ETV Bharat / state

শিয়ালদায় জালনোট সহ গ্রেপ্তার দক্ষিণ ভারতীয় পাণ্ডা

জালনোট সহ রাজু ভি নামে এক গ্রেপ্তার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স । ধৃতের কাছ থেকে 2 লাখ 80 হাজার টাকার জালনোট উদ্ধার হয়েছে । গোয়েন্দাদের ধারণা, কলকাতা থেকে জালনোট নিয়ে দক্ষিণ ভারতে তা পাচার করে এই চক্র ।

ফাইল ফোটো
author img

By

Published : Sep 18, 2019, 2:34 PM IST

কলকাতা, 18 সেপ্টেম্বর : জালনোট সহ ব্যক্তিকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স । ধৃত দক্ষিণ ভারতের জালনোট চক্রের পাণ্ডা বলে দাবি কলকাতা পুলিশের । গোয়েন্দাদের ধারণা, কলকাতা থেকে জালনোট নিয়ে দক্ষিণ ভারতে তা পাচার করে এই চক্র । ধৃতের কাছ থেকে 2 লাখ 80 হাজার টাকার জালনোট উদ্ধার হয়েছে ।

গোপন সূত্রে খবর পেয়ে গতরাত আটটা নাগাদ শিয়ালদা স্টেশন লাগোয়া বেলেঘাটা রোড থেকে দক্ষিণ ভারতীয় জালনোট চক্রের ওই পাণ্ডাকে প্রথমে আটক করে পুলিশ । নাম রাজু ভি । তামিলনাড়ুর কাঞ্চিপুরমের বাসিন্দা । জিজ্ঞাসাবাদের পর রাত দশটা নাগাদ গ্রেপ্তার করা হয় রাজুকে ৷ উদ্ধার হয়েছে 2 হাজার টাকার 140টি নোট । পুলিশের ধারণা, মালদা থেকে জাল নোট আনা হয়েছিল কলকাতায় । সেটি শিয়ালদা স্টেশন চত্বরেই হাতবদল হয় । তারপরেই ধরা পড়ে যায় ওই ব্যক্তি । তবে জালনোট ওই ব্যক্তির হাতে তুলে দিয়ে গা ঢাকা দিয়েছে পাচারচক্রের ক্যারিয়ার ।

image
উদ্ধার হয়েছে 2 হাজার টাকার 140টি নোট

সাধারণভাবে মালদা থেকে জালনোট আনা হয় কলকাতায় । তারপর তা ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন প্রান্তে । এটাই জালনোট চক্রের মোডাস অপারেন্ডি । অতীতে এমন ঘটনাই দেখা গেছে । গত মে মাস পর্যন্ত ভিন রাজ্যের জালনোট চক্র বলতে কলকাতায় ধরা পড়েছিল মূলত বিহার, উত্তরপ্রদেশের বাসিন্দারা । 13 মে তার সঙ্গে যুক্ত হয় দক্ষিণ ভারতের তামিলনাড়ুর নাম । সেদিন বিকেলে কলকাতার শহীদ মিনার চত্বর থেকে গ্রেপ্তার করা হয় ওই রাজ্যের দুই বাসিন্দাকে । তাদের কাছ থেকে উদ্ধার হয় দু'লাখ টাকার জাল নোট ।

কলকাতা, 18 সেপ্টেম্বর : জালনোট সহ ব্যক্তিকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স । ধৃত দক্ষিণ ভারতের জালনোট চক্রের পাণ্ডা বলে দাবি কলকাতা পুলিশের । গোয়েন্দাদের ধারণা, কলকাতা থেকে জালনোট নিয়ে দক্ষিণ ভারতে তা পাচার করে এই চক্র । ধৃতের কাছ থেকে 2 লাখ 80 হাজার টাকার জালনোট উদ্ধার হয়েছে ।

গোপন সূত্রে খবর পেয়ে গতরাত আটটা নাগাদ শিয়ালদা স্টেশন লাগোয়া বেলেঘাটা রোড থেকে দক্ষিণ ভারতীয় জালনোট চক্রের ওই পাণ্ডাকে প্রথমে আটক করে পুলিশ । নাম রাজু ভি । তামিলনাড়ুর কাঞ্চিপুরমের বাসিন্দা । জিজ্ঞাসাবাদের পর রাত দশটা নাগাদ গ্রেপ্তার করা হয় রাজুকে ৷ উদ্ধার হয়েছে 2 হাজার টাকার 140টি নোট । পুলিশের ধারণা, মালদা থেকে জাল নোট আনা হয়েছিল কলকাতায় । সেটি শিয়ালদা স্টেশন চত্বরেই হাতবদল হয় । তারপরেই ধরা পড়ে যায় ওই ব্যক্তি । তবে জালনোট ওই ব্যক্তির হাতে তুলে দিয়ে গা ঢাকা দিয়েছে পাচারচক্রের ক্যারিয়ার ।

image
উদ্ধার হয়েছে 2 হাজার টাকার 140টি নোট

সাধারণভাবে মালদা থেকে জালনোট আনা হয় কলকাতায় । তারপর তা ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন প্রান্তে । এটাই জালনোট চক্রের মোডাস অপারেন্ডি । অতীতে এমন ঘটনাই দেখা গেছে । গত মে মাস পর্যন্ত ভিন রাজ্যের জালনোট চক্র বলতে কলকাতায় ধরা পড়েছিল মূলত বিহার, উত্তরপ্রদেশের বাসিন্দারা । 13 মে তার সঙ্গে যুক্ত হয় দক্ষিণ ভারতের তামিলনাড়ুর নাম । সেদিন বিকেলে কলকাতার শহীদ মিনার চত্বর থেকে গ্রেপ্তার করা হয় ওই রাজ্যের দুই বাসিন্দাকে । তাদের কাছ থেকে উদ্ধার হয় দু'লাখ টাকার জাল নোট ।

Intro:কলকাতা, 18 সেপ্টেম্বর: ফের জালনোটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। ওই ব্যক্তি দক্ষিণ ভারতীয় জাল নোট চক্রের অন্যতম পাণ্ডা বলে দাবি কলকাতা পুলিশের। গোয়েন্দাদের ধারণা, কলকাতা থেকে জাল নোট নিয়ে দক্ষিণ ভারতে ছড়িয়ে দেয় চক্রটি। ধৃতের কাছে উদ্ধার হয়েছে ২ লাখ 80 হাজার টাকার জাল নোট।
Body:পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে গত কাল রাত আটটা নাগাদ শিয়ালদা স্টেশন লাগোয়া বেলেঘাটা রোড থেকে দক্ষিণ ভারতীয় জাল নোট চক্রের ওই পান্ডাকে প্রথমে আটক করা হয়। তার নাম রাজু ভি। ওই ব্যক্তি তামিলনাড়ুর কাঞ্চিপুরমের বাসিন্দা। তার কাছে উদ্ধার হয় ২ হাজার টাকার ১৪০ টি নোট। রাত দশটার পরে গ্রেপ্তার করা হয় ওই ব্যক্তিকে। পুলিশের ধারণা, মালদা থেকে জাল নোট আনা হয়েছিল কলকাতায়। সেটি শিয়ালদা স্টেশন চত্বরেই হাতবদল হয়। তারপরেই ধরা পড়ে যায় ওই ব্যক্তি। কার কাছ থেকে তিনি পেয়েছেন তা এখনও জানা যায়নি। তবে জালনোট ওই ব্যক্তির হাতে তুলে দিয়ে গা ঢাকা দিয়েছে এই পাচার চক্রের ওই ক্যারিয়ার। Conclusion:সাধারণভাবে মালদা থেকে জাল নোট আনা হয় কলকাতায়। তারপর তা ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন প্রান্তে। এটাই জালনোট চক্রের মোডাস অপারেন্ডি। অতীতে এমন ঘটনাযই দেখা গেছে। গত মে মাস পর্যন্ত ভিন রাজ্যের জালনোট চক্র বলতে কলকাতায় ধরা পড়েছিল মূলত বিহার, উত্তরপ্রদেশের বাসিন্দারা। গত ১৩ মে তার সঙ্গে যুক্ত হল দক্ষিণ ভারতের তামিলনাড়ুর নাম। ওই দিন বিকেলের কলকাতার শহীদ মিনার চত্ত্বর থেকে গ্রেপ্তার করা হয় ওই রাজ্যের দুই বাসিন্দাকে। তাদের কাছে উদ্ধার হয় দু লাখ টাকার জাল নোট।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.