ETV Bharat / state

অহংকারের ফল পাচ্ছে BJP : মমতা - রাজ্যের তিন বিধানসভা উপনির্বাচনের ফলাফল

মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, "ঔদ্ধতের সংস্কৃতি বাংলায় চলে না, বাংলার সংস্কৃতি হল সৌজন্যতা বিনিময় ৷ অহংকারের ফল পাচ্ছে BJP ৷"

mamata
মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Nov 28, 2019, 1:11 PM IST

Updated : Nov 28, 2019, 9:46 PM IST

কলকাতা, 28 নভেম্বর : রাজ্যের তিন বিধানসভা উপনির্বাচনের ফলাফল নিয়ে প্রতিক্রিয়া দিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের টুইটার হ্যান্ডেল থেকে বার্তা দিয়ে দলীয় কর্মীদের অভিনন্দন জানান তিনি ৷ লেখেন,"এই জয় মানুষের জয় ৷"

খড়গপুর সদর ও কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রে ইতিমধ্যেই জিতেছে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা ৷ করিমপুরেও এগিয়ে রয়েছেন তৃণমূলের বিমলেন্দু সিংহ রায় ৷ তিনটি কেন্দ্রেই দ্বিতীয় স্থানে রয়েছে BJP ৷ নির্বাচনের আগে থেকেই কার্যত পরিষ্কার হয়ে গেছিল, লড়াই মূলত BJP ও তৃণমূলের ৷ BJP-ই যে তাদের প্রধান প্রতিপক্ষ ছিল ফলফল সামনে আসার পর তা টুইটবার্তায় পরিষ্কার করে দেন মমতা ৷ লেখেন, "অহংকারের ফল পাচ্ছে BJP৷ "

দেখুন ভিডিয়ো

মমতা বন্দ্যোপাধ্যায় আরও লেখেন,"এক দুই তিন BJP-কে কবর দিন ৷ এটা মানুষের জয়, উন্নয়নের জয়, এই জয়ের কৃতিত্ব মানুষের ৷ ঔদ্ধত্যের সংস্কৃতি বাংলায় চলে না, বাংলার সংস্কৃতি হল সৌজন্যতা বিনিময় ৷ অহংকারের ফল পাচ্ছে BJP ৷ সংখ্যালঘু, আদিবাসী, রাজবংশী, সকলে আমাদের ভোট দিয়েছেন ৷ এই প্রথম আমরা খড়গপুরে জিতলাম ৷"

আজ সন্ধ্যায় নবান্ন থেকে বেরোনোর সময় সাংবাদিকদের মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "মানুষ ভোট দিয়ে যেটা বলেছে, সেটা আমি বলতে পারি ৷ এটা একটা রাজনৈতিক স্লোগান ৷ বাংলার পাপ, BJP সাফ ৷ আমি সময় পেলে সবাইকে গিয়ে ধন্যবাদ জানিয়ে আসব ৷ তবে কোনও বিজয় মিছিল আমরা করি না ৷"

কলকাতা, 28 নভেম্বর : রাজ্যের তিন বিধানসভা উপনির্বাচনের ফলাফল নিয়ে প্রতিক্রিয়া দিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের টুইটার হ্যান্ডেল থেকে বার্তা দিয়ে দলীয় কর্মীদের অভিনন্দন জানান তিনি ৷ লেখেন,"এই জয় মানুষের জয় ৷"

খড়গপুর সদর ও কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রে ইতিমধ্যেই জিতেছে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা ৷ করিমপুরেও এগিয়ে রয়েছেন তৃণমূলের বিমলেন্দু সিংহ রায় ৷ তিনটি কেন্দ্রেই দ্বিতীয় স্থানে রয়েছে BJP ৷ নির্বাচনের আগে থেকেই কার্যত পরিষ্কার হয়ে গেছিল, লড়াই মূলত BJP ও তৃণমূলের ৷ BJP-ই যে তাদের প্রধান প্রতিপক্ষ ছিল ফলফল সামনে আসার পর তা টুইটবার্তায় পরিষ্কার করে দেন মমতা ৷ লেখেন, "অহংকারের ফল পাচ্ছে BJP৷ "

দেখুন ভিডিয়ো

মমতা বন্দ্যোপাধ্যায় আরও লেখেন,"এক দুই তিন BJP-কে কবর দিন ৷ এটা মানুষের জয়, উন্নয়নের জয়, এই জয়ের কৃতিত্ব মানুষের ৷ ঔদ্ধত্যের সংস্কৃতি বাংলায় চলে না, বাংলার সংস্কৃতি হল সৌজন্যতা বিনিময় ৷ অহংকারের ফল পাচ্ছে BJP ৷ সংখ্যালঘু, আদিবাসী, রাজবংশী, সকলে আমাদের ভোট দিয়েছেন ৷ এই প্রথম আমরা খড়গপুরে জিতলাম ৷"

আজ সন্ধ্যায় নবান্ন থেকে বেরোনোর সময় সাংবাদিকদের মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "মানুষ ভোট দিয়ে যেটা বলেছে, সেটা আমি বলতে পারি ৷ এটা একটা রাজনৈতিক স্লোগান ৷ বাংলার পাপ, BJP সাফ ৷ আমি সময় পেলে সবাইকে গিয়ে ধন্যবাদ জানিয়ে আসব ৷ তবে কোনও বিজয় মিছিল আমরা করি না ৷"

New Delhi, Nov 28 (ANI): Playing board games is not only a great way to pass time but has been found to make an individual's memory sharper. Even more, regular players have been found to score better in memory, thinking related tests. People who play games -- such as cards and board games -- are more likely to stay mentally sharp in later life, a study published in the journal. Those who regularly played non-digital games scored better on memory and thinking tests in their 70s, the research stated along with revealing that a behaviour change in later life could still make a difference.
Last Updated : Nov 28, 2019, 9:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.