কলকাতা, 21 জুন : ফেসবুকে ছবি পোস্ট করে অবৈধ নির্মাণের প্রতিবাদ করায় এক যুবককে মারধরের অভিযোগ উঠল । কাঠগড়ায় তৃণমূল । গতকাল রাতে ঘটনাটি ঘটেছে, কসবা থানার রাজডাঙায় । জখম যুবকের নাম প্রীতম সর্দার । পেশায় তিনি কলমিস্ত্রি । ঘটনার পর থেকেই আতঙ্কে তাঁর পরিবার ৷
প্রীতমের অভিযোগ, তাঁর বাড়ির সামনে একটি অবৈধ নির্মাণ চলছে । এরই প্রতিবাদ করেছিলেন তিনি। ছবি সহ বিষয়টি তিনি ফেসবুক তুলে ধরেন । প্রীতম জানান, কেন তিনি ফেসবুকে ছবি পোস্ট করেছেন এই 'অপরাধে' গতকাল রাতে একদল দুষ্কৃতী তাঁকে মারধর করে। তাঁর নাক ফাটিয়ে দেয় । স্ত্রী, সন্তানের সামনেই তাঁকে মারধর করা হয়।
তাঁর অভিযোগ, দুষ্কৃতীরা প্রত্যেকেই স্থানীয় তৃণমূল কর্মী । পাশাপাশি তাঁর অভিযোগ, কলকাতা পৌরনিগমের 107 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বরূপ ঘোষের মদতেই তাঁকে মারধর করা হয়েছে। কসবা থানাতে অভিযোগ জানিয়েছেন তিনি ।
এদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ১০৭ নম্ববর ওয়ার্ডের কাউন্সিলর স্বরূপ ঘোষ ৷ তাঁর ছবি দিয়ে ফেসবুকে মন্তব্য করায় তিনিও প্রীতমের বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের করেছেন ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷