কলকাতা, 16 জানুয়ারি: বিভিন্ন ক্ষেত্রে গেরুয়া রং করা নিয়ে আগেই কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছিল তৃণমূল কংগ্রেস । এ বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিলেন যে, শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে গেরুয়া রং করার কেন্দ্রীয় নির্দেশ মানবে না রাজ্য । মঙ্গলবার এই মর্মে প্রধানমন্ত্রীকে চিঠি লিখে রাজ্যের বক্তব্য স্পষ্ট ভাষায় জানিয়ে দেন মুখ্যমন্ত্রী ।
প্রসঙ্গত, আগেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিভিন্ন হাসপাতালগুলির রং এবং লোগো নিয়ে একটি নির্দেশিকা পাঠিয়েছিল কেন্দ্রীয় সরকার । সেই নির্দেশিকা না মানায় কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ করে দেয় । তা নিয়ে সরব হয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। স্বাস্থ্যের পর এ বার শিক্ষাক্ষেত্রেও শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে গেরুয়াকরণ এবং কেন্দ্রীয় লোগো ব্যবহারের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার । শুধু পশ্চিমবঙ্গ নয়, একই সিদ্ধান্ত প্রত্যেক রাজ্যকেই জানিয়েছে কেন্দ্র । এখানেই আপত্তি রাজ্যের ।
কারণ ইতিমধ্যেই রাজ্যের একটা নিজস্ব ব্র্যান্ডিং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রয়েছে । তাছাড়া বিশ্ববিদ্যালয়গুলি যেহেতু স্বয়ংশাসিত, রাজ্যের টাকাতেই চলে, সে ক্ষেত্রে এ ধরনের নির্দেশিকায় রাজ্যকে উপেক্ষা করার প্রয়াস দেখছে নবান্ন । গোটা বিষয়টিকে অযথা হস্তক্ষেপ হিসেবেই দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এ দিন চিঠিতে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী । এরই বিরোধিতা করে এ দিন প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন তিনি ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
এ ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট বক্তব্য, কেন্দ্রের এই সিদ্ধান্ত কোনওভাবেই মানা সম্ভব নয় । রাজ্যে কেন্দ্রীয় সরকার তাদের অফিসের রং পরিবর্তন করে গেরুয়া করে দিচ্ছে । রেলস্টেশন, মেট্রো স্টেশনের রং পরিবর্তন করে গেরুয়া করে দিচ্ছে । কোনও কিছুই মানছে না ।
প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে বারবার গেরুয়াকরণ নিয়ে সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী । হাসপাতাল থেকে খেলার মাঠ, এমনকি ইন্ডিয়া টিমের জার্সির গেরুয়া রং নিয়েও সরব হন তিনি । এ দিন শিক্ষাক্ষেত্রেও সেই পুরনো অভিযোগেরই পুনরাবৃত্তি শোনা গেল তাঁর মুখে ৷
আরও পড়ুন: