ETV Bharat / state

Mamata Banerjee Wish: বোধনের মধ্যে দিয়ে আজ থেকে শুরু দেবীর আরাধনা, রাজ্যবাসীকে মহাষষ্ঠীর শুভেচ্ছা মমতার - মহাষষ্ঠীর শুভেচ্ছা

রাজ্যবাসীকে মহাষষ্ঠীর শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সোশাল মিডিয়ায় ছবি পোস্ট করে পুজো শুরুর শুভ কামনা জানালেন তিনি ৷

Etv Bharat
পুজোর শুভেচ্ছা মমতার
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 20, 2023, 10:08 AM IST

Updated : Oct 20, 2023, 10:23 AM IST

কলকাতা, 20 অক্টোবর: আজ মহাষষ্ঠী ৷ দেবীর বোধনের মধ্যে দিয়ে শুক্রবার থেকেই পুরোদমে পুজো শুরু ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সোশাল মিডিয়ার মাধ্যমে রাজ্যবাসীকে মহাষষ্ঠীর শুভেচ্ছা জানিয়েছেন ৷ এক্স-এ (টুইটার) মা দুর্গার ছবি পোস্ট করে তিনি সকলকে আন্তরিক শুভকামনা জানিয়েছেন ৷ এর আগে তৃতীয়া এবং চতুর্থীতেও এভাবেই শুভেচ্ছা জানান প্রশাসনিক প্রধান। পুজো হোক বা অন্য যে কোনও উৎসবেই এভাবে শুভেচ্ছা জানান তিনি।

এবারের পুজো মুখ্যমন্ত্রীর কাছে অনেকটাই অন্যরকম। পায়ের চোট থাকায় আপাতত বাড়িতে থাকতে হচ্ছে মমতাকে। কয়েক মাস আগে উত্তরবঙ্গ সফরে হেলিকপ্টার থেকে নামতে গিয়ে চোট পান মমতা। সেখান থেকে এসএসকেএম হাসপাতালে নিয়ে এসে তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়। তখনকার মতো পরিস্থিতি নিয়ন্ত্রণেও চলে আসে। পরে বিদেশে গিয়ে ব্যথা বাড়ে মমতার। স্পেন-দুবাই সফর শেষে কলকাতায় ফিরে চিকিৎসকদের পরামর্শে সেপ্টেম্বর মাসের শেষ থেকে বাড়িতেই আছেন। প্রশাসনিক কাজ থেকে শুরু করে মন্ত্রী-আমলাদের সঙ্গে বৈঠক সেরেছেন বাড়ি থেকেই।

মুখ্যমন্ত্রী হওয়ার আগে থেকেই পুজোর উদ্বোধন করেন মমতা। মুখ্যমন্ত্রী হওয়ার পর সেই পরিধি আরও অনেকটা বেড়েছে। গত কয়েক বছরে বারবার দেখা দিয়েছে কলকাতার দক্ষিণ থেকে শুরু করে উত্তরে পুজোর উদ্বোধন করেন মমতা। এবারও করেছেন। তবে ভার্চুয়াল মাধ্যমে। এখনও পর্যন্ত যা খবর পাওয়া গিয়েছে তাতে পুজোয় বাড়ি থেকে বেরনোর কোনও পরিকল্পনা নেই মুখ্যমন্ত্রীর।

বাড়ি থেকেই রাজ্যের পরিস্থিতির উপর নজর রাখছেন। প্রশাসন থেকে শুরু করে পুলিশের বড় কর্তাদের থেকে রাজ্যের বিভিন্ন এলাকার খোঁজ-খবর নিচ্ছেন। দলের নেতাদের থেকেও বিভিন্ন এলাকার পরিস্থিতি জানার চেষ্টা করছেন। উৎসবের মরশুমে নানা ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে থাকে। সঙ্গে সঙ্গে ব্যবস্থা না নিলে অচিরেই বড় ঘটনা ঘটার আশঙ্কা থাকে। এমতাবস্থায় প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মমতা।

আরও পড়ুন: সেরা পুজো প্যান্ডেলকে 5 লক্ষ টাকার পুরস্কার, বাঙালিয়ানা অ্যাওয়ার্ডের ঘোষণা রাজ্যপালের

কলকাতা, 20 অক্টোবর: আজ মহাষষ্ঠী ৷ দেবীর বোধনের মধ্যে দিয়ে শুক্রবার থেকেই পুরোদমে পুজো শুরু ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সোশাল মিডিয়ার মাধ্যমে রাজ্যবাসীকে মহাষষ্ঠীর শুভেচ্ছা জানিয়েছেন ৷ এক্স-এ (টুইটার) মা দুর্গার ছবি পোস্ট করে তিনি সকলকে আন্তরিক শুভকামনা জানিয়েছেন ৷ এর আগে তৃতীয়া এবং চতুর্থীতেও এভাবেই শুভেচ্ছা জানান প্রশাসনিক প্রধান। পুজো হোক বা অন্য যে কোনও উৎসবেই এভাবে শুভেচ্ছা জানান তিনি।

এবারের পুজো মুখ্যমন্ত্রীর কাছে অনেকটাই অন্যরকম। পায়ের চোট থাকায় আপাতত বাড়িতে থাকতে হচ্ছে মমতাকে। কয়েক মাস আগে উত্তরবঙ্গ সফরে হেলিকপ্টার থেকে নামতে গিয়ে চোট পান মমতা। সেখান থেকে এসএসকেএম হাসপাতালে নিয়ে এসে তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়। তখনকার মতো পরিস্থিতি নিয়ন্ত্রণেও চলে আসে। পরে বিদেশে গিয়ে ব্যথা বাড়ে মমতার। স্পেন-দুবাই সফর শেষে কলকাতায় ফিরে চিকিৎসকদের পরামর্শে সেপ্টেম্বর মাসের শেষ থেকে বাড়িতেই আছেন। প্রশাসনিক কাজ থেকে শুরু করে মন্ত্রী-আমলাদের সঙ্গে বৈঠক সেরেছেন বাড়ি থেকেই।

মুখ্যমন্ত্রী হওয়ার আগে থেকেই পুজোর উদ্বোধন করেন মমতা। মুখ্যমন্ত্রী হওয়ার পর সেই পরিধি আরও অনেকটা বেড়েছে। গত কয়েক বছরে বারবার দেখা দিয়েছে কলকাতার দক্ষিণ থেকে শুরু করে উত্তরে পুজোর উদ্বোধন করেন মমতা। এবারও করেছেন। তবে ভার্চুয়াল মাধ্যমে। এখনও পর্যন্ত যা খবর পাওয়া গিয়েছে তাতে পুজোয় বাড়ি থেকে বেরনোর কোনও পরিকল্পনা নেই মুখ্যমন্ত্রীর।

বাড়ি থেকেই রাজ্যের পরিস্থিতির উপর নজর রাখছেন। প্রশাসন থেকে শুরু করে পুলিশের বড় কর্তাদের থেকে রাজ্যের বিভিন্ন এলাকার খোঁজ-খবর নিচ্ছেন। দলের নেতাদের থেকেও বিভিন্ন এলাকার পরিস্থিতি জানার চেষ্টা করছেন। উৎসবের মরশুমে নানা ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে থাকে। সঙ্গে সঙ্গে ব্যবস্থা না নিলে অচিরেই বড় ঘটনা ঘটার আশঙ্কা থাকে। এমতাবস্থায় প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মমতা।

আরও পড়ুন: সেরা পুজো প্যান্ডেলকে 5 লক্ষ টাকার পুরস্কার, বাঙালিয়ানা অ্যাওয়ার্ডের ঘোষণা রাজ্যপালের

Last Updated : Oct 20, 2023, 10:23 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.