ETV Bharat / state

Man Dies by Suicide: মা উড়ালপুল থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী ব্যক্তি - Man Dies by Suicide

মা উড়ালপুল থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী এক ব্যক্তি ৷ মৃতের পরিচয় জানা যায়নি ৷ ঘটনার তদন্ত শুরু পুলিশের (Man Dies by Suicide) ৷

Man Died by Suicide
মা উড়ালপুল থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী ব্যাক্তি
author img

By

Published : May 4, 2022, 10:03 PM IST

Updated : May 4, 2022, 10:09 PM IST

কলকাতা, 4 মে : উড়ালপুল থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী এক ব্যক্তি ৷ মৃতের পরিচয় এখনও জানা যায়নি ৷ বুধবার রাত ন’টা নাগাদ হঠাৎই মা উড়ালপুল থেকে ঝাঁপ দেন ওই ব্যক্তি ৷ দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলও রক্ষা হয়নি ৷ চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন (Man Dies by Suicide from Maa flyover) ৷

পুলিশ সূত্রে খবর, এদিন রাত ন’টা নাগাদ হঠাৎই ধাপার সামনে চায়ের দোকানের লোকেরা দেখতে পান মা উড়ালপুলের উপর থেকে এক ব্যক্তিকে আচমকাই নিচে পড়ে যেতে। তাঁরাই পুলিশে খবর দেন ৷ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন প্রগতি ময়দান ও তিলজলা ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা ৷ তাঁরাই ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেল চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন ৷

ওই ব্যক্তি মা উড়ালপুলের উপর কী করছিলেন ? তিনি ঝাঁপ দিয়েছেন না পড়ে গিয়েছেন তা জানতে উড়ালপুল এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ ৷

আরও পড়ুন : Santaldih College Student Death : সাঁওতালডিতে কলেজ ছাত্রীর আত্মহত্যা, তদন্তে পুলিশ

কলকাতা, 4 মে : উড়ালপুল থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী এক ব্যক্তি ৷ মৃতের পরিচয় এখনও জানা যায়নি ৷ বুধবার রাত ন’টা নাগাদ হঠাৎই মা উড়ালপুল থেকে ঝাঁপ দেন ওই ব্যক্তি ৷ দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলও রক্ষা হয়নি ৷ চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন (Man Dies by Suicide from Maa flyover) ৷

পুলিশ সূত্রে খবর, এদিন রাত ন’টা নাগাদ হঠাৎই ধাপার সামনে চায়ের দোকানের লোকেরা দেখতে পান মা উড়ালপুলের উপর থেকে এক ব্যক্তিকে আচমকাই নিচে পড়ে যেতে। তাঁরাই পুলিশে খবর দেন ৷ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন প্রগতি ময়দান ও তিলজলা ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা ৷ তাঁরাই ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেল চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন ৷

ওই ব্যক্তি মা উড়ালপুলের উপর কী করছিলেন ? তিনি ঝাঁপ দিয়েছেন না পড়ে গিয়েছেন তা জানতে উড়ালপুল এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ ৷

আরও পড়ুন : Santaldih College Student Death : সাঁওতালডিতে কলেজ ছাত্রীর আত্মহত্যা, তদন্তে পুলিশ

Last Updated : May 4, 2022, 10:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.