কলকাতা, 4 জুলাই : পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ইতিমধ্যেই বাম-কংগ্রেস যৌথভাবে পথে নেমে আন্দোলন করেছে । রাজ্যের বিরুদ্ধে বিভিন্ন ইশুতে অভিযোগ তুলে আন্দোলন করছে BJPও। অথচ পথে নেমে সেঅর্থে আন্দোলনে করতে দেখা যাচ্ছে না রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে । সূত্রের খবর, এবিষয়ে গতকাল ভিডিয়ো কনফারেন্স বৈঠকে ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । দলকে পথে নেমে আন্দোলন করার নির্দেশ দিয়েছেন । পেট্রল-ডিজ়েলের মূল্যবৃদ্ধি এবং রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারিকরণের প্রতিবাদে দলের সাংসদ, বিধায়কদের পথে নামার নির্দেশ দিয়েছেন তৃণমূলনেত্রী । 7 জুলাই থেকে সকল সাংসদ, বিধায়ককে নিজের নিজের এলাকায় পথে নামতে হবে ।
2021 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে BJP। দলের কেন্দ্রীয় নেতারা একের পর এক ভার্চুয়াল সভা করছেন । পাশাপাশি পথে নেমে জোরদার আন্দোলন করছেন রাজ্য BJP-র নেতৃত্বও । কিন্তু রাজ্যের শাসকদল তৃণমূলকে এখনও সেভাবে পথে নামতে দেখা যায়নি । গতকাল ভার্চুয়াল বৈঠকে বিষয়টি উল্লেখ করে দলের সাংসদ, বিধায়কদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূল সুপ্রিমো । সূত্রের খবর, দলের নেতাদের তিনি বলেছেন, রাজ্য সরকারের বিরুদ্ধে অপপ্রচার করে মানুষকে ভুল বোঝাচ্ছে BJP। পথে নেমে নিয়মিত এই কাজ করে চলেছে তারা । আপনারা পালটা আন্দোলন করুন । ঘরে চুপচাপ বসে রয়েছেন কেন? অপপ্রচারের জবাব দিন ।
শুধুমাত্র পরামর্শ দেওয়া নয়, আন্দোলনের রূপরেখাও তৈরি করে দিয়েছেন তিনি । গতকালের বৈঠকে তিনি নির্দেশ দিয়েছেন, ডিজ়েল, পেট্রলের মূল্যবৃদ্ধি এবং বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারিকরণের বিরুদ্ধে 7 জুলাই থেকে আন্দোলন গড়ে তুলতে পথে নামতে হবে । নিজের নিজের এলাকায় সেই আন্দোলন করতে হবে । প্রতিবাদ গড়ে তুলতে হবে বুথস্তরে । এক্ষেত্রে দায়িত্বভার নিতে হবে দলের বিধায়কদের । তবে, চিন ইশুতে দলীয় নেতাদের মুখ খুলতে বারণ করে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো।
পাশাপাশি দুর্নীতির অভিযোগ নিয়েও গতকাল ভিডিয়ো কনফারেন্সে দলীয় নেতাদের কড়া হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ঘূর্ণিঝড় আমফানের ত্রাণ নিয়ে যাঁরা দুর্নীতি করেছেন তাঁদের কাউকেই রেয়াত করা হবে না । যাঁরা ভাবছেন দুর্নীতি করে দলকে বদনাম করবেন তাঁদের বিরুদ্ধে দল কড়া ব্যবস্থা নেবে। দুর্নীতির সঙ্গে কোনও আপস হবে না । প্রয়োজনের নতুন নেতা তৈরি করে নেবে দল । এদিকে উত্তরবঙ্গের নেতাদের সমন্বয় রেখে কাজ করার পরামর্শ দিয়েছেন মমতা। সেই সঙ্গে গতকালের বৈঠকে দলের কোষাধ্যক্ষের দায়িত্বভার তুলে দেওয়া হয়েছে দক্ষিণ 24 পরগনা জেলা তৃণমূল সভাপতি শুভাশিস চক্রবর্তীর হাতে ।