ETV Bharat / state

সংগঠনকে মজবুত করতে জরুরি বৈঠক ডাকলেন মমতা - সংগঠনকে মজবুত করতে জরুরি বৈঠক ডাকলেন মমতা

পৌরসভা ভোটকে সামনে রেখে দলীয় সংগঠন চাঙ্গা করতে মঙ্গলবার দলীয় নেতাদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

ফাইল ফোটো
author img

By

Published : Oct 12, 2019, 8:51 PM IST

কলকাতা, 12 অক্টোবর : পুজো-পর্ব মেটার পরই দলীয় সংগঠনে মন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ পৌরসভা ভোটকে সামনে রেখে দলীয় সংগঠন চাঙ্গা করতে একাধিক পদক্ষেপ করতে চলেছেন তৃণমূল নেত্রী ৷ আগামী মঙ্গলবার এ বিষয়ে দলীয় নেতাদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন তিনি ৷ দলীয় সূত্রের খবর, পৌরসভা ভোটে দলের কৌশল কী হবে, তা নিয়ে ওই বৈঠকে কথা হবে ৷ শীর্ষ নেতাদের পাশাপাশি বৈঠকে থাকার কথা দলের রাজনৈতিক পরামর্শদাতা প্রশান্ত কিশোরের ৷

শুরুটা হয়েছিল গত পঞ্চায়েত ভোটের সময় থেকে ৷ সময় যত এগিয়েছে রাজ্যে তৃণমূল-BJP লড়াই তত তীব্র হয়েছে ৷ গত লোকসভা নির্বাচেন গেরুয়া শিবির কড়া চ্যালেঞ্জের মুখে ফেলেছিল তৃণমূল কংগ্রেসকে ৷ যেখান থেকে দেশকে নেতৃত্ব দেওয়ার স্বপ্ন দেখছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই বাংলার মাটি তৃণমূল কংগ্রেসের পায়ের তলায় বেশ কিছুটা আলগা হতে দেখা গেছে ৷ আগামী দিনে লড়াই যে ক্রমশ কঠিন হতে চলেছে, তা লোকসভা ভোটের পর ভালোভাবে বুঝে গেছেন তৃণমূল নেত্রী ৷ এই পরিস্থিতিতে মমতার পাখির চোখ 2021-এর বিধানসভা নির্বাচন ৷ বলা ভালো, মমতার কাছে 2021-র নির্বাচন শুধু অস্তিত্ব রক্ষার লড়াই নয়, সম্মান রক্ষার লড়াইও বটে ৷ আর যার প্রাথমিক প্রস্তুতি হিসেবে পৌরসভা ভোটকে সামনে রেখেছেন মমতা ৷

দলের এক শীর্ষনেতা জানাচ্ছেন, বেশ কিছুদিন ধরেই নিচুতলা থেকে একাধিক সমস্যার কথা কানে আসছিল নেত্রীর ৷ সেই সমস্ত সমস্যা দ্রুত না মেটালে শুধু বিপদ বাড়বে তা নয়, এর ফলে দলের ভারসাম্য ক্রমে নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হবে ৷ সন্দেহ নেই, এ ভাবে চলতে থাকলে কঠিন সমস্যার মধ্যে পড়বে দল ৷ পরিস্থিতির গুরুত্ব বুঝে কঠোর হাতে তা মোকাবিলার চেষ্টা করছেন নেত্রী ৷ আর সেই কাজ করতেই আগামী মঙ্গলবার বৈঠক ডেকেছেন নেত্রী ৷ দলীয় সূত্রে খবর, ওই বৈঠকে বিশেষ বার্তা দিতে পারেন মমতা ৷

সে দিন বৈঠকে যোগ দেওয়ার জন্য 400 জন ব্লক সভাপতি ও 127 জন পৌর এলাকার সভাপতিকে ডেকে পাঠানো হয়েছে ৷ প্রশান্ত কিশোর ছাড়াও ওই বৈঠকে থাকবেন যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়-সহ শীর্ষ নেতারা । কী ভাবে আগামী দিনে দল এগোবে, মোদি-অমিত শাহদের গতি আটকাতে কী কী পদক্ষেপ করা হবে, সে সব কিছু নিয়েই বৈঠকে কথা হবে বলে দলীয় সূত্রে খবর ৷ পাশাপাশি, দলের নেতা-কর্মীদের চাঙ্গা করতে প্রয়োজনীয় উপদেশ-নির্দেশও দেবেন নেত্রী ৷

কলকাতা, 12 অক্টোবর : পুজো-পর্ব মেটার পরই দলীয় সংগঠনে মন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ পৌরসভা ভোটকে সামনে রেখে দলীয় সংগঠন চাঙ্গা করতে একাধিক পদক্ষেপ করতে চলেছেন তৃণমূল নেত্রী ৷ আগামী মঙ্গলবার এ বিষয়ে দলীয় নেতাদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন তিনি ৷ দলীয় সূত্রের খবর, পৌরসভা ভোটে দলের কৌশল কী হবে, তা নিয়ে ওই বৈঠকে কথা হবে ৷ শীর্ষ নেতাদের পাশাপাশি বৈঠকে থাকার কথা দলের রাজনৈতিক পরামর্শদাতা প্রশান্ত কিশোরের ৷

শুরুটা হয়েছিল গত পঞ্চায়েত ভোটের সময় থেকে ৷ সময় যত এগিয়েছে রাজ্যে তৃণমূল-BJP লড়াই তত তীব্র হয়েছে ৷ গত লোকসভা নির্বাচেন গেরুয়া শিবির কড়া চ্যালেঞ্জের মুখে ফেলেছিল তৃণমূল কংগ্রেসকে ৷ যেখান থেকে দেশকে নেতৃত্ব দেওয়ার স্বপ্ন দেখছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই বাংলার মাটি তৃণমূল কংগ্রেসের পায়ের তলায় বেশ কিছুটা আলগা হতে দেখা গেছে ৷ আগামী দিনে লড়াই যে ক্রমশ কঠিন হতে চলেছে, তা লোকসভা ভোটের পর ভালোভাবে বুঝে গেছেন তৃণমূল নেত্রী ৷ এই পরিস্থিতিতে মমতার পাখির চোখ 2021-এর বিধানসভা নির্বাচন ৷ বলা ভালো, মমতার কাছে 2021-র নির্বাচন শুধু অস্তিত্ব রক্ষার লড়াই নয়, সম্মান রক্ষার লড়াইও বটে ৷ আর যার প্রাথমিক প্রস্তুতি হিসেবে পৌরসভা ভোটকে সামনে রেখেছেন মমতা ৷

দলের এক শীর্ষনেতা জানাচ্ছেন, বেশ কিছুদিন ধরেই নিচুতলা থেকে একাধিক সমস্যার কথা কানে আসছিল নেত্রীর ৷ সেই সমস্ত সমস্যা দ্রুত না মেটালে শুধু বিপদ বাড়বে তা নয়, এর ফলে দলের ভারসাম্য ক্রমে নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হবে ৷ সন্দেহ নেই, এ ভাবে চলতে থাকলে কঠিন সমস্যার মধ্যে পড়বে দল ৷ পরিস্থিতির গুরুত্ব বুঝে কঠোর হাতে তা মোকাবিলার চেষ্টা করছেন নেত্রী ৷ আর সেই কাজ করতেই আগামী মঙ্গলবার বৈঠক ডেকেছেন নেত্রী ৷ দলীয় সূত্রে খবর, ওই বৈঠকে বিশেষ বার্তা দিতে পারেন মমতা ৷

সে দিন বৈঠকে যোগ দেওয়ার জন্য 400 জন ব্লক সভাপতি ও 127 জন পৌর এলাকার সভাপতিকে ডেকে পাঠানো হয়েছে ৷ প্রশান্ত কিশোর ছাড়াও ওই বৈঠকে থাকবেন যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়-সহ শীর্ষ নেতারা । কী ভাবে আগামী দিনে দল এগোবে, মোদি-অমিত শাহদের গতি আটকাতে কী কী পদক্ষেপ করা হবে, সে সব কিছু নিয়েই বৈঠকে কথা হবে বলে দলীয় সূত্রে খবর ৷ পাশাপাশি, দলের নেতা-কর্মীদের চাঙ্গা করতে প্রয়োজনীয় উপদেশ-নির্দেশও দেবেন নেত্রী ৷

Intro:কলকাতা, ১২ অক্টোবর: আগামী মঙ্গলবার তৃণমূল ভবনে গুরুত্বপূর্ণ বৈঠক। দলের ব্লক এবং টাউন সভাপতিদের সঙ্গে বৈঠক করবেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দলের তৃণমূল স্তরের সংগঠন চাঙ্গা করতেই তৃণমূল নেত্রী এই বৈঠক ডেকেছেন বলেই মনে করছে রাজনৈতিক মহল।





Body:


পুজো শেষ হওয়ার পরেই দলীয় সংগঠনকে ঢেলে সাজাতে আবারও তৎপর হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার থেকেই দলের কর্মীদের চাঙ্গা করতে ঝাঁপিয়ে পরবেন তিনি। কারণ সামনেই রাজ্যের পুরসভা নির্বাচন এবং তার পর পরই রয়েছে বিধানসভার ভোটও। দলের প্রায় ৪০০ জন ব্লক সভাপতি ও ১২৭ জন পৌর এলাকার সভাপতির সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায় । জানা গেছে, বিশেষ এই বৈঠকে মমতা ছাড়াও উপস্থিত থাকবেন পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট প্রশান্ত কিশোর, যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতারা। দলের ব্লক ও টাউন নেতাদের বিশেষ এই বৈঠক থেকে দলের শীর্ষ নেতৃত্ব ভোকাল টনিক দেবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.