ETV Bharat / state

রাজভবনে মমতার আপ্যায়নে কাজু-বরফি; বৈঠক ফলপ্রসু, বললেন ধনকড় - Jagdeep Dhankhar

রাজ্য বাজেট পেশের সময় রাজ্যপালের ভূমিকা এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সখ্যতা বিনিময়ের ছবি ধরা পড়েছিল । তখন থেকেই মনে করা হয়েছিল, হয়তো বাঁধ ভাঙতে চলেছে । অবশেষে জল্পনা অবসান । যাবতীয় প্রাচীর ভেঙে রাজ্যপাল-মুখ্যমন্ত্রী মুখোমুখি হলেন ।

mamata governor
বৈঠকে রাজ্যপাল ও মমতা
author img

By

Published : Feb 17, 2020, 12:31 PM IST

Updated : Feb 17, 2020, 5:03 PM IST

কলকাতা, 17 ফেব্রুয়ারি : এবার চা-কাজু-বরফির রাজনীতি !

তিনি প্রথম দফায় ক্ষমতায় আসার পর বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে ফিসফ্রাই খাইয়ে খবরের শিরোনামে এসেছিলেন ৷ সে সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ক্রমেই দূরত্ব বাড়ছিল বিমান বসুর ৷ মাঝখানে কেটেছে বেশ কয়েকটা বছর ৷ মমতার সঙ্গে আজ রাজ্যপাল জগদীপ ধনকড়ের সম্পর্ক যেন আদায়-কাঁচকলায় ৷ অনেক মনোমানিল্যের পর অবশেষে আজ মুখোমুখি হলেন রাজ্যের বিবদমান দুই প্রধান ৷

অনেক সংশয় কাটিয়ে আজ রাজভবনে আসেন মুখ্যমন্ত্রী ৷ প্রায় ঘণ্টাখানেক বৈঠক হয় তাঁদের মধ্যে ৷ মমতাকে চা ও কাজু-বরফি খাইয়ে আপ্যায়ন করেন রাজ্যপাল ৷

রাজ্যপালের দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন ইশুতে রাজ্য-রাজ্যপাল সংঘাত প্রকাশ্যে এসেছে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আচরণে তিনি ব্যথিত হয়েছেন, একথা বহুবার বলতে শোনা গিয়েছে রাজ্যপাল জগদীপ ধনকড়কে । যতবার এই সংঘাত শেষ হওয়ার জল্পনা তৈরি হয়েছে ততবার নতুন কোনও ইশুতে তাঁদের সংঘাত আরও দৃঢ় হয়েছে । তবে, দিন কয়েক আগে রাজ্য বাজেট পেশের সময় রাজ্যপালের ভূমিকা এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সখ্যতা বিনিময়ের ছবি ধরা পড়েছিল । তখন থেকেই মনে করা হয়েছিল, এবার হয়তো রাজ্য-রাজ্যপাল সংঘাতের অবসান হবে । সেই জল্পনার অবসান ঘটিয়েই আজ রাজভবনে পৌঁছান মমতা বন্দ্যোপাধ্যায় ।

রাজভবনে মমতা-রাজ্যপাল বৈঠক

আজ বেলা 12 টা নাগাদ রাজভবনে যান মুখ্যমন্ত্রী । সেখানে রাজ্যপালের সঙ্গে ঘণ্টাখানেক বৈঠক করেন মুখ্যমন্ত্রী । সেখানে মুখ্যমন্ত্রীকে চা ও কাজু-বরফি দিয়ে আপ্যায়ন করেন ধনকড় । মমতার সঙ্গে আলোচনা করেন । রাজ্যপালের স্ত্রীর সঙ্গেও কথা বলেন মমতা । বৈঠকের সেই ছবি নিজের টুইটারে পোস্ট করেছেন রাজ্যপাল । শুধু তাই নয়, ঘণ্টাখানেক ধরে চলা এই বৈঠক অত্যন্ত সন্তোষজনক বলে টুইটারে জানিয়েছেন ধনকড় ।

রাজভবন ও নবান্ন সূত্রে খবর, এই বৈঠকে গণপিটুনি এবং তপশিলি জাতি ও উপজাতি বিল নিয়ে আলোচনা করেছেন ধনকড়-মমতা । রাজ্যে শিক্ষাব্যবস্থার পরিস্থিতি নিয়েও মমতার কাছে থেকে জানতে চান রাজ্যপাল ।

কলকাতা, 17 ফেব্রুয়ারি : এবার চা-কাজু-বরফির রাজনীতি !

তিনি প্রথম দফায় ক্ষমতায় আসার পর বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে ফিসফ্রাই খাইয়ে খবরের শিরোনামে এসেছিলেন ৷ সে সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ক্রমেই দূরত্ব বাড়ছিল বিমান বসুর ৷ মাঝখানে কেটেছে বেশ কয়েকটা বছর ৷ মমতার সঙ্গে আজ রাজ্যপাল জগদীপ ধনকড়ের সম্পর্ক যেন আদায়-কাঁচকলায় ৷ অনেক মনোমানিল্যের পর অবশেষে আজ মুখোমুখি হলেন রাজ্যের বিবদমান দুই প্রধান ৷

অনেক সংশয় কাটিয়ে আজ রাজভবনে আসেন মুখ্যমন্ত্রী ৷ প্রায় ঘণ্টাখানেক বৈঠক হয় তাঁদের মধ্যে ৷ মমতাকে চা ও কাজু-বরফি খাইয়ে আপ্যায়ন করেন রাজ্যপাল ৷

রাজ্যপালের দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন ইশুতে রাজ্য-রাজ্যপাল সংঘাত প্রকাশ্যে এসেছে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আচরণে তিনি ব্যথিত হয়েছেন, একথা বহুবার বলতে শোনা গিয়েছে রাজ্যপাল জগদীপ ধনকড়কে । যতবার এই সংঘাত শেষ হওয়ার জল্পনা তৈরি হয়েছে ততবার নতুন কোনও ইশুতে তাঁদের সংঘাত আরও দৃঢ় হয়েছে । তবে, দিন কয়েক আগে রাজ্য বাজেট পেশের সময় রাজ্যপালের ভূমিকা এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সখ্যতা বিনিময়ের ছবি ধরা পড়েছিল । তখন থেকেই মনে করা হয়েছিল, এবার হয়তো রাজ্য-রাজ্যপাল সংঘাতের অবসান হবে । সেই জল্পনার অবসান ঘটিয়েই আজ রাজভবনে পৌঁছান মমতা বন্দ্যোপাধ্যায় ।

রাজভবনে মমতা-রাজ্যপাল বৈঠক

আজ বেলা 12 টা নাগাদ রাজভবনে যান মুখ্যমন্ত্রী । সেখানে রাজ্যপালের সঙ্গে ঘণ্টাখানেক বৈঠক করেন মুখ্যমন্ত্রী । সেখানে মুখ্যমন্ত্রীকে চা ও কাজু-বরফি দিয়ে আপ্যায়ন করেন ধনকড় । মমতার সঙ্গে আলোচনা করেন । রাজ্যপালের স্ত্রীর সঙ্গেও কথা বলেন মমতা । বৈঠকের সেই ছবি নিজের টুইটারে পোস্ট করেছেন রাজ্যপাল । শুধু তাই নয়, ঘণ্টাখানেক ধরে চলা এই বৈঠক অত্যন্ত সন্তোষজনক বলে টুইটারে জানিয়েছেন ধনকড় ।

রাজভবন ও নবান্ন সূত্রে খবর, এই বৈঠকে গণপিটুনি এবং তপশিলি জাতি ও উপজাতি বিল নিয়ে আলোচনা করেছেন ধনকড়-মমতা । রাজ্যে শিক্ষাব্যবস্থার পরিস্থিতি নিয়েও মমতার কাছে থেকে জানতে চান রাজ্যপাল ।

Last Updated : Feb 17, 2020, 5:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.