কলকাতা, 20 জুন: রাজনৈতিক নেতা হলেও মমতা বন্দ্যোপাধ্যায় নানা প্রতিভার অধিকারী। তিনি কবিতা লেখেন, গান বাঁধেন, আবার তাতে সুরও দেন। এবার নাচের ইচ্ছাপ্রকাশ করলেন বাংলার মুখ্যমন্ত্রী। মঙ্গলবার ছিল ইসকনের 52তম রথযাত্রা। এই রথযাত্রায় উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী, নুসরত-সহ একাধিক চলচ্চিত্র জগতের কুশীলবেরা। সেখানেই নৃত্য পরিবেশন করেন ডোনা গঙ্গোপাধ্যায়ের ওডিশি নৃত্যের গ্রুপ। রথযাত্রার উদ্বোধনে এসে তা দেখে নাচের ইচ্ছেপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত, অতীতেও একাধিকবার আদিবাসী নৃত্যের সঙ্গে তালে তাল মেলাতে দেখা গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীকে। নেতাজি ইনডোর স্টেডিয়ামে রাষ্ট্রপতিকে সম্মাননা জানানোর দিন আদিবাসী নৃত্যে পা মেলাতে দেখা যায় রাজ্যের মুখ্যমন্ত্রীকে। সে সময় তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদাও। সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের গ্রুপ এদিন ইসকনে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার সামনে যে নৃত্য পরিবেশন করেন, তা ওডিশি নৃত্য ঘরানার অংশ।
ওডিশি নৃত্যশৈলী ভীষণ কঠিন বলে মনে করেন অনেকেই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানিয়েছেন, হাতের কায়দাগুলি একটু দেখে নিলে তিনিও এই নাচ পারবেন। ঠিক কী বলেছেন তিনি? বক্তব্য রাখতে গিয়ে মমতা বলেন, "ডোনা বন্দ্যোপাধ্যায়ের নাচের গ্রুপ আজ এখানে নৃত্য পরিবেশন করেছে। ওরা আগেও একাধিক বড় বড় জায়গায় পারফর্ম করেছে। ওদের টেনাসিটি দেখে আমারই মনে হচ্ছিল ওদের সঙ্গে জয়েন করলে আমি পারতাম। ভাবলাম পারব কি না, আগে একটু দেখে নিই ওদের স্টেপগুলো। দেখলাম মোটামুটি আমার কোমরে চোট থাকলেও আমি রেগুলার ব্যায়াম করি। সুতরাং ওই স্টেপগুলো আমি পারব। শুধু আঙুলের কায়দাগুলো একটু ঠিক করে নিতে হবে।"
আরও পড়ুন: জগন্নাথের আশীর্বাদ থাকলে আগামী বছর দিঘায় রথযাত্রা করতে চান মমতা
এদিন ইসকনের রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানের সস্ত্রীক উপস্থিত হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সিও। এরপর সুব্রত বক্সির দিকে তাকিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "বক্সিদা ওখানে বসে হাসছে। হেসে কোনও লাভ নেই সবকিছুই করতে হবে। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়। তার স্বতঃস্ফূর্ততা বাকিদের থেকে আলাদা।"