ETV Bharat / state

Mamata Banerjee: ওডিশি নাচতে চান, ইসকনে রথযাত্রায় ইচ্ছেপ্রকাশ মুখ্যমন্ত্রীর - dona ganguly

মঙ্গলবার ইসকনের রথযাত্রার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে ছিলেন ডোনা গঙ্গোপাধ্যায়ও ৷ তাঁর গ্রুপ এদিন ওডিশি নৃত্য পরিবেশন করে সেখানে ৷ সোই গ্রুপের সঙ্গে নাচতে চান ৷ এদিন কলকাতার ইসকন মন্দির থেকে এমনটাই ইচ্ছে প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷

Mamata Banerjee
ওডিশি নাচ করতে চান মমতা
author img

By

Published : Jun 20, 2023, 5:58 PM IST

Updated : Jun 20, 2023, 6:33 PM IST

ওডিশি নাচ করতে চান মমতা

কলকাতা, 20 জুন: রাজনৈতিক নেতা হলেও মমতা বন্দ্যোপাধ্যায় নানা প্রতিভার অধিকারী। তিনি কবিতা লেখেন, গান বাঁধেন, আবার তাতে সুরও দেন। এবার নাচের ইচ্ছাপ্রকাশ করলেন বাংলার মুখ্যমন্ত্রী। মঙ্গলবার ছিল ইসকনের 52তম রথযাত্রা। এই রথযাত্রায় উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী, নুসরত-সহ একাধিক চলচ্চিত্র জগতের কুশীলবেরা। সেখানেই নৃত্য পরিবেশন করেন ডোনা গঙ্গোপাধ্যায়ের ওডিশি নৃত্যের গ্রুপ। রথযাত্রার উদ্বোধনে এসে তা দেখে নাচের ইচ্ছেপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata Banerjee
মমতা বন্দ্যোপাধ্য়ায় ও ডোনা গঙ্গোপাধ্যায় এবং তাঁর গ্রুপ

প্রসঙ্গত, অতীতেও একাধিকবার আদিবাসী নৃত্যের সঙ্গে তালে তাল মেলাতে দেখা গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীকে। নেতাজি ইনডোর স্টেডিয়ামে রাষ্ট্রপতিকে সম্মাননা জানানোর দিন আদিবাসী নৃত্যে পা মেলাতে দেখা যায় রাজ্যের মুখ্যমন্ত্রীকে। সে সময় তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদাও। সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের গ্রুপ এদিন ইসকনে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার সামনে যে নৃত্য পরিবেশন করেন, তা ওডিশি নৃত্য ঘরানার অংশ।

Mamata Banerjee
ডোনা গঙ্গোপাধ্যায়ের ওডিশি নৃত্যের গ্রুপ

ওডিশি নৃত্যশৈলী ভীষণ কঠিন বলে মনে করেন অনেকেই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানিয়েছেন, হাতের কায়দাগুলি একটু দেখে নিলে তিনিও এই নাচ পারবেন। ঠিক কী বলেছেন তিনি? বক্তব্য রাখতে গিয়ে মমতা বলেন, "ডোনা বন্দ্যোপাধ্যায়ের নাচের গ্রুপ আজ এখানে নৃত্য পরিবেশন করেছে। ওরা আগেও একাধিক বড় বড় জায়গায় পারফর্ম করেছে। ওদের টেনাসিটি দেখে আমারই মনে হচ্ছিল ওদের সঙ্গে জয়েন করলে আমি পারতাম। ভাবলাম পারব কি না, আগে একটু দেখে নিই ওদের স্টেপগুলো। দেখলাম মোটামুটি আমার কোমরে চোট থাকলেও আমি রেগুলার ব্যায়াম করি। সুতরাং ওই স্টেপগুলো আমি পারব। শুধু আঙুলের কায়দাগুলো একটু ঠিক করে নিতে হবে।"

Mamata Banerjee
অনুষ্ঠানে উপস্থিত মমতা বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন: জগন্নাথের আশীর্বাদ থাকলে আগামী বছর দিঘায় রথযাত্রা করতে চান মমতা

এদিন ইসকনের রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানের সস্ত্রীক উপস্থিত হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সিও। এরপর সুব্রত বক্সির দিকে তাকিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "বক্সিদা ওখানে বসে হাসছে। হেসে কোনও লাভ নেই সবকিছুই করতে হবে। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়। তার স্বতঃস্ফূর্ততা বাকিদের থেকে আলাদা।"

ওডিশি নাচ করতে চান মমতা

কলকাতা, 20 জুন: রাজনৈতিক নেতা হলেও মমতা বন্দ্যোপাধ্যায় নানা প্রতিভার অধিকারী। তিনি কবিতা লেখেন, গান বাঁধেন, আবার তাতে সুরও দেন। এবার নাচের ইচ্ছাপ্রকাশ করলেন বাংলার মুখ্যমন্ত্রী। মঙ্গলবার ছিল ইসকনের 52তম রথযাত্রা। এই রথযাত্রায় উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী, নুসরত-সহ একাধিক চলচ্চিত্র জগতের কুশীলবেরা। সেখানেই নৃত্য পরিবেশন করেন ডোনা গঙ্গোপাধ্যায়ের ওডিশি নৃত্যের গ্রুপ। রথযাত্রার উদ্বোধনে এসে তা দেখে নাচের ইচ্ছেপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata Banerjee
মমতা বন্দ্যোপাধ্য়ায় ও ডোনা গঙ্গোপাধ্যায় এবং তাঁর গ্রুপ

প্রসঙ্গত, অতীতেও একাধিকবার আদিবাসী নৃত্যের সঙ্গে তালে তাল মেলাতে দেখা গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীকে। নেতাজি ইনডোর স্টেডিয়ামে রাষ্ট্রপতিকে সম্মাননা জানানোর দিন আদিবাসী নৃত্যে পা মেলাতে দেখা যায় রাজ্যের মুখ্যমন্ত্রীকে। সে সময় তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদাও। সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের গ্রুপ এদিন ইসকনে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার সামনে যে নৃত্য পরিবেশন করেন, তা ওডিশি নৃত্য ঘরানার অংশ।

Mamata Banerjee
ডোনা গঙ্গোপাধ্যায়ের ওডিশি নৃত্যের গ্রুপ

ওডিশি নৃত্যশৈলী ভীষণ কঠিন বলে মনে করেন অনেকেই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানিয়েছেন, হাতের কায়দাগুলি একটু দেখে নিলে তিনিও এই নাচ পারবেন। ঠিক কী বলেছেন তিনি? বক্তব্য রাখতে গিয়ে মমতা বলেন, "ডোনা বন্দ্যোপাধ্যায়ের নাচের গ্রুপ আজ এখানে নৃত্য পরিবেশন করেছে। ওরা আগেও একাধিক বড় বড় জায়গায় পারফর্ম করেছে। ওদের টেনাসিটি দেখে আমারই মনে হচ্ছিল ওদের সঙ্গে জয়েন করলে আমি পারতাম। ভাবলাম পারব কি না, আগে একটু দেখে নিই ওদের স্টেপগুলো। দেখলাম মোটামুটি আমার কোমরে চোট থাকলেও আমি রেগুলার ব্যায়াম করি। সুতরাং ওই স্টেপগুলো আমি পারব। শুধু আঙুলের কায়দাগুলো একটু ঠিক করে নিতে হবে।"

Mamata Banerjee
অনুষ্ঠানে উপস্থিত মমতা বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন: জগন্নাথের আশীর্বাদ থাকলে আগামী বছর দিঘায় রথযাত্রা করতে চান মমতা

এদিন ইসকনের রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানের সস্ত্রীক উপস্থিত হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সিও। এরপর সুব্রত বক্সির দিকে তাকিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "বক্সিদা ওখানে বসে হাসছে। হেসে কোনও লাভ নেই সবকিছুই করতে হবে। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়। তার স্বতঃস্ফূর্ততা বাকিদের থেকে আলাদা।"

Last Updated : Jun 20, 2023, 6:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.