ETV Bharat / state

Mamata on Karnataka Election: বিজেপির জন্য কর্ণাটকের ফল আগামীর শিক্ষা: মমতা - reaction on Karnataka election result

টুইটে তিনি লিখেছেন, সিদ্ধান্তমূলক জনাদেশের জন্য কর্ণাটকের জনগণকে আমি অভিবাদন জানাচ্ছি ৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : May 13, 2023, 3:34 PM IST

Updated : May 13, 2023, 4:31 PM IST

কলকাতা, 13 মে: পরিবর্তনের পক্ষে কর্ণাটক ৷ কর্ণাটক ভোটে বিজেপির পরাজয়ে সে রাজ্যের মানুষকে এই ভাষাতেই অভিনন্দন জানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ এদিন টুইট করে তিনি লিখেছেন, "সিদ্ধান্তমূলক জনাদেশের জন্য কর্ণাটকের জনগণকে আমি অভিবাদন জানাচ্ছি ৷" সেই সঙ্গে বিজেপির নাম না-করে টুইটে পদ্ম শিবিরের বিরুদ্ধে তীব্র আক্রমণও শানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী ৷ তাঁর দাবি, বিজেপির জন্য কর্ণাটক ভোটের ফল আদতে আগামীর জন্য শিক্ষা ৷

আগামী দিনে গোটা দেশকে পথ দেখাবে কর্ণাটক! দক্ষিণের রাজ্যের ভোটের ফলাফল স্পষ্ট হতেই দাবি করেছিলেন খোদ রাহুল গান্ধি ৷ এবার একধাপ এগিয়ে কর্ণাটক ভোটের ফল আগামী দিনের জন্য় বিজেপির কাছে শিক্ষা বলে মনে করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ দক্ষিণের এই রাজ্যে বড় অংশে হিন্দুত্ববাদের প্রভাব যথেষ্ট। সেকাণেই কর্ণাটকে চারবার শাসন করার সুযোগ পেয়েছে বিজেপি। আর চলতি বিধানসভা ভোটের আগে বজরংবলি ইস্যুকে শেষ বেলার ভোটের প্রচারে সুচতুরভাবে কাজে লাগিয়েছিল বিজেপি ৷ বিধানসভা নির্বাচনের প্রচারে পুরোপুরি হিন্দুত্ব এবং ধর্মীয় বিভাজনকেই মূলত হাতিয়ার করার চেষ্টা করেছিল গেরুয়া শিবির। ভোটের আগে হিজাব, হালালের মতো ইস্যুকেও তুলে এনেছিল বিজেপি ৷

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায় টুইটারে লেখেন, "নৃশংস, স্বৈরাচারী ও সংখ্যাগুরিষ্ঠাতার অহংকারের রাজনীতির পরাজয় হয়েছে ৷ মানুষ যখন বহুত্ব ও গণতান্ত্রিক শক্তিকে জয়ী করতে চায়, তখন আধিপত্য বিস্তারের কোনও ক্রুর কৌশলই তাদের স্বতঃস্ফূর্ততাকে দমন করতে পারে না ৷" এরপরই কার্যত হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী মমতা লিখেছেন, "গল্পের নৈতিকতা এখানেই, এবং তা আগামীদিনের জন্য শিক্ষা।"

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে অমিত শাহ, জেপি নাড্ডা এমনকী রাজ্যের জেলা নেতৃত্বও ভোটের প্রচারে হিজাব এবং বজরংবলি ইস্যুতে পুরোপুরি মেরুকরণ করার চেষ্টা করেছে। কিন্তু সেষ রক্ষা হল না ৷ ভোটের ফলে দেখা গেল 100-র অনেকটাই নীচে রয়ে গিয়েছে বিজেপি ৷ আর তাতেই উচ্ছ্বসিত দেশের বিজেপি বিরেধী শিবির ৷ এদিন একের পর এক প্রতিক্রিয়া এসেছে বিজেপি বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেত্রীদের তরফে ৷ আরও পড়ুন: বাংলার পথ অনুসরণ করেই কর্ণাটকের মানুষ হারিয়েছে বিজেপিকে: অভিষেক

কলকাতা, 13 মে: পরিবর্তনের পক্ষে কর্ণাটক ৷ কর্ণাটক ভোটে বিজেপির পরাজয়ে সে রাজ্যের মানুষকে এই ভাষাতেই অভিনন্দন জানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ এদিন টুইট করে তিনি লিখেছেন, "সিদ্ধান্তমূলক জনাদেশের জন্য কর্ণাটকের জনগণকে আমি অভিবাদন জানাচ্ছি ৷" সেই সঙ্গে বিজেপির নাম না-করে টুইটে পদ্ম শিবিরের বিরুদ্ধে তীব্র আক্রমণও শানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী ৷ তাঁর দাবি, বিজেপির জন্য কর্ণাটক ভোটের ফল আদতে আগামীর জন্য শিক্ষা ৷

আগামী দিনে গোটা দেশকে পথ দেখাবে কর্ণাটক! দক্ষিণের রাজ্যের ভোটের ফলাফল স্পষ্ট হতেই দাবি করেছিলেন খোদ রাহুল গান্ধি ৷ এবার একধাপ এগিয়ে কর্ণাটক ভোটের ফল আগামী দিনের জন্য় বিজেপির কাছে শিক্ষা বলে মনে করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ দক্ষিণের এই রাজ্যে বড় অংশে হিন্দুত্ববাদের প্রভাব যথেষ্ট। সেকাণেই কর্ণাটকে চারবার শাসন করার সুযোগ পেয়েছে বিজেপি। আর চলতি বিধানসভা ভোটের আগে বজরংবলি ইস্যুকে শেষ বেলার ভোটের প্রচারে সুচতুরভাবে কাজে লাগিয়েছিল বিজেপি ৷ বিধানসভা নির্বাচনের প্রচারে পুরোপুরি হিন্দুত্ব এবং ধর্মীয় বিভাজনকেই মূলত হাতিয়ার করার চেষ্টা করেছিল গেরুয়া শিবির। ভোটের আগে হিজাব, হালালের মতো ইস্যুকেও তুলে এনেছিল বিজেপি ৷

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায় টুইটারে লেখেন, "নৃশংস, স্বৈরাচারী ও সংখ্যাগুরিষ্ঠাতার অহংকারের রাজনীতির পরাজয় হয়েছে ৷ মানুষ যখন বহুত্ব ও গণতান্ত্রিক শক্তিকে জয়ী করতে চায়, তখন আধিপত্য বিস্তারের কোনও ক্রুর কৌশলই তাদের স্বতঃস্ফূর্ততাকে দমন করতে পারে না ৷" এরপরই কার্যত হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী মমতা লিখেছেন, "গল্পের নৈতিকতা এখানেই, এবং তা আগামীদিনের জন্য শিক্ষা।"

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে অমিত শাহ, জেপি নাড্ডা এমনকী রাজ্যের জেলা নেতৃত্বও ভোটের প্রচারে হিজাব এবং বজরংবলি ইস্যুতে পুরোপুরি মেরুকরণ করার চেষ্টা করেছে। কিন্তু সেষ রক্ষা হল না ৷ ভোটের ফলে দেখা গেল 100-র অনেকটাই নীচে রয়ে গিয়েছে বিজেপি ৷ আর তাতেই উচ্ছ্বসিত দেশের বিজেপি বিরেধী শিবির ৷ এদিন একের পর এক প্রতিক্রিয়া এসেছে বিজেপি বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেত্রীদের তরফে ৷ আরও পড়ুন: বাংলার পথ অনুসরণ করেই কর্ণাটকের মানুষ হারিয়েছে বিজেপিকে: অভিষেক

Last Updated : May 13, 2023, 4:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.