ETV Bharat / state

কলকাতায় ধৃত মণিপুরি মাদক কারবারি, উদ্ধার 58 হাজার ইয়াবা - উদ্ধার 58 হাজার ইয়াবা ট্যাবলেট

গতকাল বিকেলে তারাতলা পরিবহন ডিপোর সামনে থেকে গ্রেপ্তার করা হয় মাদকচক্রের ওই অন্যতম পাণ্ডাকে । তার কাছে উদ্ধার হয়েছে 58 হাজার ইয়াবা ট্যাবলেট ।

গ্রেপ্তার মণিপুরী মাদক কারবারী
author img

By

Published : Nov 14, 2019, 5:15 PM IST

কলকাতা, 14 নভেম্বর : আগেই গ্রেপ্তার করা হয়েছিল উত্তর 24 পরগনার এক মাদকচক্রীকে । খোঁজ চলছিল পুরো চক্রের । অবশেষে এল সাফল্য । স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা জানতে পারেন, মাদক চক্রের জাল মণিপুর পর্যন্ত বিস্তৃত । উত্তর 24 পরগনার ওই মাদক কারবারি ইয়াবা পেয়েছিল মণিপুরি মাদক কারবারির কাছ থেকেই । গতকাল বিকেলে তারাতলা পরিবহন ডিপোর সামনে থেকে গ্রেপ্তার করা হল মাদকচক্রের ওই অন্যতম পাণ্ডাকে । তার কাছে উদ্ধার হয়েছে 58 হাজার ইয়াবা ট্যাবলেট ।

7 নভেম্বর সকাল দশটা নাগাদ একটি গাড়িতে তল্লাশি চালায় পুলিশ । নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে মাদুরদহ-চৌবাগা রোডে থামানো হয় গাড়িটি । সেই সময় গাড়িতে ছিল উত্তর 24 পরগনার তিনজন মাদক পাচারকারী । তাদের নাম মেহের আলি, সিরাজুল শেখ এবং ইন্দ্রজিৎ দাস । ইন্দ্রজিৎ গাড়ি চালাচ্ছিল । পুলিশ সূত্রে খবর, এই চক্রটির মাথা মেহের আলি । প্রথমে তাদের আটক করে পুলিশ । গাড়িতে তল্লাশি চালিয়ে 50 টি ইয়াবার প্যাকেট পাওয়া যায় ৷

অনেকদিন ধরেই এই মাদকচক্রের পাণ্ডার খোঁজ চালাচ্ছিল পুলিশ । জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল মেহেরকে । সেই সূত্রেই কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স খোঁজ পায় নং ইয়েমাম রিয়াজউদ্দিনের । বাড়ি মণিপুরের ইম্ফলের ওয়াংওই থানা এলাকায় । গতকাল বিকালে বিশেষ সূত্রে খবর পেয়ে তারাতলা ট্রান্সপোর্ট ডিপোর সামনে থেকে গ্রেপ্তার করা হয় তাকে । তার কাছে উদ্ধার হয় 60 লাখ টাকা মূল্যের মাদক ।

yaba tablet
উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেট

ইয়াবার উৎপত্তিস্থল থাইল্যান্ড । বাংলাদেশের বহু যুবকের এই ট্যাবলেটের নেশা রয়েছে । থাইল্যান্ড থেকে কলকাতাতেও আসছে এই মাদক । ব্যবহার হচ্ছে পার্টি ড্রাগ হিসেবে । পুলিশ জানাচ্ছে, এই ট্যাবলেট মূলত তৈরি করা হয় মেথঅ্যাম্ফিটামিন এবং ক্যাফেইনের মিশ্রণে । ইদানিং নাকি এর সঙ্গে মেশানো হচ্ছে হেরোইনও । মূলত এটি ট্যাবলেট হিসেবে ব্যবহার করা হয় । কখনও আবার এটি ব্রাউন সুগার কিংবা হেরোইনের সঙ্গেও নিচ্ছে মাদকাসক্তরা । থাইল্যান্ডের পাশাপাশি ইয়াবা ব্যাপক পরিমাণে ব্যবহার হচ্ছে মায়ানমারেও । সাম্প্রতিক কয়েকটি ঘটনা থেকে জানা যাচ্ছে, মায়ানমার থেকে উত্তর-পূর্বের রাজ্যগুলি দিয়ে কলকাতায় আসছে পার্টি ড্রাগ । কখনও তা ব্যবহার করা হচ্ছে এই শহরে । কখনও আবার চলে যাচ্ছে বাংলাদেশে । এই চক্রটি কী উদ্দেশ্যে ইয়াবা কলকাতা নিয়ে এসেছিল তা খতিয়ে দেখছে স্পেশাল টাস্ক ফোর্স ।

কলকাতা, 14 নভেম্বর : আগেই গ্রেপ্তার করা হয়েছিল উত্তর 24 পরগনার এক মাদকচক্রীকে । খোঁজ চলছিল পুরো চক্রের । অবশেষে এল সাফল্য । স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা জানতে পারেন, মাদক চক্রের জাল মণিপুর পর্যন্ত বিস্তৃত । উত্তর 24 পরগনার ওই মাদক কারবারি ইয়াবা পেয়েছিল মণিপুরি মাদক কারবারির কাছ থেকেই । গতকাল বিকেলে তারাতলা পরিবহন ডিপোর সামনে থেকে গ্রেপ্তার করা হল মাদকচক্রের ওই অন্যতম পাণ্ডাকে । তার কাছে উদ্ধার হয়েছে 58 হাজার ইয়াবা ট্যাবলেট ।

7 নভেম্বর সকাল দশটা নাগাদ একটি গাড়িতে তল্লাশি চালায় পুলিশ । নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে মাদুরদহ-চৌবাগা রোডে থামানো হয় গাড়িটি । সেই সময় গাড়িতে ছিল উত্তর 24 পরগনার তিনজন মাদক পাচারকারী । তাদের নাম মেহের আলি, সিরাজুল শেখ এবং ইন্দ্রজিৎ দাস । ইন্দ্রজিৎ গাড়ি চালাচ্ছিল । পুলিশ সূত্রে খবর, এই চক্রটির মাথা মেহের আলি । প্রথমে তাদের আটক করে পুলিশ । গাড়িতে তল্লাশি চালিয়ে 50 টি ইয়াবার প্যাকেট পাওয়া যায় ৷

অনেকদিন ধরেই এই মাদকচক্রের পাণ্ডার খোঁজ চালাচ্ছিল পুলিশ । জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল মেহেরকে । সেই সূত্রেই কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স খোঁজ পায় নং ইয়েমাম রিয়াজউদ্দিনের । বাড়ি মণিপুরের ইম্ফলের ওয়াংওই থানা এলাকায় । গতকাল বিকালে বিশেষ সূত্রে খবর পেয়ে তারাতলা ট্রান্সপোর্ট ডিপোর সামনে থেকে গ্রেপ্তার করা হয় তাকে । তার কাছে উদ্ধার হয় 60 লাখ টাকা মূল্যের মাদক ।

yaba tablet
উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেট

ইয়াবার উৎপত্তিস্থল থাইল্যান্ড । বাংলাদেশের বহু যুবকের এই ট্যাবলেটের নেশা রয়েছে । থাইল্যান্ড থেকে কলকাতাতেও আসছে এই মাদক । ব্যবহার হচ্ছে পার্টি ড্রাগ হিসেবে । পুলিশ জানাচ্ছে, এই ট্যাবলেট মূলত তৈরি করা হয় মেথঅ্যাম্ফিটামিন এবং ক্যাফেইনের মিশ্রণে । ইদানিং নাকি এর সঙ্গে মেশানো হচ্ছে হেরোইনও । মূলত এটি ট্যাবলেট হিসেবে ব্যবহার করা হয় । কখনও আবার এটি ব্রাউন সুগার কিংবা হেরোইনের সঙ্গেও নিচ্ছে মাদকাসক্তরা । থাইল্যান্ডের পাশাপাশি ইয়াবা ব্যাপক পরিমাণে ব্যবহার হচ্ছে মায়ানমারেও । সাম্প্রতিক কয়েকটি ঘটনা থেকে জানা যাচ্ছে, মায়ানমার থেকে উত্তর-পূর্বের রাজ্যগুলি দিয়ে কলকাতায় আসছে পার্টি ড্রাগ । কখনও তা ব্যবহার করা হচ্ছে এই শহরে । কখনও আবার চলে যাচ্ছে বাংলাদেশে । এই চক্রটি কী উদ্দেশ্যে ইয়াবা কলকাতা নিয়ে এসেছিল তা খতিয়ে দেখছে স্পেশাল টাস্ক ফোর্স ।

Intro:কলকাতা, ১৪ নভেম্বর: আগে গ্রেপ্তার করা হয়েছিল উত্তর 24 পরগনার এক মাদকচক্রীকে। খোঁজ চলছিল পুরো চক্রের। অবশেষে এলো সাফল্য। STF এর গোয়েন্দারা জানতে পারেন চক্রের জল মনিপুর পর্যন্ত বিস্তৃত। উত্তর 24 পরগনার ওই মাদক কারবারি ইয়াবা পেয়েছিল মনিপুরী মাদক কারবারি থেকেই। গতকাল বিকেলে তারাতলা ট্রান্সপোর্ট ওর সামনে থেকে গ্রেপ্তার করা হলো মাদকচক্রের ওই অন্যতম পাণ্ডাকে। তার কাছে উদ্ধার হয়েছে ৫৮ হাজার ইয়াবা ট্যাবলেট।Body:গত 7 নভেম্বর সকাল দশটা নাগাদ তল্লাশি চালানো হয় একটি গাড়িতে। নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে মাদুরদহ-চৌবাগা রোডে থামানো হয় গাড়িটি। সেই সময় গাড়িতে ছিল উত্তর 24 পরগনার তিন মাদক পাচারকারী। তাদের নাম মেহের আলি, সিরাজুল শেখ এবং ইন্দ্রজিত দাস। ইন্দ্রজিৎ গাড়ি চালাচ্ছিল। পুলিশ সূত্রে খবর, এই চক্রটির মাথা মেহের আলি। প্রথমে তাদের আটক করে পুলিশ। তারপর তল্লাশি চালানো হয় গাড়িটিতে। আর তাতেই মেলে ৫০ টি প্যাকেট। এই প্যাকেটেই ছিল ইয়াবা।

পুলিশ খোঁজ চালাচ্ছিল এই মাদকচক্রের পান্ডার। করা হচ্ছিল মেহেরকে। সেই সূত্রেই কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্স খোঁজ পায় নং ইয়েমাম রিয়াজউদ্দিনের। তার বাড়ি মণিপুরের ইম্ফলের ওয়াংওই থানা এলাকায়। গতকাল বিকালে বিশেষ সূত্রে খবর পেয়ে তারাতলা ট্রান্সপোর্ট ডিপোর সামনে থেকে গ্রেপ্তার করা হয় তাকে। তার কাছে উদ্ধার হয় ৬০ লাখ টাকা মূল্যের মাদক।Conclusion:ইয়াবার উৎপত্তিস্থল থাইল্যান্ড। বাংলাদেশের বহু যুবক এই ট্যাবলেট এর নেশায় পড়ে প্রায় সর্বস্বান্ত। সে দিক থেকে কলকাতাতেও আসছে এই মাদক। ব্যবহার হচ্ছে পার্টি ড্রাগ হিসেবে। পুলিশ জানাচ্ছে, এই ট্যাবলেট মূলত তৈরি করা হয় মেথঅ্যাম্ফিটামিন এবং ক্যাফেইনের মিশ্রনে। ইদানিং নাকি আবার এর সঙ্গে মেশানো হচ্ছে হেরোইন। মূলত এটি ট্যাবলেট হিসেবে ব্যবহার করা হয়। কখনো আবার এটি ব্রাউন সুগার কিংবা হেরোইনের ইনহেল করা হয়। থাইল্যান্ডের পাশাপাশি ইয়াবা ব্যাপক পরিমাণে ব্যবহার হচ্ছে মায়ানমারে। সাম্প্রতিক কয়েকটি ঘটনা বলছে মায়ানমার থেকে উত্তর-পূর্বের রাজ্যগুলি দিয়ে কলকাতায় আসছে পার্টি ড্রাগ। কখনো তা ব্যবহার করা হচ্ছে এই শহরেই। কখনো আবার কাজ চলে যাচ্ছে পড়শি দেশ বাংলাদেশে। এই চক্রটি কি উদ্দেশ্যে ওই ইয়াবা কলকাতা এনেছিল খতিয়ে দেখছে স্পেশাল টাস্কফোর্স।


ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.