ETV Bharat / state

Mamata Banerjee on mothers day: মাতৃদিবসে আবেগপ্রবণ মুখ্যমন্ত্রী, লিখলেন কবিতা 'মা' - জীবনের মায়ের ভূমিকা কী

নিজের মা গায়ত্রীদেবীর কথা বারবারই বলতেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ 'আন্তর্জাতিক মাতৃ দিবসে' আবেগপ্রবণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷

Etv Bharat
মুখ্যমন্ত্রী লিখলেন কবিতা 'মা'
author img

By

Published : May 14, 2023, 4:27 PM IST

কলকাতা, 14 মে: 'আন্তর্জাতিক মাতৃদিবসে' আবেগপ্রবণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ পোস্ট করলেন কবিতাও ৷ টুইটারে রবিবার মুখ্যমন্ত্রী লেখেন, "মাতৃদিবস উপলক্ষ্যে সকল মা-এর প্রতি আমার গভীর শ্রদ্ধার্ঘ্য, প্রণাম ও অভিনন্দন ৷" এর সঙ্গেই পাঁচ স্তবকের একটি দীর্ঘ কবিতাও এদিন টুইটারের দেওয়ালে পোস্ট করেন মুখ্যমন্ত্রী ৷ সেই কবিতার পরতে পরতে রয়েছে আবেগ ৷ কবিতার নাম দিয়েছেন তিনি 'মা' ৷

জীবনের মায়ের ভূমিকা কী, তা বলে বোঝানো সম্ভব নয় ৷ এদিন বিশ্ব মাতৃদিবসে সেই মায়ের কথাই নতুন করে নতুন ভাবে তুলে ধরলেন মুখ্যমন্ত্রী ৷ এদিন কেউ আড়ম্বরে তো কেউ চুপিসারেই নিজের মায়ের প্রতি ভালবাসা জাহির করছেন। তবে মাতৃদিবস কী বছরের একটি দিনেই সীমাবদ্ধ থাকে ? এদিন মুখ্যমন্ত্রীর কবিতাতেও সেই ইঙ্গিত মিলেছে ৷ মায়ের জন্য আলাদা কোনও দিন হয় না, প্রতিটি দিনই মায়ের জন্য। আর তা নিয়েই এবার কলম ধরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি লিখেছেন, "'মা' যে মোদের 'মা', মমত্বভরা হাসি নিয়েই অনুপ্রেরণা দাও মা ৷"

নিজের মা গায়ত্রীদেবীর কথা বারবারই বলতেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ রাজ্যে বিরোধী নেত্রী থাকাকালীন নন্দীগ্রাম বা সিঙ্গুর আন্দোলন, তারও আগে যুব কংগ্রেসের ডাকে মহাকরণ অভিযান, প্রতিক্ষেত্রেই আঘাত নেমে এসেছিল মমতা বন্দ্যোপাধ্য়ায়ের উপর ৷ কখনও শাসকের হাতে তো কখনও শাসকের পুলিশের দ্বারা নিগৃহীত হতে হয়েছিল তাঁকে ৷ সেই সময় তাঁর মায়ের মন কীভাবে ব্যাকুল হয়ে উঠত তাও অকপটে জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ 2011 সালে বাংলার মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর এক সাক্ষাৎকারে মমতা বন্দ্যোপাধ্য়ায় মায়ের কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন ৷ তিনি জানিয়েছিলেন, প্রতিদিনই তিনি মায়ের সঙ্গে দেখা করে এবং তাঁকে প্রণাম করেই বাড়ি থেকে বেরোতেন ৷ এমনকী বেরোনোর সময় মা তাঁর হাতে কিছু টাকাও দিয়ে দিতেন ৷ এদিন মাতৃদিবসে মুখ্যমন্ত্রীর কবিতাতেও সেই আবেগের ছোঁয়া স্পষ্ট ৷ কোথাও যে তাঁর নিজের মায়ের কথাও এদিন মনে পড়ছে তা তাঁর কবিতাতেই স্পষ্ট ৷

এদিন মমতা তাঁর কবিতায় লিখেছেন, "মা যার নেই সে বড় একেলা/ ব্যথার সময় যায় না দুঃখকে ভোলা ৷ মায়ের ডাক, আসল ডাক/ পিছু ডাকলেও আশীর্বাদ ৷"

আরও পড়ুন: শতবর্ষে মৃণাল সেন, ফিরে দেখা তাঁর কালজয়ী কিছু ছবি

কলকাতা, 14 মে: 'আন্তর্জাতিক মাতৃদিবসে' আবেগপ্রবণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ পোস্ট করলেন কবিতাও ৷ টুইটারে রবিবার মুখ্যমন্ত্রী লেখেন, "মাতৃদিবস উপলক্ষ্যে সকল মা-এর প্রতি আমার গভীর শ্রদ্ধার্ঘ্য, প্রণাম ও অভিনন্দন ৷" এর সঙ্গেই পাঁচ স্তবকের একটি দীর্ঘ কবিতাও এদিন টুইটারের দেওয়ালে পোস্ট করেন মুখ্যমন্ত্রী ৷ সেই কবিতার পরতে পরতে রয়েছে আবেগ ৷ কবিতার নাম দিয়েছেন তিনি 'মা' ৷

জীবনের মায়ের ভূমিকা কী, তা বলে বোঝানো সম্ভব নয় ৷ এদিন বিশ্ব মাতৃদিবসে সেই মায়ের কথাই নতুন করে নতুন ভাবে তুলে ধরলেন মুখ্যমন্ত্রী ৷ এদিন কেউ আড়ম্বরে তো কেউ চুপিসারেই নিজের মায়ের প্রতি ভালবাসা জাহির করছেন। তবে মাতৃদিবস কী বছরের একটি দিনেই সীমাবদ্ধ থাকে ? এদিন মুখ্যমন্ত্রীর কবিতাতেও সেই ইঙ্গিত মিলেছে ৷ মায়ের জন্য আলাদা কোনও দিন হয় না, প্রতিটি দিনই মায়ের জন্য। আর তা নিয়েই এবার কলম ধরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি লিখেছেন, "'মা' যে মোদের 'মা', মমত্বভরা হাসি নিয়েই অনুপ্রেরণা দাও মা ৷"

নিজের মা গায়ত্রীদেবীর কথা বারবারই বলতেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ রাজ্যে বিরোধী নেত্রী থাকাকালীন নন্দীগ্রাম বা সিঙ্গুর আন্দোলন, তারও আগে যুব কংগ্রেসের ডাকে মহাকরণ অভিযান, প্রতিক্ষেত্রেই আঘাত নেমে এসেছিল মমতা বন্দ্যোপাধ্য়ায়ের উপর ৷ কখনও শাসকের হাতে তো কখনও শাসকের পুলিশের দ্বারা নিগৃহীত হতে হয়েছিল তাঁকে ৷ সেই সময় তাঁর মায়ের মন কীভাবে ব্যাকুল হয়ে উঠত তাও অকপটে জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ 2011 সালে বাংলার মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর এক সাক্ষাৎকারে মমতা বন্দ্যোপাধ্য়ায় মায়ের কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন ৷ তিনি জানিয়েছিলেন, প্রতিদিনই তিনি মায়ের সঙ্গে দেখা করে এবং তাঁকে প্রণাম করেই বাড়ি থেকে বেরোতেন ৷ এমনকী বেরোনোর সময় মা তাঁর হাতে কিছু টাকাও দিয়ে দিতেন ৷ এদিন মাতৃদিবসে মুখ্যমন্ত্রীর কবিতাতেও সেই আবেগের ছোঁয়া স্পষ্ট ৷ কোথাও যে তাঁর নিজের মায়ের কথাও এদিন মনে পড়ছে তা তাঁর কবিতাতেই স্পষ্ট ৷

এদিন মমতা তাঁর কবিতায় লিখেছেন, "মা যার নেই সে বড় একেলা/ ব্যথার সময় যায় না দুঃখকে ভোলা ৷ মায়ের ডাক, আসল ডাক/ পিছু ডাকলেও আশীর্বাদ ৷"

আরও পড়ুন: শতবর্ষে মৃণাল সেন, ফিরে দেখা তাঁর কালজয়ী কিছু ছবি

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.