ETV Bharat / state

মুখ্যমন্ত্রী ভেবেছিলেন, চন্দ্রযান চাঁদে পৌঁছালে সরকার ভেঙে পড়বে : দিলীপ

দেশে অর্থনৈতিক বিপর্যয় হয়েছে ৷ তাই চন্দ্রযান-2 নিয়ে কেন্দ্র মাতামাতি করছে কেন্দ্র ৷ দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেজন্য তাঁর সমালোচনা করলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷

author img

By

Published : Sep 7, 2019, 8:28 PM IST

দিলীপ ঘোষ

কলকাতা, 7 সেপ্টেম্বর : অর্থনৈতিক বিপর্যয় থেকে নজর ঘোরাতেই চন্দ্রযান-2 নিয়ে কেন্দ্র মাতামাতি করছে বলে দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেজন্য তাঁর সমালোচনা করলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ কটাক্ষের সুরে দিলীপ বলেন, "আমাদের মুখ্যমন্ত্রীও কষ্টের মধ্যে ছিলেন । তিনি হয়তো ভেবেছিলেন, চন্দ্রযান যদি চাঁদে পৌঁছে যায় তাহলে হয়তো পশ্চিমবঙ্গে সরকারটাও ভেঙে যাবে । পাকিস্তান, ইমরান খানের সুরে কথা বলছেন মুখ্যমন্ত্রী ৷ "

গতকাল চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের কথা ছিল চন্দ্রযান 2-র ল্যান্ডার বিক্রমের ৷ সেই অবতরণ দেখার জন্য বেঙ্গালুরুতে ISRO-র দপ্তরে ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মুখ্যমন্ত্রী দাবি করেন, "দেশের অর্থনৈতিক বিপর্যয় থেকে সাধারণ মানুষের দৃষ্টি অন্য দিকে ঘুরিয়ে দেওয়ার জন্যই চন্দ্রযান-2 নিয়ে এত প্রচার করছে কেন্দ্রীয় সরকার ৷"

আজ সকালে ICCR অডিটোরিয়ামে বিধানসভা ভোটের প্রস্তুতি বৈঠক ছিল BJP-র ৷ সেখানে উপস্থিত ছিলেন কৈলাস বিজয়বর্গীয়, শিবপ্রকাশ, অরবিন্দ মেনন, দিলীপ ঘোষ, মুকুল রায়, দিলীপ ঘোষরা ৷ সেখানে দিলীপবাবু বলেন, "ভারতের আনন্দে অনেকেই তাল মেলাতে পারছেন না । তাঁরা পাকিস্তানের সঙ্গে সুর মেলাচ্ছে । "

কলকাতা, 7 সেপ্টেম্বর : অর্থনৈতিক বিপর্যয় থেকে নজর ঘোরাতেই চন্দ্রযান-2 নিয়ে কেন্দ্র মাতামাতি করছে বলে দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেজন্য তাঁর সমালোচনা করলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷ কটাক্ষের সুরে দিলীপ বলেন, "আমাদের মুখ্যমন্ত্রীও কষ্টের মধ্যে ছিলেন । তিনি হয়তো ভেবেছিলেন, চন্দ্রযান যদি চাঁদে পৌঁছে যায় তাহলে হয়তো পশ্চিমবঙ্গে সরকারটাও ভেঙে যাবে । পাকিস্তান, ইমরান খানের সুরে কথা বলছেন মুখ্যমন্ত্রী ৷ "

গতকাল চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের কথা ছিল চন্দ্রযান 2-র ল্যান্ডার বিক্রমের ৷ সেই অবতরণ দেখার জন্য বেঙ্গালুরুতে ISRO-র দপ্তরে ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মুখ্যমন্ত্রী দাবি করেন, "দেশের অর্থনৈতিক বিপর্যয় থেকে সাধারণ মানুষের দৃষ্টি অন্য দিকে ঘুরিয়ে দেওয়ার জন্যই চন্দ্রযান-2 নিয়ে এত প্রচার করছে কেন্দ্রীয় সরকার ৷"

আজ সকালে ICCR অডিটোরিয়ামে বিধানসভা ভোটের প্রস্তুতি বৈঠক ছিল BJP-র ৷ সেখানে উপস্থিত ছিলেন কৈলাস বিজয়বর্গীয়, শিবপ্রকাশ, অরবিন্দ মেনন, দিলীপ ঘোষ, মুকুল রায়, দিলীপ ঘোষরা ৷ সেখানে দিলীপবাবু বলেন, "ভারতের আনন্দে অনেকেই তাল মেলাতে পারছেন না । তাঁরা পাকিস্তানের সঙ্গে সুর মেলাচ্ছে । "

Intro:
07-09-19

সুজয় ঘোষ, কলকাতা




কলকাতা: চন্দ্রযান ২ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আইসিসিআর অডিটোরিয়ামে দলীয় বৈঠকের শুরুতে ভাষণে শনিবার দিলীপবাবু বলেন, "ভারতের আনন্দে, দুঃখ-কষ্টে অনেকেই তাল মেলাতে পারছেন না। তারা পাকিস্তানের সঙ্গে সুর মেলাচ্ছে। চন্দ্রযান ২ সারা দেশের মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা জাগিয়েছে। চন্দ্রযান ২ এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় রাত দুটোর পর। নকশালপন্থী লোকজন নাকি এটা নিয়ে আনন্দ করেছেন। আমাদের মুখ্যমন্ত্রীও কষ্টের মধ্যে ছিলেন। তিনি হয়তো ভাবছিলেন চন্দ্রযান যদি পৌঁছে যায় তাহলে হয়তো পশ্চিমবঙ্গে সরকারটা ভেঙে যাবে। পাকিস্তান, ইমরান খানের সুরে কথা বলছেন মুখ্যমন্ত্রী।"



শনিবার সকাল থেকে আইসিসিআর এ শুরু হয়েছে বিধানসভা ভোটের প্রস্তুতি বৈঠক। সেখানে রয়েছেন কৈলাস বিজয়বর্গীয়, শিবপ্রকাশ, অরবিন্দ মেনন, দিলীপ ঘোষ, মুকুল রায়রা। এদিন, দলীয় নেতা কর্মীদের সংগঠিতভাবে চলার জন্য ফের বার্তা দিয়েছেন দিলীপ ঘোষ। তিনি বলেছেন, বিভিন্ন পার্টি থেকে অনেক অভিজ্ঞ রাজনীতিকরা বিজেপিতে আসছেন। তাদের যোগ্য সন্মান দিয়ে কাজে লাগানো হবে। নতুন-পুরনো সকলকে নিয়ে এগোতে হবে। রাজনৈতিক মহল মনে করছে, বিজেপিতে আসা নতুন ও দলের পুরনোদের মধ্যে একটা দ্বন্দ্ব রয়েছে। তাই এমন বার্তা রাজ্য সভাপতি দিয়েছেন। বিভিন্ন দল থেকে বিজেপিতে অনেকে যোগদান করছে। দল বাড়ছে। দিলীপ ঘোষ নেতা-কর্মীদের বলেছেন, বেশি লোক নিয়ে কাজ করার অভ্যাস তৈরি করতে হবে। মানসিকতা তে পরিবর্তন আনতে হবে। মন বড় করতে হবে। আর যারা নতুন দলে আসছেন তাদেরকেও বার্তা, বিজেপি পরিবারে এসে সাবলীল হয়ে কাজ করুন। বাংলায় এখনও পর্যন্ত বিজেপির সদস্য সংখ্যা ৯০ লক্ষ ছাড়িয়েছে বলে এদিন দাবি করেছেন দিলীপ ঘোষ। বলেছেন, টার্গেট ১ কোটি। ১ কোটি সদস্য করতে পারলে তবেই ২০২১ এ বাংলায় পরিবর্তন সম্ভব। বললেন দিলীপ ঘোষ।Body: কপিConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.