল হয় তা নিশ্চিত করতে আমরা সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ করছি ৷"
আরও পড়ুন: আয়ুষ্মান ভারতের থেকে কেন এগিয়ে স্বাস্থ্যসাথী ? কী বললেন চন্দ্রিমা