কলকাতা, 29 মার্চ: বারোটা থেকে আম্বেদকর মূর্তির পাদদেশে চলছে তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনা কর্মসূচি (Mamata Starts Dharna)। ইতিমধ্যেই প্রায় এক ঘণ্টা অতিবাহিত । ধরনা কর্মসূচির প্রথম ঘণ্টায় মৌনতাকেই অস্ত্র করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । যেহেতু এই ধরনা কর্মসূচিতে এখনও পর্যন্ত মমতা একটি শব্দও খরচ করেননি । তাই রাজনৈতিক মহল মনে করছে, এই নীরবতা তাঁর ক্ষেত্রে একটা রাজনৈতিক কৌশল হতে পারে ।
প্রসঙ্গত, কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে মমতার এই লড়াইয়ের দিকে তাকিয়ে আছে গোটা দেশ । একদিকে যখন বিরোধীদের গুরুত্বপূর্ণ মুখ রাহুল গান্ধি লড়াই করছেন তাঁর বিরুদ্ধে হওয়া অবিচারের বিরুদ্ধে, অন্যদিকে তখন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই রাজ্যের স্বার্থ, রাজ্যকে বঞ্চনা ও রাজ্যের প্রাপ্য না দেওয়ার অভিযোগে ।
এ দিন প্রায় ঢিল ছড়া দূরত্বের তৃণমূল কংগ্রেসের দুটি কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে । আম্বেদকর মূর্তির পাদদেশে ধরনায় বসেছেন মমতা আর শহীদ মিনারে সভা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । আর এই দুই কর্মসূচিকে কেন্দ্র করে গোটা এলাকায় কড়া নিরাপত্তা বলয় লক্ষ্য করা গিয়েছে । রেড রোড এবং ময়দানের একটি অংশ তৃণমূলের পতাকায় ছেয়ে গিয়েছে । এ দিন ঠিক বারোটা নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধরনা মঞ্চে উপস্থিত হলেও আম্বেদকরের প্রতিকৃতিতে মাল্যদান ছাড়া আর বিশেষ কোনও বক্তব্য রাখেননি তিনি ।
আরও পড়ুন: কেন্দ্রের বঞ্চনা! আজ দুপুরে আম্বেদকর মূর্তির সামনে ধরনায় মমতা বন্দ্যোপাধ্যায়
সংবিধান প্রণেতা বাবাসাহেব আম্বেদকরকে সাক্ষী রেখে এই মুহূর্তে নীরব ধরনাকেই অস্ত্র করেছেন তিনি । ত্রিশ ঘণ্টা ওখানেই অবস্থান করবেন তিনি । শুরুতে তাঁর সঙ্গে দেখা গিয়েছে ফিরহাদ হাকিম, মালা রায়, অরূপ বিশ্বাসকে । রয়েছেন শশী পাঁজা, বীরবাহা হাঁসদা, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, মনোজ তিওয়ারি-সহ অন্যান্য নেতারা ।
সেখানে নিরাপত্তায় উপস্থিত রয়েছেন যুগ্ম পুলিশ কমিশনার । এছাড়াও প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন রয়েছে । এ দিনই সংসদে আম্বেদকর মূর্তির সামনে তৃণমূল সাংসদরাও বিক্ষোভ প্রদর্শন করেন । তাঁদের দাবি, "সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থাকে হত্যা করা হচ্ছে । এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আজ আমরা বিক্ষোভে সামিল হয়েছি ।"