কলকাতা, 19 এপ্রিল : বিধানসভা নির্বাচনের সময় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা চিটফান্ড এবং রোজভ্যালি কাণ্ডে কোমর বেঁধে তদন্তে নেমেছে । ইডি সূত্রে খবর, আইকোর নামে একটি চিটফান্ডের একাধিক অনুষ্ঠানে দেখা গিয়েছিল মানস ভুঁইয়াকে । একাধিকবার ওই চিটফান্ডের মালিকের সঙ্গে তাঁর ছবিও প্রকাশ্যে আসে । এই বিষয়ে তদন্ত করার জন্য আজ মানস ভুঁইয়াকে তলব করেছিল ইডি ৷ সেই হিসাবে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে হাজিরা দেওয়ার কথা ছিল তাঁর ৷ কিন্তু, নির্বাচনের কাজের জন্য হাজিরা দিতে পারবেন না বলে নির্বাচন কমিশনকে জানিয়ে দিয়েছেন মানস ভুঁইয়া ৷ এদিকে, রোজভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডুর মাকে তলব করেছে ইডি ৷
আইকোর মামলায় নাম জড়িয়েছে তৃণমূল নেতা মানস ভুঁইয়ার ৷ একাধিক সময় আইকোর মালিকের সঙ্গে দেখা যায় তাঁকে ৷ সেক্ষেত্রে কীভাবে এই চিটফান্ড মালিকের সঙ্গে তাঁর যোগাযোগ হল এবং আইকোরের মতো একটি চিটফান্ডের তরফ থেকে তিনি কোনওভাবে আর্থিকভাবে লাভবান হয়েছিলেন কি না সেই বিষয়ে বিস্তর জানার জন্য এদিন সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে ডেকে পাঠিয়েছিল মানস ভুঁইয়াকে । কিন্তু, নির্বাচনের কাজে ব্যস্ত থাকার জন্য তিনি ইডি দফতরে হাজিরা দিতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন বলে খবর ৷ কিন্তু, তিনি সঠিক কবে হাজিরা দেবেন সেই বিষয়েও সুনিশ্চিতভাবে কিছু বলতে পারছেন না ইডির গোয়েন্দারা । যদিও রাজ্যের শিক্ষামন্ত্রীকেও আইকোর মামলায় একাধিকবার ডেকে পাঠিয়েছিল ইডি । কিন্তু, তিনিও হাজিরা এড়িয়ে গিয়েছেন বলে ইডি সূত্রের খবর ।
আরও পড়ুন, জনগণকে রক্ষায় সবরকম ব্যবস্থা নিচ্ছে রাজ্য, করোনা পরিস্থিতিতে টুইট মমতার
এদিকে, রোজভ্যালি কাণ্ডে কর্ণধার গৌতম কুণ্ডুর মাকে তলব করল ইডি । জানা গিয়েছে, আগামীকাল তাঁকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । যদিও, এই বিষয়ে রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুর মা বিভা কুণ্ডুর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি ।