ETV Bharat / state

Mamata Slams BJP on ED-CBI Issue: সিবিআই-ইডির ডিরেক্টরদের বিজেপির লোকাল প্রেসিডেন্ট বলে কটাক্ষ মমতার

কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নিশানা করলেন কেন্দ্রীয় এজেন্সিগুলিকেও ৷ তাঁর কটাক্ষ, সিবিআই-ইডির ডিরেক্টরদের বিজেপির লোকাল প্রেসিডেন্ট (Mamata Slams BJP on ED-CBI Issue) ৷

Mamata Slams BJP on ED-CBI Issue
Mamata Slams BJP on ED-CBI Issue
author img

By

Published : Mar 21, 2023, 4:25 PM IST

Updated : Mar 21, 2023, 5:17 PM IST

সিবিআই-ইডির ডিরেক্টরদের বিজেপির লোকাল প্রেসিডেন্ট বলে কটাক্ষ মমতার

কলকাতা, 21 মার্চ: মঙ্গলবার কলকাতা থেকে ভুবনেশ্বর যাওয়ার পথে বিমানবন্দরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে সরব হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । তিনদিনের সফরে আজই ওড়িশা উড়ে গেলেন মুখ্যমন্ত্রী । এই সফরে তাঁর ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে (Mamata to Meet Naveen Patnaik) । সেই সাক্ষাতের আগে তাৎপর্যপূর্ণভাবে বিজেপি (BJP) ও কেন্দ্রীয় এজেন্সির (Central Agencies) বিরুদ্ধে সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী । সিবিআই (CBI) ও ইডির (ED) ডিরেক্টরকে বিজেপির শাখা সংগঠনের প্রেসিডেন্ট বলেও কটাক্ষ করেছেন তিনি ৷ ফলে মমতা আরও একবার এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন তুলে দিলেন ।

সাম্প্রতিক সময়ে বারবার সিবিআই-ইডির ভূমিকা নিয়ে সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী । অতি সম্প্রতি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে রাজনৈতিকভাবে বিরোধীদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে এই অভিযোগ তুলে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) চিঠিও দিয়েছিলেন তিনি । এমনকি রাজ্য বিধানসভাতেও এই ইডি এবং সিবিআইয়ের অতি সক্রিয়তা নিয়ে রেজোলিউশনও নিয়ে এসেছিল শাসকপক্ষ । আর এসবের মধ্যেই আরও একবার কেন্দ্রীয় এজেন্সিকে কড়া আক্রমণ করলেন বাংলার মুখ্যমন্ত্রী ।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘এই মুহূর্তে ইডি এবং সিবিআই দিয়ে দেশ চলছে । ঠিক যেন সিবিআইয়ের ডিরেক্টর বিজেপির লোকাল কমিটির সভাপতি । ইডির ডিরেক্টরও তাই । এভাবে দেশ চলছে ।’’ মুখ্যমন্ত্রীর বক্তব্য, ‘‘এভাবে দেশ চলতে পারে না ।’’

এদিন কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধেও সরব হন মুখ্যমন্ত্রী ৷ কেন্দ্রীয় সরকার 2023-24 আর্থিক বছরের বাজেটে পশ্চিমবঙ্গের জন্য 100 দিনের কাজে টাকা বরাদ্দ করেনি ৷ এছাড়া অন্য অনেক প্রকল্পেও টাকা বকেয়া রেখেছে বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী ৷ তাঁর বক্তব্য, এই নিয়ে তিনি কেন্দ্রকে অনেকবার বলেছেন ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন ৷ নবান্নে বৈঠক করতে আসা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও (Union Home Minister Amit Shah) জানিয়েছেন ৷ তার পরও কোনও সুরাহা হয়নি ৷ তাই তিনি এবার এই নিয়ে ধরনায় বসবেন বলে মঙ্গলবার ঘোষণা করেন ৷ জানান, আগামী 29 মার্চ বেলা 12টায় আম্বেদকর মূর্তির পাদদেশে তিনি ধরনা দেবেন ৷ 30 তারিখ সন্ধ্যা পর্যন্ত এই ধরনা চলবে ৷

আরও পড়ুন: কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে 29-30 মার্চ ধরনায় বসবেন মুখ্যমন্ত্রী

সিবিআই-ইডির ডিরেক্টরদের বিজেপির লোকাল প্রেসিডেন্ট বলে কটাক্ষ মমতার

কলকাতা, 21 মার্চ: মঙ্গলবার কলকাতা থেকে ভুবনেশ্বর যাওয়ার পথে বিমানবন্দরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে সরব হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । তিনদিনের সফরে আজই ওড়িশা উড়ে গেলেন মুখ্যমন্ত্রী । এই সফরে তাঁর ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে (Mamata to Meet Naveen Patnaik) । সেই সাক্ষাতের আগে তাৎপর্যপূর্ণভাবে বিজেপি (BJP) ও কেন্দ্রীয় এজেন্সির (Central Agencies) বিরুদ্ধে সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী । সিবিআই (CBI) ও ইডির (ED) ডিরেক্টরকে বিজেপির শাখা সংগঠনের প্রেসিডেন্ট বলেও কটাক্ষ করেছেন তিনি ৷ ফলে মমতা আরও একবার এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন তুলে দিলেন ।

সাম্প্রতিক সময়ে বারবার সিবিআই-ইডির ভূমিকা নিয়ে সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী । অতি সম্প্রতি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে রাজনৈতিকভাবে বিরোধীদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে এই অভিযোগ তুলে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) চিঠিও দিয়েছিলেন তিনি । এমনকি রাজ্য বিধানসভাতেও এই ইডি এবং সিবিআইয়ের অতি সক্রিয়তা নিয়ে রেজোলিউশনও নিয়ে এসেছিল শাসকপক্ষ । আর এসবের মধ্যেই আরও একবার কেন্দ্রীয় এজেন্সিকে কড়া আক্রমণ করলেন বাংলার মুখ্যমন্ত্রী ।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘এই মুহূর্তে ইডি এবং সিবিআই দিয়ে দেশ চলছে । ঠিক যেন সিবিআইয়ের ডিরেক্টর বিজেপির লোকাল কমিটির সভাপতি । ইডির ডিরেক্টরও তাই । এভাবে দেশ চলছে ।’’ মুখ্যমন্ত্রীর বক্তব্য, ‘‘এভাবে দেশ চলতে পারে না ।’’

এদিন কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধেও সরব হন মুখ্যমন্ত্রী ৷ কেন্দ্রীয় সরকার 2023-24 আর্থিক বছরের বাজেটে পশ্চিমবঙ্গের জন্য 100 দিনের কাজে টাকা বরাদ্দ করেনি ৷ এছাড়া অন্য অনেক প্রকল্পেও টাকা বকেয়া রেখেছে বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী ৷ তাঁর বক্তব্য, এই নিয়ে তিনি কেন্দ্রকে অনেকবার বলেছেন ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন ৷ নবান্নে বৈঠক করতে আসা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও (Union Home Minister Amit Shah) জানিয়েছেন ৷ তার পরও কোনও সুরাহা হয়নি ৷ তাই তিনি এবার এই নিয়ে ধরনায় বসবেন বলে মঙ্গলবার ঘোষণা করেন ৷ জানান, আগামী 29 মার্চ বেলা 12টায় আম্বেদকর মূর্তির পাদদেশে তিনি ধরনা দেবেন ৷ 30 তারিখ সন্ধ্যা পর্যন্ত এই ধরনা চলবে ৷

আরও পড়ুন: কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে 29-30 মার্চ ধরনায় বসবেন মুখ্যমন্ত্রী

Last Updated : Mar 21, 2023, 5:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.