ETV Bharat / state

পাহাড়ের মানুষকে বিপদে ফেলতে চাইছেন মমতা : সুজন - kolkata cpim

মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় চিরকালই রাজনীতি করে এসেছেন পাহাড় নিয়ে ৷ পাহাড়ের মানুষেরা সরল এবং পরিশ্রমী । সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকে কতটা তাঁদের স্বায়ত্তশাসন দেওয়া যায় সেটাই দেখতে হবে ।"

sujan-chakraborty
সুজন চক্রবর্তী
author img

By

Published : Nov 3, 2020, 9:58 PM IST

কলকাতা, 3 নভেম্বর : পাহাড় ইশুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীর ৷ এবিষয়ে তিনি বলেন, "পাহাড়ের মানুষকে বিপদে ফেলার দিকে চলছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।"

উল্লেখ্য, এদিন নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসেন বিনয় তামাং ও অনিত থাপা ৷ বৈঠক ইতিবাচক হয়েছে বলে বলেন বিনয় তামাং ৷ বৈঠকের পরই সুজন চক্রবর্তী বলেন, " গত কয়েকবছর ধরে এমনই চলছে । একের পর এক কাউন্সিল বানিয়েছেন । ওদিকে আবার GTA । তখন গুরুং । এখন বিনয় । এখন আবার বিনয় নয় । মমতা ব্যানার্জির দুর্ভাগ্য হচ্ছে ছত্রধর মাহাতো কিংবা UAPA-তে অভিযুক্ত বিমল গুরুংয়ের মতো লোকেরাই ভরসা মুখ্যমন্ত্রীর । ওনার হাল এমন তলানিতে এসে যাচ্ছে যে বিমল গুরুংয়ের ভরসায় ওনাকে রাজনীতি করতে হচ্ছে ৷"

সুজন চক্রবর্তীর বক্তব্য শুনুন ভিডিয়োতে

এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি আরও বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় চিরকালই রাজনীতি করে এসেছেন পাহাড় নিয়ে ৷ পাহাড়ের মানুষেরা সরল এবং পরিশ্রমী । সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকে কতটা তাঁদের স্বায়ত্তশাসন দেওয়া যায় সেটাই দেখতে হবে । এটাই হওয়া উচিত । কিন্তু এখন থেকে সরে এসে যে পাহাড় এবং সেখানকার মানুষকে বিপদে ফেলা হচ্ছে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্ভাগ্য বা দুর্বুদ্ধি ৷"

অপরদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্য সফর নিয়েও কটাক্ষ করেন তিনি ৷ এবিষয়ে তিনি বলেন, "নরেন্দ্র মোদি, অমিত শাহ, পিসিমনি এবং ভাইপো এরা সবাই মিলে রাজ্যটার বারোটা বাজানোর তালে আছেনা ৷"

কলকাতা, 3 নভেম্বর : পাহাড় ইশুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীর ৷ এবিষয়ে তিনি বলেন, "পাহাড়ের মানুষকে বিপদে ফেলার দিকে চলছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।"

উল্লেখ্য, এদিন নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসেন বিনয় তামাং ও অনিত থাপা ৷ বৈঠক ইতিবাচক হয়েছে বলে বলেন বিনয় তামাং ৷ বৈঠকের পরই সুজন চক্রবর্তী বলেন, " গত কয়েকবছর ধরে এমনই চলছে । একের পর এক কাউন্সিল বানিয়েছেন । ওদিকে আবার GTA । তখন গুরুং । এখন বিনয় । এখন আবার বিনয় নয় । মমতা ব্যানার্জির দুর্ভাগ্য হচ্ছে ছত্রধর মাহাতো কিংবা UAPA-তে অভিযুক্ত বিমল গুরুংয়ের মতো লোকেরাই ভরসা মুখ্যমন্ত্রীর । ওনার হাল এমন তলানিতে এসে যাচ্ছে যে বিমল গুরুংয়ের ভরসায় ওনাকে রাজনীতি করতে হচ্ছে ৷"

সুজন চক্রবর্তীর বক্তব্য শুনুন ভিডিয়োতে

এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তিনি আরও বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় চিরকালই রাজনীতি করে এসেছেন পাহাড় নিয়ে ৷ পাহাড়ের মানুষেরা সরল এবং পরিশ্রমী । সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকে কতটা তাঁদের স্বায়ত্তশাসন দেওয়া যায় সেটাই দেখতে হবে । এটাই হওয়া উচিত । কিন্তু এখন থেকে সরে এসে যে পাহাড় এবং সেখানকার মানুষকে বিপদে ফেলা হচ্ছে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্ভাগ্য বা দুর্বুদ্ধি ৷"

অপরদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্য সফর নিয়েও কটাক্ষ করেন তিনি ৷ এবিষয়ে তিনি বলেন, "নরেন্দ্র মোদি, অমিত শাহ, পিসিমনি এবং ভাইপো এরা সবাই মিলে রাজ্যটার বারোটা বাজানোর তালে আছেনা ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.