ETV Bharat / state

Mamata Banerjee: শান্তিনিকেতনের ফলকে ব্রাত্য স্বয়ং রবীন্দ্রনাথ! আন্দোলনের হুঁশিয়ারি মমতার - মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়

Mamata on Visva-Bharati Plaque Controversy: শান্তিনিকেতন ইউনেসকোর স্বীকৃতি রবীন্দ্রনাথের জন্য। ফলকে তাঁরই জায়গা হচ্ছে না ! বৃহস্পতিবার কার্যত এই ভাষাতেই ক্ষোভ উগড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 26, 2023, 3:20 PM IST

Updated : Oct 26, 2023, 5:18 PM IST

আন্দোলনের হুঁশিয়ারি মমতার

কলকাতা, 26 অক্টোবর: শান্তিনিকেতন ইউনেসকোর স্বীকৃতি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য। ফলকে তাঁরই জায়গা হচ্ছে না ! বৃহস্পতিবার কার্যত এই ভাষাতেই ক্ষোভ উগড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ এদিন দুপুরে বাড়িতেই সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী ৷ কার্যত উষ্মা প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, "উৎসব চলছিল তাই চুপ ছিলাম। আগামিকালের মধ্যে ফলকে রবীন্দ্রনাথের নাম না-ফেরানো হলে আমাদের ছেলেরা আন্দোলনে বসবে । শান্তিনিকেতন ইউনেসকোর স্বীকৃতি রবীন্দ্রনাথের জন্য। ফলকে তাঁরই জায়গা হচ্ছে না !"

বিশ্ব ঐতিহ্যের ফলকে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম না থাকলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বুকে রবীন্দ্রনাথের ছবি নিয়ে আন্দোলনে নামবেন তৃণমূলের লোকজন, কালীঘাটে সাংবাদিক বৈঠক থেকে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ প্রসঙ্গত, ইউনেসকোর ওয়ার্ল্ড হেরিটেজ তকমার পর একটি ফলক বসিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। তাতে আচার্য হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উপাচার্যের নাম রয়েছে, ব্রাত্য স্বয়ং গুরুদেব রবীন্দ্রনাথ। যা নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে ৷

27 সেপ্টেম্বর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনকে 'ওয়ার্ল্ড হেরিটেজ' বা 'বিশ্ব ঐতিহ্যের' তকমা দিয়েছে ইউনেসকো। যা নিয়ে গর্বিত সকলেই ৷ এরই মাঝে দেখা গেল বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে ঐতিহ্যবাহী উপাসনা গৃহ, রবীন্দ্রভবন ও গৌরপ্রাঙ্গণে তিনটি শ্বেত পাথরের ফলক বসানো হয়েছে। তাতে লেখা হয়েছে, "ইউনেসকো স্বীকৃত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট"। এর নীচে দুটি নাম দেওয়া হয়েছে ৷ একটি বিশ্বভারতীর আচার্য হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং দ্বিতীয়টি উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর। স্বয়ং গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরই ব্রাত্য বিশ্ব ঐতিহ্যের ফলক থেকে।

  • #WATCH | West Bengal CM Mamata Banerjee says, " Santiniketan has got UNESCO tag because of Rabindranath Tagore...He is the creator of Viswa Bharti & Santiniketan....Earlier, they (BJP) used to say that Mamata ji doesn't allow Durga puja in the state. Now that Durga Puja has got a… pic.twitter.com/FDr9r94Zro

    — ANI (@ANI) October 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বিশ্বভারতীর অধ্যাপক সংগঠন থেকে শুরু করে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত শান্তিনিকেতন ট্রাস্ট ও আশ্রমিকরা ইতিমধ্যেই বিষয়টি নিয়ে সরব হয়েছেন ৷ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু-সহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি দিয়ে অভিযোগও করা হয়েছে ৷

এদিন কালীঘাটের বাড়িতে সাংবাদিক বৈঠক থেকে এই বিষয়ে সোচ্চার হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কার্যত হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, "আজ শান্তিনিকেতন ওয়ার্ল্ড হেরিটেজ হয়েছে তাঁর কৃতিত্ব একমাত্র গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের। তিনি শান্তিনিকেতন ও বিশ্বভারতীর নির্মাতা। তাঁর নাম বাদ দিয়ে দিয়েছে। যা খুশি তাই শুরু করেছে ৷ আগামিকাল সকালের মধ্যে যদি রবীন্দ্রনাথের নাম দেওয়া হয় তবে শুক্রবার সকাল 10টা থেকে আমাদের লোকজন বুকে রবীন্দ্রনাথের ছবি নিয়ে শান্তিনিকেতনে প্রতিবাদে নামবে।"

আরও পড়ুন: বালু মারা গেলে ইডির বিরুদ্ধে এফআইআর করব, হুঁশিয়ারি ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর

অর্থাৎ, আরও একবার বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী। এর আগেও উপাচার্য বিভিন্ন মন্তব্য ও সিদ্ধান্ত নিয়েছে, যার বিরুদ্ধে সরব হয়েছিল তৃণমূল ৷ এমনকী নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে উচ্ছেদের সিদ্ধান্তের বিরুদ্ধেও পথে নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আন্দোলনের হুঁশিয়ারি মমতার

কলকাতা, 26 অক্টোবর: শান্তিনিকেতন ইউনেসকোর স্বীকৃতি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য। ফলকে তাঁরই জায়গা হচ্ছে না ! বৃহস্পতিবার কার্যত এই ভাষাতেই ক্ষোভ উগড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ এদিন দুপুরে বাড়িতেই সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী ৷ কার্যত উষ্মা প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, "উৎসব চলছিল তাই চুপ ছিলাম। আগামিকালের মধ্যে ফলকে রবীন্দ্রনাথের নাম না-ফেরানো হলে আমাদের ছেলেরা আন্দোলনে বসবে । শান্তিনিকেতন ইউনেসকোর স্বীকৃতি রবীন্দ্রনাথের জন্য। ফলকে তাঁরই জায়গা হচ্ছে না !"

বিশ্ব ঐতিহ্যের ফলকে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম না থাকলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বুকে রবীন্দ্রনাথের ছবি নিয়ে আন্দোলনে নামবেন তৃণমূলের লোকজন, কালীঘাটে সাংবাদিক বৈঠক থেকে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ প্রসঙ্গত, ইউনেসকোর ওয়ার্ল্ড হেরিটেজ তকমার পর একটি ফলক বসিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। তাতে আচার্য হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উপাচার্যের নাম রয়েছে, ব্রাত্য স্বয়ং গুরুদেব রবীন্দ্রনাথ। যা নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে ৷

27 সেপ্টেম্বর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনকে 'ওয়ার্ল্ড হেরিটেজ' বা 'বিশ্ব ঐতিহ্যের' তকমা দিয়েছে ইউনেসকো। যা নিয়ে গর্বিত সকলেই ৷ এরই মাঝে দেখা গেল বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফে ঐতিহ্যবাহী উপাসনা গৃহ, রবীন্দ্রভবন ও গৌরপ্রাঙ্গণে তিনটি শ্বেত পাথরের ফলক বসানো হয়েছে। তাতে লেখা হয়েছে, "ইউনেসকো স্বীকৃত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট"। এর নীচে দুটি নাম দেওয়া হয়েছে ৷ একটি বিশ্বভারতীর আচার্য হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং দ্বিতীয়টি উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর। স্বয়ং গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরই ব্রাত্য বিশ্ব ঐতিহ্যের ফলক থেকে।

  • #WATCH | West Bengal CM Mamata Banerjee says, " Santiniketan has got UNESCO tag because of Rabindranath Tagore...He is the creator of Viswa Bharti & Santiniketan....Earlier, they (BJP) used to say that Mamata ji doesn't allow Durga puja in the state. Now that Durga Puja has got a… pic.twitter.com/FDr9r94Zro

    — ANI (@ANI) October 26, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বিশ্বভারতীর অধ্যাপক সংগঠন থেকে শুরু করে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত শান্তিনিকেতন ট্রাস্ট ও আশ্রমিকরা ইতিমধ্যেই বিষয়টি নিয়ে সরব হয়েছেন ৷ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু-সহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও রাজ্যপাল সিভি আনন্দ বোসকে চিঠি দিয়ে অভিযোগও করা হয়েছে ৷

এদিন কালীঘাটের বাড়িতে সাংবাদিক বৈঠক থেকে এই বিষয়ে সোচ্চার হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কার্যত হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, "আজ শান্তিনিকেতন ওয়ার্ল্ড হেরিটেজ হয়েছে তাঁর কৃতিত্ব একমাত্র গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের। তিনি শান্তিনিকেতন ও বিশ্বভারতীর নির্মাতা। তাঁর নাম বাদ দিয়ে দিয়েছে। যা খুশি তাই শুরু করেছে ৷ আগামিকাল সকালের মধ্যে যদি রবীন্দ্রনাথের নাম দেওয়া হয় তবে শুক্রবার সকাল 10টা থেকে আমাদের লোকজন বুকে রবীন্দ্রনাথের ছবি নিয়ে শান্তিনিকেতনে প্রতিবাদে নামবে।"

আরও পড়ুন: বালু মারা গেলে ইডির বিরুদ্ধে এফআইআর করব, হুঁশিয়ারি ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর

অর্থাৎ, আরও একবার বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী। এর আগেও উপাচার্য বিভিন্ন মন্তব্য ও সিদ্ধান্ত নিয়েছে, যার বিরুদ্ধে সরব হয়েছিল তৃণমূল ৷ এমনকী নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে উচ্ছেদের সিদ্ধান্তের বিরুদ্ধেও পথে নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Last Updated : Oct 26, 2023, 5:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.