ETV Bharat / state

শপথগ্রহণের পরই সোজা নবান্নে যাবেন মমতা - শপথগ্রহণের পরই সোজা নবান্নে মমতা

আগামীকাল মমতার শপথগ্রহণ অনুষ্ঠানে হাতে গোণা কয়েকজন অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে ৷ অন্য় কোনও রাজ্য়ের কাউকে আমন্ত্রণ করা হচ্ছে না বলেই জানা গিয়েছে ৷

Mamata Banerjee
ছবি
author img

By

Published : May 4, 2021, 6:28 PM IST

Updated : May 5, 2021, 7:29 AM IST

কলকাতা, 4 মে : বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে আগামীকাল তৃতীয়বারের জন্য শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শপথগ্রহণের পরই তিনি সোজা চলে যাবেন নবান্নে ৷ ফের একবার নবান্নের চোদ্দ তলার দায়িত্ব গুছিয়ে নেবেন মমতা ৷

মুখ্যমন্ত্রী আগেই জানিয়ে দিয়েছেন করোনা পরিস্থিতির জন্য এবার শপথগ্রহণের অনুষ্ঠানে কোনও আড়ম্বর থাকবে না ৷ কাল মমতা একাই শপথগ্রহণ করবেন ৷ বাকি মন্ত্রীরা শপথগ্রহণ করবেন বৃহষ্পতিবার ৷ আগামীকাল মমতার শপথগ্রহণ অনুষ্ঠানে হাতে গোণা কয়েকজন অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে ৷ অন্য় কোনও রাজ্য়ের কাউকে আমন্ত্রণ করা হচ্ছে না বলেই জানা গিয়েছে ৷

আরও পড়ুন : তৃণমূলে যাচ্ছেন ? ভিডিয়ো বার্তায় অবস্থান স্পষ্ট করলেন শোভন-বৈশাখী

এখনও পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে তাতে, ওই অনুষ্ঠানে আমন্ত্রিতদের তালিকায় থাকছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, মনোজ টিগ্গা ৷ আমন্ত্রণ জানানো হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র এবং সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীকে ৷ আমন্ত্রণ গেছে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, প্রাক্তন বিরোধী দলনেতা আব্দুল মান্নানের কাছেও।

কলকাতা, 4 মে : বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে আগামীকাল তৃতীয়বারের জন্য শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শপথগ্রহণের পরই তিনি সোজা চলে যাবেন নবান্নে ৷ ফের একবার নবান্নের চোদ্দ তলার দায়িত্ব গুছিয়ে নেবেন মমতা ৷

মুখ্যমন্ত্রী আগেই জানিয়ে দিয়েছেন করোনা পরিস্থিতির জন্য এবার শপথগ্রহণের অনুষ্ঠানে কোনও আড়ম্বর থাকবে না ৷ কাল মমতা একাই শপথগ্রহণ করবেন ৷ বাকি মন্ত্রীরা শপথগ্রহণ করবেন বৃহষ্পতিবার ৷ আগামীকাল মমতার শপথগ্রহণ অনুষ্ঠানে হাতে গোণা কয়েকজন অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে ৷ অন্য় কোনও রাজ্য়ের কাউকে আমন্ত্রণ করা হচ্ছে না বলেই জানা গিয়েছে ৷

আরও পড়ুন : তৃণমূলে যাচ্ছেন ? ভিডিয়ো বার্তায় অবস্থান স্পষ্ট করলেন শোভন-বৈশাখী

এখনও পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে তাতে, ওই অনুষ্ঠানে আমন্ত্রিতদের তালিকায় থাকছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, মনোজ টিগ্গা ৷ আমন্ত্রণ জানানো হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র এবং সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীকে ৷ আমন্ত্রণ গেছে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, প্রাক্তন বিরোধী দলনেতা আব্দুল মান্নানের কাছেও।

Last Updated : May 5, 2021, 7:29 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.