ETV Bharat / state

Mamata to Visit Delhi: জি20-র জন্য নো ফ্লাই জোন, শনির বদলে শুক্রেই দিল্লি যাচ্ছেন মমতা - দিল্লি যাচ্ছেন মমতা

Mamata to Visit Delhi: জি20-র জন্য শুক্রবারের পর থেকে দিল্লিতে নো ফ্লাই জোন ৷ তাই রাষ্ট্রপতির আমন্ত্রণে সাড়া দিতে শনিবারের বদলে শুক্রবারই দিল্লি সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

Mamata to Visit Delhi
মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 7, 2023, 5:51 PM IST

Updated : Sep 7, 2023, 6:32 PM IST

কলকাতা, 7 সেপ্টেম্বর: আগামী শনিবার নয়, জি20 বৈঠক উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আমন্ত্রণে নৈশভোজে যোগ দিতে আগামিকাল অর্থাৎ শুক্রবারই দিল্লি যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

এই মুহূর্তে জি20 বৈঠক উপলক্ষে দিল্লিকে আগামিকালের পর নো ফ্লাই জোন হিসাবে ঘোষণা করা হয়েছে । নিরাপত্তা ব্যবস্থারও ভীষণভাবে কড়াকড়ি করা হয়েছে । একাধিক দেশের রাষ্ট্রপ্রধান উপস্থিত থাকবেন জি20-র বৈঠকে ৷ তাই নিশ্চিদ্র নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে দিল্লিকে । খুব স্বাভাবিকভাবেই আগামিকাল না গেলে রাষ্ট্রপতির আমন্ত্রণে জি20-র রাষ্ট্রনেতাদের সম্মানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দেওয়া নৈশভোজে যোগ দেওয়া সম্ভব হবে না রাজ্যের মুখ্যমন্ত্রীর । তাই আগামিকালই দিল্লি উড়ে যাবেন তিনি ।

এখনও পর্যন্ত যা খবর, আগামিকাল অর্থাৎ শুক্রবার বিকেলের বিমানে দিল্লি যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আগামী 9 তারিখ গোটা দিন দিল্লিতে থাকবেন বাংলার মুখ্যমন্ত্রী । এরপর তাঁর ফিরে আসার কথা আগামী 10 সেপ্টেম্বর । একা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন, দিল্লিতে জি20 উপলক্ষে আয়োজিত রাষ্ট্রপতির ডাকা নৈশভোজে আমন্ত্রিত দেশের বিভিন্ন বিরোধী নেতৃত্বও । বাংলার মুখ্যমন্ত্রীর পাশাপাশি তাঁরাও এই সময় দিল্লিতে উপস্থিত থাকবেন । ফলে এই সুযোগে আরও একবার বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বের সঙ্গে মুখোমুখি হওয়ার একটা সুযোগ রয়েছে বাংলার মুখ্যমন্ত্রীর ।

আরও পড়ুন: এক ধাক্কায় বেতন অনেকটা বাড়ল বিধায়ক-মন্ত্রীদের, তবে বৃদ্ধি হল না মুখ্যমন্ত্রীর

এছাড়াও এই বৈঠকে উপস্থিত থাকতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা । যাঁর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক অত্যন্ত মধুর । এই অছিলায় মমতা ও হাসিনার মধ্যে সৌজন্য সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা রয়েছে । মোটের উপর আগামিকাল থেকে রবিবার পর্যন্ত দিল্লিতেই থাকছেন মমতা বন্দ্যোপাধ্যায় । রবিবার তিনি দিল্লি থেকে কলকাতায় ফিরবেন ৷ তার পরের দিনই অর্থাৎ আগামী 12 সেপ্টেম্বর, সোমবার স্পেনের উদ্দেশে রওনা হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

কলকাতা, 7 সেপ্টেম্বর: আগামী শনিবার নয়, জি20 বৈঠক উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আমন্ত্রণে নৈশভোজে যোগ দিতে আগামিকাল অর্থাৎ শুক্রবারই দিল্লি যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

এই মুহূর্তে জি20 বৈঠক উপলক্ষে দিল্লিকে আগামিকালের পর নো ফ্লাই জোন হিসাবে ঘোষণা করা হয়েছে । নিরাপত্তা ব্যবস্থারও ভীষণভাবে কড়াকড়ি করা হয়েছে । একাধিক দেশের রাষ্ট্রপ্রধান উপস্থিত থাকবেন জি20-র বৈঠকে ৷ তাই নিশ্চিদ্র নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে দিল্লিকে । খুব স্বাভাবিকভাবেই আগামিকাল না গেলে রাষ্ট্রপতির আমন্ত্রণে জি20-র রাষ্ট্রনেতাদের সম্মানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দেওয়া নৈশভোজে যোগ দেওয়া সম্ভব হবে না রাজ্যের মুখ্যমন্ত্রীর । তাই আগামিকালই দিল্লি উড়ে যাবেন তিনি ।

এখনও পর্যন্ত যা খবর, আগামিকাল অর্থাৎ শুক্রবার বিকেলের বিমানে দিল্লি যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আগামী 9 তারিখ গোটা দিন দিল্লিতে থাকবেন বাংলার মুখ্যমন্ত্রী । এরপর তাঁর ফিরে আসার কথা আগামী 10 সেপ্টেম্বর । একা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন, দিল্লিতে জি20 উপলক্ষে আয়োজিত রাষ্ট্রপতির ডাকা নৈশভোজে আমন্ত্রিত দেশের বিভিন্ন বিরোধী নেতৃত্বও । বাংলার মুখ্যমন্ত্রীর পাশাপাশি তাঁরাও এই সময় দিল্লিতে উপস্থিত থাকবেন । ফলে এই সুযোগে আরও একবার বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বের সঙ্গে মুখোমুখি হওয়ার একটা সুযোগ রয়েছে বাংলার মুখ্যমন্ত্রীর ।

আরও পড়ুন: এক ধাক্কায় বেতন অনেকটা বাড়ল বিধায়ক-মন্ত্রীদের, তবে বৃদ্ধি হল না মুখ্যমন্ত্রীর

এছাড়াও এই বৈঠকে উপস্থিত থাকতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা । যাঁর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক অত্যন্ত মধুর । এই অছিলায় মমতা ও হাসিনার মধ্যে সৌজন্য সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা রয়েছে । মোটের উপর আগামিকাল থেকে রবিবার পর্যন্ত দিল্লিতেই থাকছেন মমতা বন্দ্যোপাধ্যায় । রবিবার তিনি দিল্লি থেকে কলকাতায় ফিরবেন ৷ তার পরের দিনই অর্থাৎ আগামী 12 সেপ্টেম্বর, সোমবার স্পেনের উদ্দেশে রওনা হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

Last Updated : Sep 7, 2023, 6:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.