ETV Bharat / state

বুকে ব্যথা নিয়ে এসএসকেএমে মানিক, সুপারের ঘরে কেন! প্রশ্ন শুনে চটলেন প্রাক্তন পর্ষদ সভাপতি - নিয়োগ দুর্নীতি কাণ্ড

Manik Bhattacharya at SSKM to Treatment for Chest Pain: বুকে ব্যথার চিকিৎসা করাতে এসে এসএসকেএম হাসপাতালের সুপারের ঘরে ঢুকে গেলেন মানিক ভট্টাচার্য ৷ সেই নিয়ে প্রশ্ন করতে পালটা সাংবাদিকদের উপর ক্ষিপ্ত হয়ে গেলেন তিনি ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 13, 2023, 3:45 PM IST

কলকাতা, 13 ডিসেম্বর: বুকে ব্যথা, তাই এসএসকেএম হাসপাতালে এসেছিলেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতার হওয়া প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য ৷ কিন্তু, হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নে মেজাজ হারালেন তিনি ৷ সাংবাদিকরা সেখানে কী করছেন ? তাঁদের তৈরি করা চাপে তিনি আবারও অসুস্থ হয়ে যেতে পারেন ৷ এমনই মন্তব্য করলেন বর্তমানে বিচারবিভাগীয় হেফাজতে থাকা মানিক ৷

উল্লেখ্য, এ দিন বুকে ব্যথার জন্য হাসপাতালে ডাক্তার দেখাতে এসে সুপারের ঘরে যান মানিকবাবু ৷ একজন বিচারাধীন বন্দি হয়ে তিনি সুপারের ঘরে কেন গেলেন ? কী দরকার ছিল তাঁর ? এই প্রশ্নে শুনেই ক্ষিপ্ত হয়ে ওঠেন মানিক ৷ পালটা সাংবাদিকদের বিরুদ্ধে তাঁর উপর চাপ তৈরির অভিযোগ করলেন তিনি ৷ আর এর জন্য তাঁকে ফের চিকিৎসকের কাছে যেতে হতে পারে বলে মন্তব্য করেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি ৷

জানা গিয়েছে, আবহাওয়া পরিবর্তনের ফলে আচমকাই বুকে ব্যথা অনুভব করেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতার হওয়া মানিক ভট্টাচার্য ৷ তাই বুধবার তিনি এসএসকেএম হাসপাতালে আসেন ৷ সেখানে কার্ডিয়োলজি বিভাগের চিকিৎসকদের পরামর্শ নেন ৷ কিন্তু, হঠাৎই এসএসকেএম হাসপাতালের সুপারের ঘরে চলে যান তিনি ৷ কেন তিনি হাসপাতালে এসেছিলেন ? সেই প্রশ্নে মানিক জবাব দেন, কেন হাসপাতালে এসেছি; তা বলতে আপনাদের বাধ্য নই ৷ আমার বুকে ব্যথা হচ্ছিল ৷ তাই জন্য ডাক্তার দেখাতে হাসপাতালে এসেছি ৷ আমি হাসপাতালে আসতেই পারি ৷ আর আপনারা এভাবে আমাকে যদি জিজ্ঞাসা করেন ও আটকান তাহলে আমি আরও অসুস্থ হয়ে যাব ৷ আবার আমাকে ডাক্তার দেখাতে হবে ৷ তারপর এখান থেকে বাড়ি যেতে হবে ৷ বাড়ি মানে আজকাল যেখানে থাকি, অর্থাৎ জেল ৷’’

মানিক ভট্টাচার্যকে কার্ডিয়োলজি বিভাগ থেকে এসএসকেএম হাসপাতালের প্রশাসনিক ভবনে যেতে দেখা যায় ৷ সেখানে সাংবাদিকরা তাঁকে জিজ্ঞাসা করে, তিনি একটি মামলায় ইতিমধ্যেই অভিযুক্ত ৷ ফলে কীভাবে এসএসকেএম হাসপাতালের প্রশাসনিক বিভাগে যেতে পারলেন ? উত্তরে মানিক বলেন, ‘‘আমি কোথায়, কীভাবে যাব ? তার উত্তর আপনাকে দেব না ৷’’ এরপরেই পুলিশ দ্রুত তাঁকে গাড়িতে তুলে সংশোধনাগারের উদ্দেশ্যে রওনা দেয় ৷

আরও পড়ুন:

  1. এসএসকেএম হাসপাতালের আইসিসিইউ থেকে কার্ডিওলজির কেবিনে 'কালীঘাটের কাকু'
  2. কেমন আছেন কালীঘাটের কাকু? এসএসকেএমে বসল মেডিক্যাল বোর্ডের বৈঠক
  3. 'কালীঘাটের কাকু'কে বাগে আনতে হেড কোয়ার্টারের সঙ্গে বৈঠক ইডির

কলকাতা, 13 ডিসেম্বর: বুকে ব্যথা, তাই এসএসকেএম হাসপাতালে এসেছিলেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতার হওয়া প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য ৷ কিন্তু, হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নে মেজাজ হারালেন তিনি ৷ সাংবাদিকরা সেখানে কী করছেন ? তাঁদের তৈরি করা চাপে তিনি আবারও অসুস্থ হয়ে যেতে পারেন ৷ এমনই মন্তব্য করলেন বর্তমানে বিচারবিভাগীয় হেফাজতে থাকা মানিক ৷

উল্লেখ্য, এ দিন বুকে ব্যথার জন্য হাসপাতালে ডাক্তার দেখাতে এসে সুপারের ঘরে যান মানিকবাবু ৷ একজন বিচারাধীন বন্দি হয়ে তিনি সুপারের ঘরে কেন গেলেন ? কী দরকার ছিল তাঁর ? এই প্রশ্নে শুনেই ক্ষিপ্ত হয়ে ওঠেন মানিক ৷ পালটা সাংবাদিকদের বিরুদ্ধে তাঁর উপর চাপ তৈরির অভিযোগ করলেন তিনি ৷ আর এর জন্য তাঁকে ফের চিকিৎসকের কাছে যেতে হতে পারে বলে মন্তব্য করেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি ৷

জানা গিয়েছে, আবহাওয়া পরিবর্তনের ফলে আচমকাই বুকে ব্যথা অনুভব করেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতার হওয়া মানিক ভট্টাচার্য ৷ তাই বুধবার তিনি এসএসকেএম হাসপাতালে আসেন ৷ সেখানে কার্ডিয়োলজি বিভাগের চিকিৎসকদের পরামর্শ নেন ৷ কিন্তু, হঠাৎই এসএসকেএম হাসপাতালের সুপারের ঘরে চলে যান তিনি ৷ কেন তিনি হাসপাতালে এসেছিলেন ? সেই প্রশ্নে মানিক জবাব দেন, কেন হাসপাতালে এসেছি; তা বলতে আপনাদের বাধ্য নই ৷ আমার বুকে ব্যথা হচ্ছিল ৷ তাই জন্য ডাক্তার দেখাতে হাসপাতালে এসেছি ৷ আমি হাসপাতালে আসতেই পারি ৷ আর আপনারা এভাবে আমাকে যদি জিজ্ঞাসা করেন ও আটকান তাহলে আমি আরও অসুস্থ হয়ে যাব ৷ আবার আমাকে ডাক্তার দেখাতে হবে ৷ তারপর এখান থেকে বাড়ি যেতে হবে ৷ বাড়ি মানে আজকাল যেখানে থাকি, অর্থাৎ জেল ৷’’

মানিক ভট্টাচার্যকে কার্ডিয়োলজি বিভাগ থেকে এসএসকেএম হাসপাতালের প্রশাসনিক ভবনে যেতে দেখা যায় ৷ সেখানে সাংবাদিকরা তাঁকে জিজ্ঞাসা করে, তিনি একটি মামলায় ইতিমধ্যেই অভিযুক্ত ৷ ফলে কীভাবে এসএসকেএম হাসপাতালের প্রশাসনিক বিভাগে যেতে পারলেন ? উত্তরে মানিক বলেন, ‘‘আমি কোথায়, কীভাবে যাব ? তার উত্তর আপনাকে দেব না ৷’’ এরপরেই পুলিশ দ্রুত তাঁকে গাড়িতে তুলে সংশোধনাগারের উদ্দেশ্যে রওনা দেয় ৷

আরও পড়ুন:

  1. এসএসকেএম হাসপাতালের আইসিসিইউ থেকে কার্ডিওলজির কেবিনে 'কালীঘাটের কাকু'
  2. কেমন আছেন কালীঘাটের কাকু? এসএসকেএমে বসল মেডিক্যাল বোর্ডের বৈঠক
  3. 'কালীঘাটের কাকু'কে বাগে আনতে হেড কোয়ার্টারের সঙ্গে বৈঠক ইডির
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.