ETV Bharat / state

মুখ্যমন্ত্রীর দেমাক, দাম্ভিকতা, অহংকারের জন্যই স্বাস্থ্য পরিষেবা বিঘ্নিত : অধীর

"বাংলার মুখ্যমন্ত্রী কেউকেটা হয়ে যাননি । আপনিও নির্বাচিত জনপ্রতিনিধি । আলোচনা করলে আপনার জাত যাবে না । আলোচনা করলে মুখ্যমন্ত্রীর পদ যাবে না ।" মমতাকে কটাক্ষ করে বললেন অধীর চৌধুরি ।

অধীর চৌধুরি
author img

By

Published : Jun 15, 2019, 7:57 PM IST

Updated : Jun 15, 2019, 11:34 PM IST

কলকাতা, 15 জুন : রোগীমৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার NRS-এর পরিস্থিতি । কর্মবিরতি পালন করছেন জুনিয়র ডাক্তাররা । স্বাস্থ্য পরিষেবা শিকেয় । এই পরিস্থিতিতে আজ NRS-এ গেলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরি । তিনি সিনিয়র ডাক্তারদের সঙ্গেও দেখা করেন । মমতাকে কটাক্ষ করে বলেন, "আগামীদিনে ভোটব্যাঙ্কের কথা মাথায় রেখে একদিকে সাম্প্রদায়িক বিভাজন, অন্যদিকে আঞ্চলিক বিভাজনের রাজনীতি করছেন । এতে বাংলার সমূহ বিপদ । তাই বাংলার মানুষ মুখ্যমন্ত্রীর থেকে সাবধান ।"

NRS ইশু নিয়ে রাজনৈতিক মহলও সরগরম । মমতা বন্দ্যোপাধ্যায় কেন নমনীয় হচ্ছেন না তা নিয়েও প্রশ্ন তুলেছেন অধীর । বলেন, "দেমাক, অহংকার, দাম্ভিকতা, স্বেচ্ছাচারী মানসিকতা ছেড়ে আলোচনার টেবিলে বসতে হবে মুখ্যমন্ত্রীকে । পৃথিবীর সব সমস্যা আলোচনার টেবিলে সমাধান হয় । দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ সব সমস্যার সমাধান হয়েছে আলোচনার টেবিলে । বাংলার মুখ্যমন্ত্রী কেউকেটা হয়ে যাননি । আপনিও নির্বাচিত জনপ্রতিনিধি । আলোচনা করলে আপনার জাত যাবে না । আলোচনা করলে মুখ্যমন্ত্রীর পদ যাবে না । পাকিস্তানের সঙ্গেও আমাদের সংঘাত হয়, সেখানেও তো আলোচনা হয় । বাংলার মুখ্যমন্ত্রী এমন একটা ভাব দেখাচ্ছেন যে, আন্দোলনরত ডাক্তারদের সঙ্গে আলোচনা করলে তাঁর জাত চলে যাবে । বাংলার মুখ্যমন্ত্রীর দেমাক, দাম্ভিকতা, অহংকার আজকের এই অচলাবস্থার সবথেকে বড় কারণ ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

NRS হাসপাতালে ডাক্তারদের সঙ্গে দেখা করে বেরিয়ে সাংবাদিকদের তিনি বলেন, "বাংলাতে চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে রোগীরা । ডাক্তাররা সুরক্ষা চাইছে । নিরাপত্তা চাইছে । কোথাও হামলা হলে মুখ্যমন্ত্রীর কাছেই তো সবাই যাবে । এতে সমস্যা কোথায় ? উনি নিজের অহংকার দেখাচ্ছেন, দেমাক দেখাচ্ছেন । ভারত-পাকিস্তান আলোচনা করতে পারে । ইরান-ইরাকের সঙ্গে আলোচনা হতে পারে । আমেরিকা-রাশিয়ার সঙ্গে আলোচনা করতে পারে । তাহলে এখানে ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রীর আলোচনা করতে সমস্যা কোথায় ? এই আন্দোলন শুধু বাংলাতে সীমাবদ্ধ নেই । সারা দেশে ছড়িয়ে পড়েছে । বিশ্বে ছড়িয়ে পড়েছে । নিজের অহংকার ছেড়ে আপনি বেরিয়ে আসুন । ডাক্তারদের সঙ্গে আলোচনা করুন ।"

কলকাতা, 15 জুন : রোগীমৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার NRS-এর পরিস্থিতি । কর্মবিরতি পালন করছেন জুনিয়র ডাক্তাররা । স্বাস্থ্য পরিষেবা শিকেয় । এই পরিস্থিতিতে আজ NRS-এ গেলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরি । তিনি সিনিয়র ডাক্তারদের সঙ্গেও দেখা করেন । মমতাকে কটাক্ষ করে বলেন, "আগামীদিনে ভোটব্যাঙ্কের কথা মাথায় রেখে একদিকে সাম্প্রদায়িক বিভাজন, অন্যদিকে আঞ্চলিক বিভাজনের রাজনীতি করছেন । এতে বাংলার সমূহ বিপদ । তাই বাংলার মানুষ মুখ্যমন্ত্রীর থেকে সাবধান ।"

NRS ইশু নিয়ে রাজনৈতিক মহলও সরগরম । মমতা বন্দ্যোপাধ্যায় কেন নমনীয় হচ্ছেন না তা নিয়েও প্রশ্ন তুলেছেন অধীর । বলেন, "দেমাক, অহংকার, দাম্ভিকতা, স্বেচ্ছাচারী মানসিকতা ছেড়ে আলোচনার টেবিলে বসতে হবে মুখ্যমন্ত্রীকে । পৃথিবীর সব সমস্যা আলোচনার টেবিলে সমাধান হয় । দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ সব সমস্যার সমাধান হয়েছে আলোচনার টেবিলে । বাংলার মুখ্যমন্ত্রী কেউকেটা হয়ে যাননি । আপনিও নির্বাচিত জনপ্রতিনিধি । আলোচনা করলে আপনার জাত যাবে না । আলোচনা করলে মুখ্যমন্ত্রীর পদ যাবে না । পাকিস্তানের সঙ্গেও আমাদের সংঘাত হয়, সেখানেও তো আলোচনা হয় । বাংলার মুখ্যমন্ত্রী এমন একটা ভাব দেখাচ্ছেন যে, আন্দোলনরত ডাক্তারদের সঙ্গে আলোচনা করলে তাঁর জাত চলে যাবে । বাংলার মুখ্যমন্ত্রীর দেমাক, দাম্ভিকতা, অহংকার আজকের এই অচলাবস্থার সবথেকে বড় কারণ ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

NRS হাসপাতালে ডাক্তারদের সঙ্গে দেখা করে বেরিয়ে সাংবাদিকদের তিনি বলেন, "বাংলাতে চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে রোগীরা । ডাক্তাররা সুরক্ষা চাইছে । নিরাপত্তা চাইছে । কোথাও হামলা হলে মুখ্যমন্ত্রীর কাছেই তো সবাই যাবে । এতে সমস্যা কোথায় ? উনি নিজের অহংকার দেখাচ্ছেন, দেমাক দেখাচ্ছেন । ভারত-পাকিস্তান আলোচনা করতে পারে । ইরান-ইরাকের সঙ্গে আলোচনা হতে পারে । আমেরিকা-রাশিয়ার সঙ্গে আলোচনা করতে পারে । তাহলে এখানে ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রীর আলোচনা করতে সমস্যা কোথায় ? এই আন্দোলন শুধু বাংলাতে সীমাবদ্ধ নেই । সারা দেশে ছড়িয়ে পড়েছে । বিশ্বে ছড়িয়ে পড়েছে । নিজের অহংকার ছেড়ে আপনি বেরিয়ে আসুন । ডাক্তারদের সঙ্গে আলোচনা করুন ।"

Last Updated : Jun 15, 2019, 11:34 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.