কলকাতা, 5 জুন: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সোমবার রাজ্য পরিবেশ দফতর আয়োজিত অনুষ্ঠানের হোডিং-ব্যানারে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও ছবি ছিল না । কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি হোডিং-ব্যানারে লাগানো হল না, সে বিষয়ে অনুষ্ঠানের ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের পরিবেশ মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়া । তাও অনুষ্ঠানের মঞ্চ থেকেই ৷
একই সঙ্গে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারের সাত নম্বর হলরুমের সভায় সকলের উপস্থিতিতে মঞ্চে দাঁড়িয়ে দফতরের সচিব রোশনি সেনকে জবাবদিহি করতে বললেন মন্ত্রী । এই বিষয়ে যথেষ্ট ও সঠিক কারণ দেখিয়ে রিপোর্ট দিতে নির্দেশও দিয়েছেন মন্ত্রী ৷
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে নানা জায়গায় নানা কর্মসূচি চলছে । বৃক্ষরোপণ, প্লাস্টিক বর্জনের বার্তা থেকে শুরু করে সর্বোপরি ভারসাম্য বজায় রাখতে যা যা প্রয়োজন, সেই ব্যবস্থা গ্রহণ ও সচেতনতা চলছে । এই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গ পরিবেশ দফতর সোমবার বিশ্ববাংলা কনভেনশন সেন্টার কর্মসূচির আয়োজন করে । স্কুল-কলেজের পড়ুয়া থেকে সমাজের বিশিষ্ট অংশের মানুষেরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন ।
স্বাভাবিকভাবেই সাজানো-গোছানো পরিবেশের মধ্যে তুলসি গাছে জল ঢেলে মন্ত্রী ও দফতরের আধিকারিকরা অনুষ্ঠানের সূচনা করেন । অধিকারিকদের বক্তব্য পেশের পর মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়া বক্তব্য রাখতে শুরু করার কিছুক্ষণের মধ্যে ছন্দপতন ঘটে অনুষ্ঠানের । কারণ, বক্তব্যর শুরুতে বেশ কিছু কথা বলার পর দূষণ নিয়ন্ত্রণে ও রাজ্যের সার্বিক দূষণ প্রতিরোধে সরকার কী কী ব্যবস্থা গ্রহণ করছে, করেছে সেই বিষয়ে বলতে শুরু করেন মন্ত্রী ।
তখন মঞ্চে উপস্থিত রয়েছেন পরিবেশ দফতরের প্রধান সচিব আইএএস রোশনি সেন, পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান ড. কল্যাণ রুদ্র, সদস্য সচিব আইপিএস ড. রাজেশ কুমার, বায়োডাইভারসিটি বোর্ডের চেয়ারম্যান হিমাদ্রিশেখর দেবনাথ প্রমুখ । হল রুমের দর্শকের আসনে ছিলেন বিভিন্ন স্কুল-কলেজের পড়ুয়া, সংবাদ মাধ্যমের প্রতিনিধি-সহ বিভিন্ন শিল্প সংস্থার প্রতিনিধিরা ।
তাঁদের উপস্থিতিতেই মন্ত্রী বলেন, "রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিবেশ নিয়ে যথেষ্ট সচেতন । তাঁর নির্দেশে ও ইচ্ছে ও সহযোগিতায় রাজ্যের পরিবেশ দফতর, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, জীব বৈচিত্র পর্ষদ-সহ একাধিক দফতর নানারকম কাজ করছে । কিন্তু পরিবেশকর্মী মুখ্যমন্ত্রীর ছবি কোথাও দেখতে পেলাম না । বিষয়টা দুঃখজনক । কেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রাখা হল না দফতরের আধিকারিকদের কাছে জানতে চাই ।’’
এর পরই রোশনি সেনকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, ‘‘দফতরের প্রধান সচিব ম্যাডাম রোশনি সেন এই বিষয়ে আপনি আমার কাছে রিপোর্ট পেশ করবেন । যার আশীর্বাদে যার বদান্যতায় আমরা এখানে কাজ করছি তাঁর মেসেজ, তাঁর ছবি থাকা উচিত ছিল । এটা নেই । আমি বিস্মিত । প্লিজ সাবমিট এ রিপোর্ট ।"
এখানেই শেষ নয়। মন্ত্রী আরও বলেন, "বাড়ির কর্তা কে ? মমতা বন্দ্যোপাধ্যায় । যে দফতর হোক, যে শাখা হোক, তার অধীনেই আমরা কাজ করি । তিনি আমাকে বলেছেন ডক্টর ভুঁইয়া নিষ্ঠার সঙ্গে কাজ করবেন । সততার সঙ্গে কাজ করবেন । ফলে তাঁকে এড়িয়ে যাওয়ার সম্ভব নয় ।"
আরও পড়ুন: প্রায় আড়াই হাজার প্লাসটিক বোতলে বিরল কচ্ছপের বালুশিল্প, সচেতনতার বার্তা সুদর্শনের